1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

গানে সমকামীদের হত্যার কথা

১৭ জুলাই ২০১৩

গানের মধ্যে রাজনীতিবিদ ও সমকামীদের হত্যার কথা বলে আইনি লড়াইয়ের মুখোমুখি হলেন জার্মান ব়্যাপার বুশিডো৷ তাঁর বিরুদ্ধে মামলা করেছেন স্বয়ং বার্লিনের মেয়র ক্লাউস ভোভেরাইট – যিনি নিজে একজন সমকামী৷

OBERHAUSEN, GERMANY - MAY 23: Rapper Bushido looks on after receiving the prize for the best singer at the VIVA Comet award 2008 on May 23, 2008 at the Arena, Oberhausen, Germany. (Photo by Patrik Stollarz/Getty Images)
ছবি: Getty Images

জার্মান ভাষায় গাওয়া বুশিডোর গানের নাম ‘স্ট্রেস ওনে গ্রুন্ড', যার অর্থ ‘কারণ ছাড়াই চাপ'৷ এতে বার্লিনের মেয়র ভোভেরাইট, সবুজ দলের নেতা ক্লাউডিয়া রোট এবং জোট সরকারের শরিক দল ফ্রি ডেমোক্রেটস দলের আরেক নেতা জেরকান ট্যোরেনকে গুলি করার কথা বলেছেন ৩৪ বছরের ব়্যাপার বুশিডো৷

তিনি বলছেন, যেসব ব্যক্তি তাঁকে বিভিন্ন সময়ে ভর্ৎসনা করেছেন শুধু তাঁদেরকে ঘায়েল করতেই এই গান বেঁধেছেন তিনি৷ জানা যায়, দুই বছর আগে রাজনীতিবিদ ট্যোরেন ব়্যাপার বুশিডোর মিডিয়া অ্যাওয়ার্ড পাওয়ার সমালোচনা করেছিলেন৷

গানের মধ্যে রাজনীতিবিদ ও সমকামীদের হত্যার কথা বলা হয়েছে (ফাইল ফটো)ছবি: JANEK SKARZYNSKI/AFP/Getty Images

বুশিডোর দাবি, তিনি গানের মধ্য দিয়ে কোনোভাবেই সহিংসতার ডাক দেননি৷ তবে তিনি বলেন, ‘‘অবশ্যই এটা উসকানিমূলক৷ একজন ব়্যাপার হিসেবে আমার কাছে যে অস্ত্র আছে, আমি সেটাই প্রয়োগ করেছি৷

‘‘আমি যদি গুলি করার কথা বলি তবে সেটা শুধুই শব্দ দিয়ে'', বলছেন বুশিডো, যাঁর বাবা একজন টিউনিশিয়ান আর মা জার্মান৷

আলোচিত গানটি ইতিমধ্যে ইউটিউব থেকে সরিয়ে ফেলা হয়েছে৷

বার্লিনের রাজ্য সংসদের ডেপুটি স্পিকার জানিয়েছেন, মেয়র ভোভেরাইট বুশিডোর বিরুদ্ধে মামলা করেছেন৷ তবে ঠিক কি অভিযোগ আনা হয়েছে তার বিস্তারিত কিছু বলেন নি তিনি৷

জেডএইচ/ডিজি (ডিপিএ)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ