অনুমতি না নিয়ে নির্বাচনি প্রচারে গান ব্যবহারের জন্য ডনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে মামলা করেছেন ক্যানাডিয়ান-অ্যামেরিকান গায়ক নিল ইয়ং৷ দুটি গানের জন্য তিন লাখ ডলারের ক্ষতিপূরণ চেয়েছেন শিল্পী৷
বিজ্ঞাপন
২০১৫ সালেও বিষয়টি নিয়ে তার আপত্তির কথা জানিয়েছিলেন ইয়ং৷ সেই বছর, অর্থাৎ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ডনাল্ড ট্রাম্প প্রথমবারের মতো অংশ নেয়ার সময়ও নির্বাচনি প্রচারে ৭৫ বছর বয়সি শিল্পীর গান বাজানো হয়৷
তবে শিল্পীর আপত্তি সত্ত্বেও ট্রাম্পের প্রচারবাহিনী তাতে কান দেয়নি৷
নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রে আবার শুরু হয়েছে প্রচারের তোড়জোর৷ সমর্থকদের আকৃষ্ট করতে গত মাসে ওকলাহোমার তুলসা অঞ্চলে বাজানো হয়েছিল নিল ইয়ংয়ের ‘রকিন ইন দ্য ফ্রি ওয়ার্ল্ড’ এবং ‘ডেভিলস সাইডওয়াক’ গান দুটি৷ প্রতিটি গানের জন্য দেড় লাখ ডলার করে মোট তিন লাখ ডলারের ক্ষতিপূরণ দাবি করে তাই মামলা ঠুকে দিয়েছেন ইয়ং৷
যুক্তরাষ্ট্রে কপিরাইট আইনে শিল্পীকে তার গান সজ্ঞানে অজ্ঞতা এবং ঘৃণা প্রকাশ করা হয় এমন ‘অ-যুক্তরাষ্ট্রীয়’ নির্বাচনি প্রচারের থিমসং হিসেবে ব্যবহারে সম্মতি দিতে বারণ করা হয়েছে৷
এ কারণে গত ৩ জুলাই নিজের ওয়েবসাইটে নিল ইয়ং লিখেছিলেন, ‘‘এই প্রেসিডেন্টের কথা শেষ হওয়ার পরই ‘রকিন ই দ্য ফ্রি ওয়ার্ল্ড’ বাজালে কেমন লাগতে পারে ভাবুন একবার৷ মনে হয় গানটা যেন তারই থিমসং৷ কিন্তু আমি তো এজন্য গানটা লিখিনি৷’’
নিল ইয়ংয়ের মামলার বিষয়ে ট্রাম্প বা তার নির্বাচনি দলের কোনো প্রতিক্রিয়া এখনো জানা যায়নি৷
ট্রাম্পের কাছে খোলা চিঠি
অনুমতি ছাড়া গান ব্যবহারের জন্য ট্রাম্পের নির্বাচনি দলের প্রতি নিল ইয়ং একা অসন্তুষ্ট নন৷এর আগে গান ব্যবহারের আগে শিল্পীদের অনুমতি নেয়ার আহ্বান জানিয়ে খোলা চিঠি লিখেছে ‘আর্টিস্টস রাইট অ্যালায়েন্স’৷ সেই চিঠিতে মিক জ্যাগার, কিথ রিচার্ডস, এল্টন জন, লায়নেল রিচি, সিয়া, মাইকেল স্টাইপ, স্টিভেন টাইলার, শেরিল ক্রোর মতো শিল্পীরাও স্বাক্ষর করেছেন৷
এসিবি/ কেএম (এপি, রয়টার্স, এএফপি)
২০১৬ সালের এপ্রিলের ছবিঘরটি দেখুন...
নির্বাচনে ব্যবহার করা কিছু গান
জনপ্রিয় বলে এই গানগুলো প্রচারের কাজে ব্যবহারের সুযোগ অনেকেই ছাড়তে চান না৷ তাই নির্বাচনি প্রচারেও ব্যবহার করা হয়েছে এ সব গান৷ ফলে বিচিত্র সব কাণ্ডও ঘটেছে৷
ছবি: picture-alliance/dpa/H. Kaiser
ইউ টু: বিউটিফুল ডে
আয়ারল্যান্ডের ব্যান্ড ইউ-টু’র কিছু গান বেশ রাজনেতিক বক্তব্যসমৃদ্ধ৷ ২০০৫ সালে ব্রিটেনের সংসদ নির্বাচনে লেবার পার্টি তাদের এমন একটি গানই ব্যবহার করেছিল৷ ‘বিউটিফুল ডে’ শিরোনামের সেই গানটি ব্যবহারের আগে অনুমতিও নেয়া হয়নি৷ ইউ-টু’ও তাতে বিশেষ দোষের কিছু দেখেনি৷ ক্ষতিপূরণের মামলাই করেনি তারা৷
ছবি: picture-alliance/AP Photo/V. Mayo
এমজিএমটি: কিডস
২০০৯ সালে ফ্রান্সের নির্বাচনে নিকোলা সার্কোজির নির্বাচনি প্রচারের প্রায় প্রতিটি অনুষ্ঠানেই বাজানো হয়েছিল এমজিএমটি ব্যান্ডের ‘কিডস’ শিরোনামের গানটি৷ অনুমতি না নিয়ে প্রচার করে পরে অবশ্য প্রতিকী ক্ষতিপূরণ হিসেবে এমজিএমটি-কে ১ দশমিক ২৫ ইউরো দিয়েছিল সার্কোজির দল৷ তারপরও ঝামেলা এড়ানো যায়নি৷ ক্ষতিপূরণ মামলা জিতে ৩০ হাজার ইউরো আদায় করে নিয়েছিল যুক্তরাষ্ট্রের রক ব্যান্ড এমজিএমটি৷
ছবি: picture-alliance/dpa/A. Warzawa
রোলিং স্টোনস: অ্যানজি
রোলিং স্টোনস চাইলে জার্মানির চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেলের দল সিডিইউ-কেও হয়ত মোটা অঙ্কের জরিমানা গুণতে হতো৷ ২০০৫ সালের নির্বাচনে রোলিং স্টোনসের ‘অ্যানজি’ শিরোনামের গানটি সিডিইউ সমর্থকদের মুখে মুখে ফিরেছে৷ কিন্তু রোলিং স্টোনস মামলা না করায় জার্মানির রাজনীতির ‘অ্যানজি’ আঙ্গেলা ম্যার্কেল বা তাঁর দলকে কোনো ক্ষতিপূরণ দিতে হয়নি৷
ছবি: Reuters
আন্দ্রেয়া ভানটিনি: মেনো মেল চে সিলভিও চে
২০০৮ সালে ইটালির নির্বাচনে অবশ্য জনপ্রিয় কোনো ব্যান্ড বা পপ স্টারের গান বাজানো হয়নি৷ সিলভিও বার্লুসকোনির গুণকীর্তনে বাজানো হয়েছিল ইটালির আন্দ্রেয়া ভানটিনির গান ‘মেনো মেল চে সিলভিও চে’৷ ‘মেনো মেল চে সিলভিও চে’ কথার অর্থ ‘সিলভিওর জন্য ঈশ্বর তোমাকে ধন্যবাদ৷’ সেবার নির্বাচনে জিতে ইটালির প্রধানমন্ত্রী হয়েছিলেন বার্লুসকোনি৷
ছবি: picture-alliance/dpa/D. Dal Zennaro
আডেলে: রোলিং ইন দ্য ডিপ
যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলের সম্ভাব্য প্রার্থী ডোনাল্ড ট্রাম্প আডেলের গানের ভক্ত৷ তাই ট্রাম্পের প্রতিটি নির্বাচনি প্রচারানুষ্ঠান বা ভাষণের আগে আডেলের ‘রোলিং ইন দ্য ডিপ’ গানটি বেজেছে৷ আডেলের অনুমতি ছাড়াই বাজানো হচ্ছে গানটি৷