পশ্চিম আফ্রিকার রাষ্ট্র নাইজার৷ গাধা রপ্তানিতে এতদিন দেশটার বেশ ভালোই নাম-ডাক ছিল৷ গাধার চামড়া থেকে আঠা, যৌনশক্তি বর্ধক ওষুধ, বয়স কমিয়ে দেয়ার ক্রিম – এ সব চীনসহ মূলত এশিয়ার দেশগুলোতে রপ্তানি করতো নাইজার৷ কিন্তু...
বিজ্ঞাপন
Nigeria’s donkey problem
02:39
বেশ কয়েক বছর ধরে দেশটিতে গাধার সংখ্যা আশঙ্কাজনকভাবে কমতে শুরু করে৷ আর এখন তো এমনই হাল হয়েছে যে, রপ্তানি অব্যাহত থাকলে প্রাণীটি হয়ত নাইজার থেকে একেবারে নিশ্চিহ্ন হয়ে যাবে৷ তাই এবার বাধ্য হয়েই বিশ্বের বিভিন্ন দেশে গাধা রপ্তানি বন্ধ করেছে দেশটি৷ শুধু তাই নয়, দেশের মধ্যে গাধা জবাইও নিষিদ্ধ করেছে নাইজার৷
হুমকির মুখে পশুরাজ ও অন্যান্য প্রাণী
জীববৈচিত্র্যকে হুমকির হাত থেকে কীভাবে রক্ষা করা যায় তা নিয়ে চিন্তিত বিশেষজ্ঞরা৷ কেননা হুমকির মুখে রয়েছে হাঙর, বরফ চিতা, আফ্রিকার সিংহ৷
ছবি: picture-alliance/dpa
হুমকির মুখে পশুরাজ
আফ্রিকার সিংহ হিসেবে পরিচিত হলেও বলকান এবং মধ্যপ্রাচ্যের দেশগুলোতে একসময় তারা রাজত্ব করে বেড়িয়েছে৷ এদের সংখ্যা বর্তমানে এতই কমে গেছে যে কেবল ভারতের কিছু অঞ্চল এবং সাহারা মরুভূমির দক্ষিণে এদের দেখা মেলে৷
ছবি: picture alliance/dpa-Zentralbild
রাশিয়ার বৃদ্ধ মানুষ
সায়গা নামে হরিণের মতো দেখতে এই প্রাণীটি কিন্তু বরফ যুগের প্রাণী৷ এই প্রাণীদের এখন কেবল রাশিয়ায় পাওয়া যায়৷ পাচারের কারণে দিন দিন কমছে এদের সংখ্যা৷ প্রাণীগুলো শুধু যে দিনে ১২০ মাইল হাঁটতেই পারে তাই না, সাঁতরাতেও পারে এরা৷
ছবি: picture-alliance/dpa/dpaweb
পাখনার কারণে হাঙর শিকার
হাঙরের পাখনা জাপান ও চীনে খুবই জনপ্রিয়৷ এ কারণে জেলেরা জীবন্ত হাঙরের বাচ্চা ধরে এদের পাখনা কেটে আবার তাদের সমুদ্রে ফেলে দেয়৷ ফল এদের মৃত্যু৷ এছাড়া হাঙরের মাংসও ঐসব অঞ্চলে খাওয়া হয়৷
ছবি: picture-alliance/dpa
লম্বা করাত
লম্বা করাতের হাঙর এখন বিলুপ্তির পথে৷ প্রায় আট মিটার লম্বা হয় এই করাত৷ আর করাতের কারণেই খুব সহজে জেলেদের জালে ধরা পড়ে এরা৷
ছবি: TORSTEN BLACKWOOD/AFP/Getty Images
বিষের শিকার শিকারীরা
ডাইক্লোফেনাক শিকারী পাখিদের জন্য শত্রু৷ দক্ষিণ এশিয়া, স্পেন ও ইটালিতে গরু, শুকর আর ঘোড়াদের এই বেদনানাশক দেয়া হয়৷ আর এদের মৃত্যু হলে যেসব শিকারি পাখি এদের খায় খায় তারা কিডনি নষ্ট হওয়ার কারণে মারা যায়৷
ছবি: Vulture Conservation Foundation
চিড়িয়াখানার শরণার্থী
এশিয়ার বন্য গাধাদের এখন নতুন উপনাম হচ্ছে চিড়িয়াখানার শরণার্থী৷ গত ১৫ বছরে এদের সংখ্যা অর্ধেকে নেমে এসেছে৷
ছবি: picture alliance/blickwinkel/D. & M. Sheldon
সিল মাছ
এদের চামড়া খুব মূল্যবান৷ এ কারণে শিকারীদের চোখ থাকে এদের উপর৷ তবে গত কয়েক বছর ধরে প্রাণী অধিকার রক্ষা সংগঠনগুলোর উদ্যোগে এদের রক্ষা করা সম্ভব হচ্ছে৷ এমনকি সংখ্যা কিছুটা বাড়ছে৷
ছবি: picture-alliance/dpa
প্লাস্টিক যখন কচ্ছপের খাবার
সাড়ে ২২ কোটি বছর ধরে পৃথিবীতে বসবাস করছে কচ্ছপরা৷ কারণ বিবর্তনের সাথে অভিযোজন করার দারুণ ক্ষমতা রয়েছে এদের৷ তবে মানুষ প্রায়ই এদের ডিম চুরি করে এবং সমুদ্রে প্লাস্টিকসহ অন্যান্য রাসায়নিক দ্রব্য বাড়ার কারণে মৃত্যুর মুখে পড়ে এসব কচ্ছপ৷
ছবি: picture-alliance/dpa
মেরু ভাল্লুক
মেরু ভাল্লুকের অবস্থান তখনই শক্ত হয়, যখন পায়ের নীচে কঠিন বরফ থাকে৷ কেবল আর্কটিকে এদের পাওয়া যায়৷ সেখানে শক্ত বরফখণ্ডের নীচে এরা ভেসে বেড়ায়৷ কিন্তু জলবায়ু পরিবর্তনের কারণে বরফ গলে যাওয়ায় এদের লুকিয়ে থাকা কঠিন হচ্ছে৷ ফলে সহজেই শিকারীদের হাতে ধরা পড়ছে এরা৷ কমে যাচ্ছে এদের সংখ্যা৷
ছবি: picture alliance/dpa
স্টিং রে মাছের কাটা
এ ধরনের স্টিং রে মাছদের যে কাটা থাকে তা খুব সহজেই জালে ধরা পড়ে৷
ছবি: picture-alliance/ZB
10 ছবি1 | 10
তবে নাইজারই প্রথম নয়, গত আগস্ট মাসে প্রতিবেশী রাষ্ট্র বুর্কিনা ফাসো-ও গাধার চামড়া রপ্তানি নিষিদ্ধ করে৷ সেখানেও প্রাণীটির অস্তিত্ব ঝুঁকির মধ্যে পড়ায় এই সিদ্ধান্ত নেয় বুর্কিনা ফাসোর সরকার৷
কিন্তু গাধার চামড়ার চাহিদা হ্রাস পায়নি৷ আর কমবেই বা কী করে? আঠা, যৌনইচ্ছা ও যৌনশক্তি বর্ধক ওষুধ, বয়স কমিয়ে দিতে পারে এমন ক্রিম – এগুলোর চাহিদাও যে বেড়েছে বৈ কমেনি৷ তাই সরকারের শত বাধা সত্ত্বেও, প্রাণী পালনকারীরা বেছে নিচ্ছেন বেআইনি পথ৷ অত্যন্ত লাভজনক গাধা-ব্যবসায় ঝুঁকছেন তাঁরা৷