মধ্য আফ্রিকার আরো একটি দেশে সেনা বিদ্রোহ। টেলিভিশন বিবৃতিতে সেনা জানিয়েছে, রাষ্ট্রক্ষমতা তারা দখল করেছে।
নির্বাচিত সরকারকে সরিয়ে দিল গাবনের সেনা বাহিনীছবি: Desirey Minkoh/Afrikimages/IMAGO
বিজ্ঞাপন
বুধবার গাবনের সেনাবাহিনীর উচ্চপদস্থ একদল অফিসার টেলিভিশনে একটি বিবৃতি দিয়েছেন। সেখানেই তারা ঘোষণা করেছেন, প্রেসিডেন্ট আলি বংগকে বিশ্বাসঘাতকতার জন্য গ্রেপ্তার করা হয়েছে। সরকারি সমস্ত দপ্তর দখল করা হয়েছে। সেনা দেশের ক্ষমতা দখল করে নিয়েছে।
গাবনের রাজধানী লিব্রেভিলে এদিন বেশ কয়েকবার গুলির আওয়াজ শোনা যায়। বস্তুত, এদিনই দেশের নির্বাচনের ফলাফল প্রকাশ পেয়েছে। সেখানে প্রেসিডেন্ট আলি বংগ ৬৪ দশমিক দুই সাত শতাংশ ভোট পেয়ে জয়ী হন।
সুদানের রাস্তায় বিক্ষোভ, সেনার গুলি
সোমবার সুদানের ক্ষমতা দখল করেছিল সেনা। তারপর থেকে রাস্তায় নেমে প্রতিবাদ করছেন সাধারণ মানুষ। শান্তিপূর্ণ প্রতিবাদে সেনার গুলি।
ছবি: AFP/Getty Images
সেনার গুলি, মৃত অন্তত সাত
সুদানের রাস্তায় প্রতিবাদ করছেন সাধারণ মানুষ। সেনার বিরুদ্ধে সরব মানুষ। সেনার পাল্টা গুলি। অন্তত সাত জনের মৃত্যু হয়েছে। আহত ১৪০। হাসপাতাল সূত্র সংবাদমাধ্যমকে জানিয়েছে, আহতের সংখ্যা বাড়ছে।
ছবি: Mohamed Nureldin Abdallah/REUTERS
রাস্তাই একমাত্র রাস্তা
হাজার হাজার মানুষ রাস্তায় নেমে পড়েছেন। গুলির চালিয়েও তাদের প্রতিবাদ বন্ধ করা যায়নি। যেভাবে সোমবার সেনা ক্ষমতা দখল করেছে, সাধারণ মানুষ তার প্রতিবাদ করছেন। পুরনো সরকার ফেরানোর দাবি করছেন।
ছবি: Ashraf Idris/AP Photo/picture alliance
মধ্যবর্তী সরকার
সুদানে এতদিন অন্তর্বর্তী সরকারই শাসন করছিল। দেশ পরিচালনায় সামরিক ও রাজনৈতিক দলের নিয়োগ দেয়া ব্যক্তিদের নিয়ে একটি অন্তর্বর্তী সরকার গঠন করা হয়েছিল৷ যার প্রধান ছিলেন আব্দাল্লা হ্যামডক। প্রধানমন্ত্রীর দায়িত্ব সামলাচ্ছিলেন তিনি। সোমবার সেনা তাকে গ্রেপ্তার করে গোপন ডেরায় নিয়ে যায়।
ছবি: Hannibal Hanschke/REUTERS
সেনার অভ্যুত্থান
সোমবার সকালে বর্তমান সরকারের বিরুদ্ধে অভ্যুত্থান চালায় সেনা। সভরেন কাউন্সিলের প্রধান জেনারেল আবদেল ফাত্তাহ আল-বুরহানের নেতৃত্বে এই অভ্যুত্থান হয়। এরপরেই দেশে জরুরি অবস্থা ঘোষণা করা হয়।
ছবি: Mahmoud Hjaj /AA/picture alliance
গ্রেপ্তার মন্ত্রীরা
প্রধানমন্ত্রী ছাড়াও দেশের অধিকাংশ মন্ত্রীকে গ্রেপ্তার করা হয়েছে। সকলকেই অজানা ডেরায় নিয়ে যাওয়া হয়েছে। বুরহান জানিয়েছেন, ২০২৩ সালের নির্বাচন সুষ্ঠুভাবে করার জন্যই এই অভ্যুত্থান হয়েছে।
ছবি: Rasd Sudan Network/AA/picture alliance
২০১৯ সালের অভ্যুত্থান
তিন দশক ধরে সুদানের শাসন ক্ষমতা ছিল ওমর আল-বশিরের হাতে। ২০১৯ সালের এপ্রিলে তাকে পদত্যাগ করতে বাধ্য করা হয়। এরপরেই সামরিক এবং রাজনৈতিক দলের যৌথ প্রচেষ্টায় একটি অন্তর্বর্তী সরকার গঠন করা হয়। ২০২৩ সালে নির্বাচন হওয়ার কথা ছিল। নতুন নির্বাচিত সরকার গঠনের কথা ছিল।
ছবি: Getty Images/AFP/E. Hamid
বুরহানের দাবি
বুরহান জানিয়েছেন, আগামী দুই বছর সামরিক শাসন জারি থাকবে। তবে ২০২৩ সালের নির্বাচন হবে। সেনাই সেই নির্বাচনের ব্যবস্থা করবে।
ছবি: Mohamed Nureldin Abdallah/REUTERS
সাধারণ মানুষের বক্তব্য
সাধারণ মানুষ বলছেন, এর ফলে সুদানে গণতন্ত্র প্রতিষ্ঠার প্রক্রিয়াটি নষ্ট হয়ে গেল। সেনা নতুন করে একনায়কতন্ত্রের দিকে ঠেলে দিল দেশকে।
ছবি: Nureldin Abdallah/REUTERS
বিশ্বের নিন্দা
অ্যামেরিকা, যুক্তরাজ্য, নরওয়ে সোমবার রাতেই বিবৃতি প্রকাশ করেছে। তাতে বলা হয়েছে, সুদানের ঘটনা অত্যন্ত চিন্তার এবং দুঃখজনক। দুই বছর আগে রীতিমতো বিপ্লবের মাধ্যমে সাধারণ মানুষ এবং রাজনৈতিক শক্তি একনায়ক শাসককে ক্ষমতাচ্যূত করেছিল। গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে অন্তর্বর্তী সরকার গঠন হয়েছিল। পুরো প্রক্রিয়াটি নষ্ট করে দেওয়া হলো।
ছবি: ASHRAF SHAZLY/AFP via Getty Images
অনুদান বন্ধ
অ্যামেরিকা এবং জাতিসংঘ সুদানের নতুন শাসককে অনুদান দেবে না বলে হুমকি দিয়েছে। সুদানের অর্থনীতির অবস্থা ভয়াবহ। অনাহারে আছেন বহু মানুষ। এই পরিস্থিতিতে বিদেশি অনুদান বন্ধ হলে আরো ভয়ংকর পরিস্থিতি তৈরি হবে।
ছবি: ASHRAF SHAZLY/AFP via Getty Images
10 ছবি1 | 10
নির্বাচনের ফলাফল ঘোষণা হওয়ার পরেই সেনাবাহিনী ক্ষমতা দখল করে নেয়। সেনার তরফে জানানো হয়, প্রেসিডেন্ট সুরক্ষিত আছেন। তাকে গৃহবন্দি করা হয়েছে। তার সঙ্গে পরিবারের অন্য সদস্য এবং চিকিৎসকেরা আছেন। বংগের প্রধান পরামর্শদাতা তার ছেলে নউরেদ্দিন বংগ ভ্যালেন্টিন। তাকেও গ্রেপ্তার করা হয়েছে।
সেনা জানিয়েছে, সমস্ত সরকারি দপ্তর অধিগ্রহণ করেছে সেনা। বিদ্রোহী সেনার মধ্যে পুলিশ, সেনা, প্রেসিডেন্টের গার্ড, আধাসামরিক বাহিনীর অফিসার সকলেই আছেন। উচ্চপদস্থ অফিসার থেকে সাধারণ জওয়ান, সকলেই এই বিদ্রোহে যোগ দিয়েছে।
এদিকে বংগ তার বাসভবন থেকে একটি বিবৃতি দিয়েছেন। সেখানে বলা হয়েছে, কীভাবে কী ঘটে গেল, তিনি বুঝেই উঠতে পারছেন না। তিনি চান এর বিরুদ্ধে আওয়াজ উঠুক। নিজের কর্মী সমর্থকদের আওয়াজ তোলার নির্দেশ দিয়েছেন তিনি। বিশেষজ্ঞদের বক্তব্য, এর ফলে সেনার সঙ্গে বংগ সমর্থকদের সংঘর্ষ শুরু হতে পারে।
তবে নির্বাচনের সময় থেকেই গোটা দেশজুড়ে যথেষ্ট উত্তেজনা ছিল। যে প্রক্রিয়ায় নির্বাচন হয়েছে, তা গণতান্ত্রিক নয় বলে একাধিক সংবাদমাধ্যমে খবর হয়েছে। কোনো কোনো সংবাদমাধ্যম একে অযৌক্তিক এবং অবিশ্বাস্য বলে অভিহিত করেছেন। সম্পূর্ণ জালিয়াতি করে বংগ নির্বাচন জিতেছেন বলে বিরোধীপক্ষ অভিয়োগ তুলেছে।
বিভিন্ন দেশের প্রতিক্রিয়া
জাতিসংঘের প্রধান আন্তোনিও গুতেরেসের মুখপাত্র জানিয়েছেন, গুতেরেস এর তীব্র বিরোধিতা করেছেন। যেভাবে সেনাক্ষমতা দখল করেছে, জাতিসংঘ তার বিরোধিতা করেছে।
জার্মানির তরফেও এই ঘটনার নিন্দা করা হয়েছে। তবে একইসঙ্গে জার্মানি জানিয়েছে, যে কায়দায় সেখানে নির্বাচন হয়েছে, তা মেনে নেওয়া যায় না। সামগ্রিক পরিস্থিতির দিকে নজর রাখা হচ্ছে বলে জার্মানি জানিয়েছে।
ফ্রান্স দীর্ঘদিন ধরে দেশটিকে শাসন করেছে। এখনো ফ্রান্সের গুরুত্বপূর্ণ খনি সংস্থাগুলি গাবনে কাজ করে। সাময়িক সময়ের জন্য তাদের কাজ বন্ধ করে দেওয়া হয়েছে। ফ্রান্স সমস্ত নাগরিককে দেশে ফেরার কথা বলেছে। পরিস্থিতি যথেষ্ট উদ্বেগজনক বলে জানিয়েছে ফরাসি পররাষ্ট্র মন্ত্রণালয়।