1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

গালিচা-কেলেঙ্কারি

৯ জুন ২০১২

সরকারি বিমানে বিনা শুল্কে বিশাল গালিচা দেশে উড়িয়ে এনে বিপাকে পড়েছেন জার্মানির উন্নয়ন সাহায্য মন্ত্রী৷ ব্যাপারটা জানাজানি হওয়ার পর অবশ্য মন্ত্রী দুঃখ প্রকাশ করে প্রায়শ্চিত্ত করছেন৷

Bundesminister für wirtschaftliche Zusammenarbeit und Entwicklung Dirk Niebel. Besuch bei der Deutschland Welle 30.04.2012. Foto DW/Per Henriksen DW2_0101.
জার্মান উন্নয়ন সাহায্য মন্ত্রী ডির্ক নিবেলছবি: DW

‘রথ দেখা আর কলা বেচা' একসঙ্গে সারতে কে না চায়! জার্মানির উন্নয়ন সাহায্য মন্ত্রী ডির্ক নিবেল'ও এমনটাই ভেবেছিলেন৷ প্রায়ই আফগানিস্তান যেতে হয়৷ কিন্তু কাজের ব্যস্ততার কারণে অন্য কিছু হয়ে ওঠে না৷ যাই হোক, এবার তিনি কিছু কেনাকাটা করেছেন৷ বাজারে না গেলেও মার্চ মাসে জার্মান দূতাবাসে এক কার্পেটওয়ালাকে ডেকে পছন্দের একটি গালিচা কিনেছেন৷ লাল-কালো রঙের সেই কার্পেট বিশাল, আয়তন প্রায় ৯ বর্গ মিটার৷ দাম প্রায় ১,৪০০ মার্কিন ডলার৷

তা মন্ত্রী নিজের পয়সায় কার্পেট কিনেছেন, তাতে আপত্তি কীই বা থাকতে পারে! কিন্তু সমস্যা হলো, শুধু কিনলেই তো হবে না, এমন পেল্লাই জিনিসটাকে দেশেও তো নিয়ে যেতে হবে৷ সঙ্গে নেওয়া কঠিন৷ তাই সেটিকে কাবুলেই রেখে গিয়েছিলেন৷ কয়েকদিন পর জার্মান গোয়েন্দা সংস্থা বিএনডি'র প্রেসিডেন্ট গেয়ারহার্ড শিন্ডলার কাবুল থেকে ফেরার সময় বিশেষ বিমানে সেই কার্পেট বার্লিনে নিয়ে আসেন৷ বিমানবন্দর থেকে এক চালক সেই কার্পেট নিবেল'এর বাড়িতে পৌঁছে দেন৷ শুল্ক বিভাগ'কে আর জানানো হয় নি গালিচার দাম কত, বা তা আমদানির জন্য শুল্ক মাশুল দিতে হতো কি না৷ বিএনডি'র পক্ষ থেকে বলা হয়েছে, সরকারি উপহার ভেবেই তাদের বিমানে গালিচাটি নিয়ে আসা হয়েছিল৷

ডয়চে ভেলে অ্যাকাডেমিতে শিক্ষার্থীদের সঙ্গে আলাপাচারিতায় নিবেল (ফাইল ফটো)ছবি: DW

বিষয়টা এবার জানাজানি হয়ে যাওয়ার ফলে চারিদিকে সমালোচনার ঝড় উঠেছে৷ মন্ত্রী নিবেল দোষ স্বীকারও করে নিয়েছেন৷ তাঁর মুখপাত্র ঘটনাটি সম্পর্কে খুঁটিনাটি তথ্য সাংবাদিকদের সামনে তুলে ধরেছেন৷ মন্ত্রী বলেছেন, শুল্ক বিভাগের কোনো পাওনা থাকলে তিনি সেই অর্থ নিজের পকেট থেকে মিটিয়ে দেবেন৷ জার্মান চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেল তাঁর মুখপাত্রের মাধ্যমে জানিয়েছেন, উন্নয়ন সাহায্য মন্ত্রীর প্রতি তাঁর আস্থা রয়েছে৷ মন্ত্রী যা করণীয়, তা অবশ্যই করবেন৷

রাজনৈতিক আঙিনা এখনো উত্তপ্ত৷ বিরোধীরা এমন বিতর্কের খোরাক পেয়ে খোঁচা মারার সুযোগ ছাড়ছে না৷ বলছে, ‘এ আর নতুন কথা কী! নিবেল'এর উদারপন্থী এফডিপি দলে কর বা শুল্ক ফাঁকি দেওয়ার একটা ঐতিহ্য রয়েছে৷' তাছাড়া নিবেল স্বয়ং যেভাবে অতীতে অন্যের সামান্য ত্রুটি ধরতে বেশ কিছু কড়া পদক্ষেপ নিয়েছেন, তার আলোকে এই ‘গালিচা-কেলেঙ্কারি' অন্য মাত্রা পেয়েছে৷

প্রতিবেদন: সঞ্জীব বর্মন (ইপিডি, রয়টার্স)

সম্পাদনা: সুপ্রিয় বন্দ্যোপাধ্যায়

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ