1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান
স্বাস্থ্য

গাম্বিয়ায় করোনায় বাংলাদেশি ইমামের মৃত্যু

২৪ মার্চ ২০২০

ছয়টি দেশ ঘুরে গাম্বিয়ায় গিয়েছিলেন বাংলাদেশি এক ইমাম৷ করোনায় সংক্রমিত হয়ে সেখানেই মারা যান তিনি৷

প্রতীকী ছবিছবি: picture-alliance/dpa/AP/LaPresse/C. Furlan

করোনা আফ্রিকার দেশ গাম্বিয়ায় এ পর্যন্ত দুজনের প্রাণ কেড়ে নিয়েছে৷ দ্বিতীয়জন বাংলাদেশী এক ইমাম বলে এক বিবৃতিতে জানানো হয়৷ বিবৃতিতে আরো জানানো হয়, এই ইমাম আগে যে ছয়টি দেশে গিয়েছেন সেগুলোর কোনো একটিতে করোনা ভাইরাসে সংক্রমিত হয়েছিলেন৷ প্রতিবেশী দেশ সেনেগাল থেকে গত ১৩ ই মার্চ রাজধানী বানজুলায় গিয়ে এক মসজিদে ওঠেন তিনি৷ তার ডায়াবেটিস ছিল৷ ডায়াবেটিসের কারণে দেখা দেয়া জটিলতার কথা উল্লেখ করে তিনি হাসপাতালে ভর্তি হন৷ বাংলাদেশি ইমাম যাদের সংস্পর্শে গিয়েছিলেন তাদের খুঁজছে গাম্বিয়ার পুলিশ৷

গত শনিবার আকাশ ও ভূমি সীমা বন্ধ করে দেয় গাম্বিয়া৷ নভেল করোনায় সংক্রমিত হয়ে থাকতে পারেন এমন ১৫ জনকে এক হোটেলে কোয়ারান্টিনে রাখা হয়েছিল৷ সেখান থেকে সবাই পালিয়েছে৷ তাদেরও খুঁজছে পুলিশ

এসিবি/কেএম (এএফপি)

 

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ