1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

গানের ক্যারিয়ার শুরু করলেন প্রিয়াঙ্কা চোপড়া

৯ আগস্ট ২০১১

প্রথমে বিশ্ব সেরা সুন্দরী এরপর বলিউড তারকা৷ সৌন্দর্য ও অভিনয় দিয়ে সবাইকে মাত করার পর এবার কণ্ঠ দিয়েও বিশ্ব জয় করতে চান প্রিয়াঙ্কা চোপড়া৷

Die indische Bollywoodschauspielerin Priyanka Chopra bei einer Webeveranstaltung in Mumbai. +++Bollywood actor Priyanka Chopra interacting with the media during Levi's promotion 'Change Your World' , in Mumbai. Foto: UNI 07.04.2010
প্রিয়াঙ্কা চোপড়াছবি: UNI

সঙ্গীত প্রতিষ্ঠান ইউএমজি এবং দেশি হিট্স এর সঙ্গে ইতিমধ্যে রেকর্ডিং এর চুক্তি করে ফেলেছেন এই ভারতীয় সুন্দরী৷ আর কিছুদিনের মধ্যে তার আন্তর্জাতিক সংগীতাঙ্গনে আবির্ভাব হতে যাচ্ছে৷ আসছে তার নতুন পপ অ্যালবাম৷ টুইটারে ভক্তদের উদ্দেশ্যে এই খবর ছড়িয়ে দিয়েছেন বলিউড তারকা প্রিয়াঙ্গা চোপড়া নিজেই৷ জানিয়েছেন ইংরেজিতে গাওয়া এই অ্যালবাম সব দেশেই ছাড়া হবে৷ নিজের সঙ্গীত ক্যারিয়ারের শুরুতে ভীষণ রোমাঞ্চিত হয়ে আছেন প্রিয়াঙ্কা৷

অবশ্য গান তার জন্য নতুন কিছু নয়৷ বাবা অশোক চোপড়া একজন নামকরা গায়ক৷ প্রিয়াঙ্কা নিজেও ওয়েস্টার্ন ক্ল্যাসিক্যাল সংগীতে দীক্ষা নিয়েছেন৷ অবশেষে নিজের সেই প্রতিভা এবার কাজে লাগাতে যাচ্ছেন তিনি৷

বলিউডের ‘ভার্সেটাইল তারকা' দের অন্যতম প্রিয়াঙ্কা বিনোদন জগতের বাইরেও তার অবদান রেখে চরেছেন৷ ইউনিসেফের ন্যাশনাল অ্যাম্বাসেডর তিনি, পাশাপাশি গ্রিন অ্যাম্বাসেডর হিসেবে গোটা ইন্ডিয়াতে পরিবেশ বাঁচাতে কাজ করে চলেছেন এই সাবেক মিস ইউনিভার্স৷

প্রতিবেদন: রিয়াজুল ইসলাম

সম্পাদনা: দেবারতি গুহ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ