1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

গাম্বিয়ায় ৬৬ শিশুর মৃত্যু, দায়ী ভারতীয় কাশির সিরাপ?

৭ অক্টোবর ২০২২

ভারতের হরিয়ানা রাজ্যে অবস্থিত মেডেন ফার্মাসিউটিক্যালের তৈরি কাশির সিরাপ খেয়ে গাম্বিয়ায় ৬৬ শিশুর মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে৷ এ বিষয়ে তদন্ত শুরু করেছে ভারত৷

নতুন দিল্লিতে মেডেন ফার্মাসিউটিক্যালের অফিসের সামনে প্রতিষ্ঠানটির লোগো
নতুন দিল্লিতে মেডেন ফার্মাসিউটিক্যালের অফিসের সামনে প্রতিষ্ঠানটির লোগোছবি: Anushree Fadnavis/REUTERS

বিশ্ব স্বাস্থ্য সংস্থা চলতি সপ্তাহে জানিয়েছে, তারা মেডেনের তৈরি চারটি সিরাপ গবেষণাগারে পরীক্ষা করে দেখেছে৷ সেগুলোর মধ্যে যে পরিমাণ ডাইইথাইলিন গ্লাইকল ও ইথাইলিন গ্লাইকল পাওয়া গেছে তা ‘অগ্রহণযোগ্য’৷ এই দুটি উপাদান বিষাক্ত হতে পারে এবং সেগুলোর কারণে কিডনি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে৷

ওষুধ তৈরিতে গ্লিসারিনের সস্তা বিকল্প হিসেবে এই দুটি উপাদান ব্যবহৃত হতে পারে৷

বিশ্ব স্বাস্থ্য সংস্থা যে চারটি সিরাপ পরীক্ষা করেছে সেগুলো হলো প্রোমেথাজিন ওরাল সলিউশন, কফেক্সমালিন বেবি কফ সিরাপ, মেকফ বেবি কফ সিরাপ এবং ম্যাগ্রিপ এন কোল্ড সিরাপ৷

ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, এই চার সিরাপের নমুনা পরীক্ষা করতে কেন্দ্রীয় গবেষণাগারে পাঠানো হয়েছে৷ বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে তাদের পরীক্ষার তথ্য ভারতকে দেয়ার জন্যও অনুরোধ করা হয়েছে৷

ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে, পরীক্ষার তথ্য পাওয়ার পর পরবর্তী সিদ্ধান্ত নেয়া হবে৷

হরিয়ানা রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী অনিল ভিজ বলেছেন, পরীক্ষায় যদি ‘ভুল কিছু পাওয়া যায় তাহলে কঠোর ব্যবস্থা নেয়া হবে’৷

বিশ্ব স্বাস্থ্য সংস্থা গতমাসের শেষের দিকে ভারতের ‘ড্রাগস কন্ট্রোলার জেনারেল অব ইন্ডিয়াকে’ গাম্বিয়ায় শিশু মৃত্যুর বিষয়টি জানিয়েছিল৷

তবে মেডেন ফার্মাসিউটিক্যালের পরিচালক নরেশ কুমার গয়াল বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, তারা মাত্র বৃহস্পতিবারই এ বিষয়ে জানতে পেরেছেন৷ তারা এ বিষয়ে বিস্তারিত জানার চেষ্টা করছেন বলেও জানান৷

১৯৯০ সালে প্রতিষ্ঠিত মেডেন কোম্পানি শুধুমাত্র গাম্বিয়াতে ঐসব সিরাপ রপ্তানি করে বলে ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে৷

জেডএইচ/এসিবি (রয়টার্স)

গাম্বিয়ায় পরিবেশ রক্ষায় ম্যানগ্রোভ

04:26

This browser does not support the video element.

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ