1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

অরগ্যানিক ফার্মিং একটি সুযোগ হতে পারে

৫ সেপ্টেম্বর ২০১৭

জার্মানিতে ‘বিও', মানে ‘বায়োলজিক্যাল' বা অরগ্যানিক পণ্যের চাহিদা বেড়ে চলেছে, অথচ উৎপাদন সেই অনুপাতে বাড়ছে না; সঙ্গে রয়েছে পরিবেশ ও পশুকল্যাণ সংক্রান্ত নানা সমস্যা৷ ‘বিও' তৃতীয় বিশ্বের পক্ষে একটি সুযোগ হতে পারে৷

ছবি: DW/M. Rahman

কর্তা খান চালভাজা, গিন্নি খান ‘বিও' – এ কাহিনি জার্মানির ঘরে ঘরে৷ জার্মানির শহরে শহরে আজ ‘বিও', অর্থাৎ অরগ্যানিক খাবারদাবার ও অন্যান্য নানা ধরনের ‘বিও' পণ্যের দোকান৷ সুপারমার্কেটগুলোতেও আজকাল ‘বিও' পণ্যের আলাদা এলাকা থাকে, নয়ত প্রথাগত পণ্যের মধ্যেই ‘বিও' তকমা-মারা পণ্যগুলি শোভা পায়৷ দামে এককালে বিপুল ফারাক ছিল, সাম্প্রতিককালে ‘বিও' পণ্যের দাম কমতে কমতে – ও প্রথাগত পণ্যের দাম বাড়তে বাড়তে – প্রায় একই পর্যায়ে চলে এসেছে৷

‘বিও' বা অরগ্যানিক বলতে যে কী বোঝায়, তা ব্যাখ্যা করতে গেলে ব্লগ নয়, বই লিখতে হবে৷ বার্লিনের তরুণ সমাজে উঁকিঝুঁকি দিয়ে যতটুকু বুঝতে পেরেছি, উঠতি গ্রাহকদের দৃষ্টিকোণ থেকে ‘বিও' হলো একাধারে একটা ফ্যাশন, একটা আদর্শ ও একটা জীবনদর্শন৷ অর্থনীতি-রাজনীতি-পরিবেশ ইত্যাদি নানা বিষয়ে ‘বিও' অনুরাগীদের মনোভাব যে কী হবে, তা যেন আগে থেকেই আন্দাজ করা যায়৷ এ তো গেল ‘বিও'-র তাত্ত্বিক বা আধ্যাত্মিক দিক৷

‘বিও'-র দ্বিতীয় পর্যায় হলো ইউরোপের ‘কৃষি শিল্প', যা শিল্পায়ন, আধুনিকীকরণ ও উৎপাদনশীলতার চরম শিখরে উঠে হঠাৎ দেখছে যে, গ্রাহকরা বেঁকে বসেছেন, তারা আর রাসায়নিক সার ও কীটনাশক, পক্ষান্তরে অ্যান্টিবায়োটিক্স দূষিত খাদ্য গ্রহণ করতে চান না৷ আবার কৃষিজীবীদের মধ্যেও আদর্শবাদী আছেন ও চিরকালই ছিলেন: জার্মানিতে ‘বিও' আন্দোলনের সূচনা বস্তুত ১৯২৪ সালে৷ কাজেই জার্মানির মতো সমৃদ্ধ ও সুসংগঠিত দেশে যে জনজীবন থেকে শুরু করে সুপারমার্কেট অবধি একটা ‘বিও' প্রবণতা শীঘ্রই দৃষ্টিগোচর হয়ে উঠবে, তাতে আশ্চর্য হওয়ার কিছু ছিল না৷

‘বিও'-র তৃতীয় পর্যায়ে আসছে নিয়ন্ত্রণ, অর্থাৎ সরকার ও ইইউ-এর আমলাদের টনক নড়া৷ প্রক্রিয়াটা এক হিসেবে সাম্প্রতিক, কেননা জার্মানির অরগ্যানিক ফার্মিং অ্যাক্ট গেজেটে বেরোয় ২০০২ সালে; অরগ্যানিক ফার্মিং সম্পর্কে ইউরোপীয় ইউনিয়নের নিয়মাবলী প্রকাশিত হতে হতে ২০০৭ সাল হয়ে যায় – কাজেই জার্মান সরকারকে ২০১২ সালে তাদের অরগ্যানিক ফার্মিং অ্যাক্টে কিছু কিছু রদবদল করে সেটাকে ইইউ-এর অরগ্যানিক নীতিমালার সঙ্গে খাপ খাইয়ে নিতে হয়৷

চাহিদা বেশি, উৎপাদন কম

ইইউ-তে ‘বিও' পণ্যের চাহিদা জার্মানিতেই সবচেয়ে বেশি৷ বলতে কি, এক্ষেত্রে একমাত্র মার্কিন যুক্তরাষ্ট্রই জার্মানিকে ছাড়িয়ে যায়৷ এছাড়া জার্মানিতে ‘বিও' পণ্যের চাহিদা ক্রমশ বেড়ে চলেছে৷ ২০১৬ সালে জার্মানিতে ‘বিও' খাদ্যপণ্যের বিক্রি বেড়েছে প্রায় ১০ শতাংশ – যদিও তা খাদ্যপণ্যের মোট বিক্রির মাত্র পাঁচ শতাংশ৷

উৎপাদনের ক্ষেত্রে চিত্র অনুরূপ আশাব্যঞ্জক নয়৷ জার্মান খাদ্য ও কৃষি মন্ত্রণালয়ের পরিসংখ্যান অনুযায়ী ১৯৯৬ সাল থেকে ২০১৫ সাল অবধি জার্মানির মোট চাষ-আবাদ করা জমির মধ্যে অরগ্যানিক ফার্মিং-এর অনুপাত ২ দশমিক ১ শতাংশ থেকে বেড়ে দাঁড়িয়েছে ৬ দশমিক ৫ শতাংশে; অরগ্যানিক খামারগুলির মোট সংখ্যায় কৃষিখামারের অনুপাত ১ দশমিক ৩ শতাংশ থেকে বেড়ে দাঁড়িয়েছে ৮ দশমিক ৭ শতাংশে৷ উৎপাদনের এই শম্বুকগতিতে বৃদ্ধি বছরে আট থেকে দশ শতাংশ হারে বেড়ে চলা চাহিদার সঙ্গে পাল্লা দিতে পারে না৷ কাজেই ‘বিও'-র ব্যাপারিদের একমাত্র উপায় হলো বিদেশ থেকে আমদানি৷

বিদেশ থেকে আমদানি বলতে বোঝায় একদিকে ইইউ-এর অভ্যন্তরে পণ্যের আদানপ্রদান; অন্যদিকে দক্ষিণ অ্যামেরিকা, আফ্রিকা বা এশিয়া থেকে ‘বিও' পণ্য আমদানি৷ বিশেষ করে ফলমূলের ক্ষেত্রে ধনি দেশ জার্মানির গ্রাহকরা যে কোনো মরশুমে তাদের প্রিয় ফলটি পেতে ও খেতে অভ্যস্ত, তা সে ব্রাজিলের কলা হোক আর নিউজিল্যান্ডের কিউয়ি ফল হোক৷ এর ভালো-মন্দ দু'টো দিকই আছে৷

প্রথমত, জার্মানিতে ‘বিও' খাদ্যের বিপুল চাহিদার ফলে পোল্যান্ড, চেক গণরাজ্য, অস্ট্রিয়া এমনকি ফ্রান্স ও সুদূর স্পেনের খামারচাষিরাও ‘বিও' বিজনেসের গন্ধ পেয়েছেন ও তা থেকে মুনাফা করছেন৷ অপরদিকে, দূর দূর থেকে পণ্য পরিবহণের অর্থ ‘বিও' পণ্যের কার্বন ফুটপ্রিন্ট ক্রমেই দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে, জার্মানির আদর্শবাদী ‘বিও' গ্রাহকদের যা পছন্দ হওয়ার কথা নয় – ট্রাকে করে গ্রীষ্মের দাবদাহে জীবন্ত জন্তুজানোয়ারদের ইউরোপের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে পাঠানোর কথাটা না হয় আপাতত বাদই থাকল৷

অরুণ শঙ্কর চৌধুরী, ডয়চে ভেলেছবি: DW/P. Henriksen

নতুন হিসেব

কাজেই জার্মানির সুপারমার্কেটগুলি ক্রমেই ‘বিও'-র পাশাপাশি ‘স্থানীয় পণ্য' রাখতে শুরু করেছে; অর্থাৎ স্পেন থেকে আসা ‘বিও' টমেটোর পাশেই বনের কাছে ওয়েসেলিং থেকে আসা টমেটো৷ এই ‘স্থানীয় পণ্য' তকমাটির বক্তব্য হলো, ‘আমি টাটকা ও আমার কার্বন পদাঙ্ক বলিরাজার মতো সুবিশাল নয়৷'

আমরা দেখেছি যে, ‘বিও' বিজনেস বেড়ে বিগ বিজনেস হওয়ার পথে৷ গ্রাহকদের জন্য এর সুবিধে, ‘বিও' পণ্যের দাম পড়ছে৷ অপরদিকে জার্মানির ‘বিও' খামারচাষিরা দেখছেন যে, তাদের লাভের মার্জিন বা অনুপাত কমে আসছে, অপরদিকে ‘বিও' চাষে ফসল কম, ল্যাটা বেশি৷ কাজেই বিশ্বায়ন ও পুঁজিবাদের নীতি অনুযায়ী ‘বিও' উৎপাদন এখন ইউরোপ তথা বিশ্বের সেই সব দেশে যাচ্ছে, যেখানে শ্রমের মূল্য অপেক্ষাকৃত কম৷ তৃতীয় বিশ্বের সুযোগ এখানেই৷

ইতিমধ্যেই আর্জেন্টিনা, ইথিওপিয়া, অস্ট্রেলিয়া, ব্রাজিল, চীন, ভারত ও পেরুর মতো দেশে অরগ্যানিক ফার্মিং বাড়তে দেখা যাচ্ছে৷ এরা পথিকৃৎ, কিন্তু পরে অন্যান্য দেশেরও এই সুযোগ আসবে৷ তৃতীয় বিশ্ব থেকে আগত ‘বিও' পণ্যের কার্বন ফুটপ্রিন্ট নিয়ে বিতর্ক ভবিষ্যতেও ঠিক তেমনিভাবেই চলবে, আজ যেমন গার্মেন্টস শিল্পে ‘ফেয়ার ট্রেড' নিয়ে বিতর্ক চলেছে৷ কার্বন ফুটপ্রিন্টের কথা ভেবে কেউ যেরকম তৃতীয় বিশ্বে টুরিজম বন্ধ করার কথা বলবেন না, তেমনই এই ‘বিও' আন্দোলন তৃতীয় বিশ্বের কৃষিপ্রধান দেশগুলিকে একাধারে উন্নয়ন ও অপরদিকে পরিবেশ সুরক্ষার পথ খুলে দিতে পারে৷

অরুণ শঙ্কর চৌধুরীর এই লেখাটি আপনার কেমন লাগলো? জানান নীচের মন্তব্যের ঘরে৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ