1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

গাধা রপ্তানি নিষিদ্ধ, তবু ব্যবসা ছয়লাপ

২০ সেপ্টেম্বর ২০১৬

পশ্চিম আফ্রিকার রাষ্ট্র নাইজার৷ গাধা রপ্তানিতে এতদিন দেশটার বেশ ভালোই নাম-ডাক ছিল৷ গাধার চামড়া থেকে আঠা, যৌনশক্তি বর্ধক ওষুধ, বয়স কমিয়ে দেয়ার ক্রিম – এ সব চীনসহ মূলত এশিয়ার দেশগুলোতে রপ্তানি করতো নাইজার৷ কিন্তু...

গাধা
ছবি: Colourbox

Nigeria’s donkey problem

02:39

This browser does not support the video element.

বেশ কয়েক বছর ধরে দেশটিতে গাধার সংখ্যা আশঙ্কাজনকভাবে কমতে শুরু করে৷ আর এখন তো এমনই হাল হয়েছে যে, রপ্তানি অব্যাহত থাকলে প্রাণীটি হয়ত নাইজার থেকে একেবারে নিশ্চিহ্ন হয়ে যাবে৷ তাই এবার বাধ্য হয়েই বিশ্বের বিভিন্ন দেশে গাধা রপ্তানি বন্ধ করেছে দেশটি৷ শুধু তাই নয়, দেশের মধ্যে গাধা জবাইও নিষিদ্ধ করেছে নাইজার৷

তবে নাইজারই প্রথম নয়, গত আগস্ট মাসে প্রতিবেশী রাষ্ট্র বুর্কিনা ফাসো-ও গাধার চামড়া রপ্তানি নিষিদ্ধ করে৷ সেখানেও প্রাণীটির অস্তিত্ব ঝুঁকির মধ্যে পড়ায় এই সিদ্ধান্ত নেয় বুর্কিনা ফাসোর সরকার৷

কিন্তু গাধার চামড়ার চাহিদা হ্রাস পায়নি৷ আর কমবেই বা কী করে? আঠা, যৌনইচ্ছা ও যৌনশক্তি বর্ধক ওষুধ, বয়স কমিয়ে দিতে পারে এমন ক্রিম – এগুলোর চাহিদাও যে বেড়েছে বৈ কমেনি৷ তাই সরকারের শত বাধা সত্ত্বেও, প্রাণী পালনকারীরা বেছে নিচ্ছেন বেআইনি পথ৷ অত্যন্ত লাভজনক গাধা-ব্যবসায় ঝুঁকছেন তাঁরা৷

ডিজি/এসিবি

বন্ধুরা, কেমন লাগলো ভিডিওটি? জানান আমাদের, লিখুন নীচের ঘরে৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ