1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান
স্বাস্থ্যএশিয়া

গানে, গ্রাফিতিতে করোনা জয়ের কথা

৬ ডিসেম্বর ২০২০

একবছর আগে চীনের উহান শহরে ধরা পড়ে করোনা ভাইরাস৷ দিনটিকে নানাভাবে স্মরণ করেছেন উহানের মানুষ৷ সারা বিশ্বে এখন পর্যন্ত প্রায় ১৫ লাখ মানুষের হন্তারক এ ভাইরাসের সঙ্গে এখনো লড়ছে মানুষ৷

China Wuhan | Coronavirus | Temperaturmessung
ছবি: Getty Images/AFP/H. Retamal

গিটারে বিষাদের সুরে প্রিয়জন হারানোর হাহাকার৷মাইক্রোফোনে ভেসে আসা সুরের ওঠানামায় শিল্পী লু ইয়ান বর্ণনা করছেন করোনায় ক্লান্ত শহর উহানের বেদনাগাঁথা৷ আর সেই সাথে জানাচ্ছেন ‘এ যুদ্ধে আমরা জয়ী'৷

এক বছর আগে ধরা পড়া করোনায় দেশটিতে সবচেয়ে বেশি মৃত্যু হয় উহান শহরে৷ ৭৬ দিনের লকডাউন মেনে নিয়ে যন্ত্রণাও কম সইতে হয়নি শহরবাসীকে৷ গানে তাই শহরবাসীকে ধন্যবাদ দিতে ভুলেননি শহরটির শিল্পীরা৷ জাতির জন্য অনেক বড় ত্যাগ স্বীকার করেছে  উহানবাসী, গাইলেন ইয়ান৷

শুধু গানে নয়, গ্রাফিতি কিংবা রম্যরচনায়ও উহান শহরের এ ত্যাগকে স্বীকার করছেন সেখানকার শিল্পীরা৷ সেই সাথে এ ভাইরাসে নিহতদের প্রতি জানিয়েছেন শোক৷

চীনে রাজনৈতিক স্পর্শকাতর গ্রাফিতি বা এ ধরনের অংকনে রয়েছে নিষেধাজ্ঞা৷ তারপরও থেমে নেই আঁকিয়েরা৷  হুয়াং বোয়েন গ্রাফিতির মাধ্যমে ধরে রাখতে চান করোনার স্মৃতি, হোক না তা ভয়াবহ৷ গ্রাফিতি আঁকতে তাকে শহরে ঘুরে বেড়াতে হয়েছে৷ এজন্য শহর কর্তৃপক্ষের কাছ থেকে নিয়েছেন স্বেচ্ছাসেবার অনুমতি৷ 

করোনার প্রথমদিকে এ ভাইরাসের বিষয়ে যে কয়জন ডাক্তার চীন সরকারকে সতর্ক করেছিলেন তাদের একজন লি ওয়েনলিয়াং৷ করোনায় আক্রান্ত হয়েই মারা যান তিনি৷ গ্রাফিতিতে হুয়াং স্মরণ করেছেন সেই চিকিৎসককেও৷ ডাক্তার লি যে হাসপাতালে কাজ করতেন সে হাসপাতালের দেয়ালে আঁকা গ্রাফিতিতে হুয়াং লিখেছেন ‘সততার সাথে কথা বলুন এবং সবসময় এটি মনে রাখুন'৷   

‘আমি যা বলতে চেয়েছি তাই বলেছি,' শিল্পের প্রতি নিজের ভালোবাসার কথা এভাবেই জানালেন হুয়াং৷

ব্লগাররাও নানাভাবে স্মরণ করছেন উহান শহরে করোনার হানাকে৷ দেশটির গণমাধ্যমে এমনই একটি ভিডিওর কথা বলা হয়েছে৷ ভিডিওতে একজন ব্লগার উহান শহর ও এর বাসিন্দারা কীভাবে করোনায় ক্ষতিগ্রস্ত হয়েছেন তার বর্ণনা দিয়েছেন৷

আরআর/এসিবি (এএফপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ