1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

গালিচা-কেলেঙ্কারি

৯ জুন ২০১২

সরকারি বিমানে বিনা শুল্কে বিশাল গালিচা দেশে উড়িয়ে এনে বিপাকে পড়েছেন জার্মানির উন্নয়ন সাহায্য মন্ত্রী৷ ব্যাপারটা জানাজানি হওয়ার পর অবশ্য মন্ত্রী দুঃখ প্রকাশ করে প্রায়শ্চিত্ত করছেন৷

Bundesminister für wirtschaftliche Zusammenarbeit und Entwicklung Dirk Niebel. Besuch bei der Deutschland Welle 30.04.2012. Foto DW/Per Henriksen DW2_0101.
জার্মান উন্নয়ন সাহায্য মন্ত্রী ডির্ক নিবেলছবি: DW

‘রথ দেখা আর কলা বেচা' একসঙ্গে সারতে কে না চায়! জার্মানির উন্নয়ন সাহায্য মন্ত্রী ডির্ক নিবেল'ও এমনটাই ভেবেছিলেন৷ প্রায়ই আফগানিস্তান যেতে হয়৷ কিন্তু কাজের ব্যস্ততার কারণে অন্য কিছু হয়ে ওঠে না৷ যাই হোক, এবার তিনি কিছু কেনাকাটা করেছেন৷ বাজারে না গেলেও মার্চ মাসে জার্মান দূতাবাসে এক কার্পেটওয়ালাকে ডেকে পছন্দের একটি গালিচা কিনেছেন৷ লাল-কালো রঙের সেই কার্পেট বিশাল, আয়তন প্রায় ৯ বর্গ মিটার৷ দাম প্রায় ১,৪০০ মার্কিন ডলার৷

তা মন্ত্রী নিজের পয়সায় কার্পেট কিনেছেন, তাতে আপত্তি কীই বা থাকতে পারে! কিন্তু সমস্যা হলো, শুধু কিনলেই তো হবে না, এমন পেল্লাই জিনিসটাকে দেশেও তো নিয়ে যেতে হবে৷ সঙ্গে নেওয়া কঠিন৷ তাই সেটিকে কাবুলেই রেখে গিয়েছিলেন৷ কয়েকদিন পর জার্মান গোয়েন্দা সংস্থা বিএনডি'র প্রেসিডেন্ট গেয়ারহার্ড শিন্ডলার কাবুল থেকে ফেরার সময় বিশেষ বিমানে সেই কার্পেট বার্লিনে নিয়ে আসেন৷ বিমানবন্দর থেকে এক চালক সেই কার্পেট নিবেল'এর বাড়িতে পৌঁছে দেন৷ শুল্ক বিভাগ'কে আর জানানো হয় নি গালিচার দাম কত, বা তা আমদানির জন্য শুল্ক মাশুল দিতে হতো কি না৷ বিএনডি'র পক্ষ থেকে বলা হয়েছে, সরকারি উপহার ভেবেই তাদের বিমানে গালিচাটি নিয়ে আসা হয়েছিল৷

ডয়চে ভেলে অ্যাকাডেমিতে শিক্ষার্থীদের সঙ্গে আলাপাচারিতায় নিবেল (ফাইল ফটো)ছবি: DW

বিষয়টা এবার জানাজানি হয়ে যাওয়ার ফলে চারিদিকে সমালোচনার ঝড় উঠেছে৷ মন্ত্রী নিবেল দোষ স্বীকারও করে নিয়েছেন৷ তাঁর মুখপাত্র ঘটনাটি সম্পর্কে খুঁটিনাটি তথ্য সাংবাদিকদের সামনে তুলে ধরেছেন৷ মন্ত্রী বলেছেন, শুল্ক বিভাগের কোনো পাওনা থাকলে তিনি সেই অর্থ নিজের পকেট থেকে মিটিয়ে দেবেন৷ জার্মান চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেল তাঁর মুখপাত্রের মাধ্যমে জানিয়েছেন, উন্নয়ন সাহায্য মন্ত্রীর প্রতি তাঁর আস্থা রয়েছে৷ মন্ত্রী যা করণীয়, তা অবশ্যই করবেন৷

রাজনৈতিক আঙিনা এখনো উত্তপ্ত৷ বিরোধীরা এমন বিতর্কের খোরাক পেয়ে খোঁচা মারার সুযোগ ছাড়ছে না৷ বলছে, ‘এ আর নতুন কথা কী! নিবেল'এর উদারপন্থী এফডিপি দলে কর বা শুল্ক ফাঁকি দেওয়ার একটা ঐতিহ্য রয়েছে৷' তাছাড়া নিবেল স্বয়ং যেভাবে অতীতে অন্যের সামান্য ত্রুটি ধরতে বেশ কিছু কড়া পদক্ষেপ নিয়েছেন, তার আলোকে এই ‘গালিচা-কেলেঙ্কারি' অন্য মাত্রা পেয়েছে৷

প্রতিবেদন: সঞ্জীব বর্মন (ইপিডি, রয়টার্স)

সম্পাদনা: সুপ্রিয় বন্দ্যোপাধ্যায়

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ