ফিলিপাইন্সের প্রেসিডেন্ট রদ্রিগো দুতার্তে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামাকে গালি দেয়ায় তাঁর সঙ্গে বৈঠক বাতিল করেছেন ওবামা৷ অবশ্য পরে এই ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন দুতার্তে৷
বিজ্ঞাপন
মঙ্গলবার এই দুই নেতার মধ্যে প্রথমবারের মতো বৈঠক হওয়ার কথা ছিল৷ এর একদিন আগে সোমবার এক সংবাদ সম্মেলনে দুতার্তে ওবামাকে ‘সান অফ আ হোর’ বলে গালি দেন৷ ওবামা যেন বৈঠকের সময় ফিলিপাইন্সে মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে যে যুদ্ধ চলছে তা নিয়ে কোনো মন্তব্য বা বিবৃতি না দেন, সে বিষয়ে তাঁকে (ওবামাকে) আগেই সতর্ক করতে গিয়ে এই মন্তব্য করেন দুতার্তে৷ ওবামার উদ্দেশে তিনি বলেন, ‘‘আপনার (ওবামা) অবশ্যই অন্যকে সম্মান দেখাতে হবে৷ শুধু শুধু প্রশ্ন বা বিবৃতি দেবেন না৷ সান অফ আ হোর, আমি ঐ বৈঠকে আপনাকে গালাগাল করবো৷’’
দুতার্তের কাছ থেকে এমন মন্তব্য শোনার পর মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা তাঁকে ‘কালারফুল’ মানুষ বলে আখ্যায়িত করেন৷ তিনি বলেন, ‘‘আমি আমাদের পররাষ্ট্র বিষয়ক কর্মকর্তাদের বলেছি, ফিলিপাইন্সের কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে দেখতে যে, এই পরিস্থিতিতে সফল আলোচনা অনুষ্ঠিত হওয়া সম্ভব কিনা৷’’
এরপরই দুতার্তের সঙ্গে বৈঠক বাতিলের ঘোষণা আসে৷ পরে এক বিবৃতিতে ফিলিপাইন্সের প্রেসিডেন্ট ওবামাকে নিয়ে এমন মন্তব্য করায় দুঃখ প্রকাশ করেন৷
উল্লেখ্য, ফিলিপাইন্সে মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে যে অভিযান শুরু হয়েছে তাতে এখন পর্যন্ত প্রায় আড়াই হাজার মানুষের প্রাণ গেছে৷ ক্যাথলিক গির্জা থেকে শুরু করে আন্তর্জাতিক বিভিন্ন মানবাধিকার সংস্থা, জাতিসংঘ ফিলিপাইন্সের এই অভিযানের সমালোচনা করেছে৷ তবে প্রেসিডেন্ট দুতার্তে এ সব সমালোচনা কঠোর ভাষায় প্রত্যাখ্যান করেছেন৷ সোমবারের সংবাদ সম্মেলনেও তিনি বলেন, ‘‘এই অভিযান চলবে৷ আরও রক্ত ঝরবে৷’’
গত জুন মাসে ফিলিপাইন্সের ক্ষমতায় আসা দুতার্তে এর আগেও বিশ্বের অন্যান্য বিশিষ্ট ব্যক্তিদের অকথ্য ভাষায় গালাগাল করেছেন৷ ফিলিপাইন্সে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূতকেও তিনি ‘সান অফ আ হোর’ বলেন৷ এছাড়া জাতিসংঘের মহাসচিবসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা এবং চীন ও সিঙ্গাপুর নিয়ে তাঁর অসৌজন্যমূলক মন্তব্য গণমাধ্যমের খবর হয়েছে৷
জেডএইচ/ডিজি (এএফপি, এপি)
ডোনাল্ড ট্রাম্পের মজার ৯টি উক্তি
ট্রাম্পকে পছন্দ বা অপছন্দ যা-ই করুন, তিনি যে পুরোদস্তুর একজন এন্টারটেইনার বা বিনোদনকারী তা আপনিও হয়ত মানবেন৷ এবার ছবিঘরে থাকছে তার অদ্ভুত ও মজার কিছু উক্তি৷
ছবি: Getty Images/B. Pugliano
৭/১১?
‘‘আমি ওখানেই ছিলাম, আমি দেখছিলাম পুলিশ আর দমকলবাহিনী ছোটাছুটি করছে৷ ৭/১১ এ ওয়ার্ল্ড ট্রেড সেন্টার বিধ্বস্ত হওয়ার ঠিক পর মুহূর্তের ঘটনা৷’’ ট্রাম্প আসলে ৯/১১-র কথা বলতে গিয়ে ভুল তারিখ বলেছিলেন৷
ছবি: Reuters/C. Allegri
গোপনাঙ্গের ইঙ্গিত
‘‘এই হাতগুলোর দিকে তাকান, এগুলো ছোট? (রিপাবলিকান প্রতিদ্বন্দ্বী মার্কোর উদ্দেশে) সে বলেছে, যেহেতু আমার হাতগুলো ছোট, তাই অন্য অঙ্গগুলোও ছোট৷ কিন্তু আমি বলছি, না, সেখানে কোনো সমস্যা নেই৷’’ (আসলে ট্রাম্প এখানে পুরুষাঙ্গ বোঝাতে চেয়েছেন৷)
ছবি: Reuters/M. Segar
অন্যের স্ত্রীর ঢাক পেটানো
প্রতিদ্বন্দ্বী প্রার্থী টেড ক্রুজের উদ্দেশ্যে টুইটারে: ‘‘টেড আমার স্ত্রী মেলানিয়ার একটি ছবি তার প্রচারণায় ব্যবহার করেছেন৷ সাবধান টেড, আমিও তোমার স্ত্রীর ঢাক পেটাতে পারি৷’’
ছবি: Reuters/M. Segar
মেয়ে
‘‘ইভাঙ্কা যদি আমার মেয়ে না হতো তাহলে আমি তার সঙ্গে হয়ত প্রেম করতাম৷’’ ইভাঙ্কা ট্রাম্পের বয়স ৩৪ বছর৷
ছবি: picture-alliance/AP Photo/J. Scott Applewhite
হিলারির স্বামী সন্তুষ্টি
‘‘হিলারি যেখানে নিজের স্বামীকে সন্তুষ্ট করতে পারে না, সেখানে পুরো অ্যামেরিকার জনগণকে কীভাবে সন্তুষ্ট করবেন?’’ ট্রাম্পের ইশারা বিল ক্লিনটন আর মনিকার সেই স্ক্যান্ডালের প্রতি৷
ছবি: DW/R. Spina
হিলারি প্রসঙ্গ
‘‘হিলারি ক্লিনটনের জনপ্রিয়তা আসলে ‘নারী’ স্ট্যাম্প এর জন্য৷ সত্যি কথা হলো, তিনি যা অঙ্গীকার করছেন, তার কিছুই দিতে পারবেন না৷ যদি হিলারি পুরুষ হতেন, তাহলে ৫ ভাগও ভোট পেতেন না৷ তিনি নারী বলেই এত ভোট পাচ্ছেন৷ আর মজার ব্যাপার হলো, নারীরা তাকে একদম পছন্দ করেন না৷’’
ছবি: Getty Images/S. Platt
বারাক ওবামার জন্মনিবন্ধন জাল
‘‘একটা গুরুত্বপূর্ণ সূত্র জানিয়েছে, বারাক ওবামার জন্ম নিবন্ধন আসলে জাল-’’ ট্রাম্পের উদ্দেশ্য ওবামার জন্ম যে যুক্তরাষ্ট্রে নয় তা খুঁজে বের করা এবং মানুষকে জানানো৷
ছবি: Getty Images/J.-J. Mitchell
ট্রাম্পের আইকিউ
‘‘আমার আইকিউ সাধারণের চেয়ে অনেক বেশি৷ দুঃখিত, এ নিয়ে আপনাদের দুঃখ পাওয়ার কিছু নেই, কারণ, এতে আপনাদের কোনো হাত নেই৷’’
ছবি: picture alliance/AP Photo/E. Vucci
মেক্সিকোর মানুষ
‘‘যখন মেক্সিকো যুক্তরাষ্ট্রে মানুষ পাঠায়, তারা তাদের সেরা মানুষদের পাঠায় না৷ এমন মানুষদের পাঠায় যাদের সমস্যা রয়েছে আর সেই সমস্যাগুলো তারা আমাদের উপর চাপিয়ে দেয়৷ সেইসব মানুষ মাদক আনে, অপরাধ আনে, পাশাপাশি তারা ধর্ষক৷ কেবল অল্প কয়েকজন ভালো মানুষ৷’’