গাড়ি নির্মাণের দিক দিয়ে বিশ্বের অন্যতম একটি দেশ জার্মানি৷ অথচ অবাক হওয়ার কথা, সেই দেশের যুব সম্প্রদায় এখন গাড়ি কেনার প্রতি যেন আগ্রহই হারিয়ে ফেলছে৷
বিজ্ঞাপন
‘মার্সেডিজ', ‘ফল্কস ভাগন'-এর জন্মভূমি এই জার্মানি৷ কিন্তু সাম্প্রতিক একটি জরিপে দেখা গেছে যে, নতুন গাড়ি কেনার প্রতি কোনো আগ্রহ নেই জার্মানির যুব সম্প্রদায়ের৷ বরং জার্মানির বেশিরভাগ শহরের যুব সম্প্রদায় গাড়ি কেনার বিরোধী হয়ে উঠেছেন৷ স্বাধীনতার ক্ষেত্রে এটিকে প্রতিবন্ধকতা হিসেবে দেখছেন তাঁরা৷
বেশিরভাগ তরুণ-তরুণী প্রয়োজনে ‘কার শেয়ারিং ক্লাব' থেকে গাড়ি ভাড়া করতে রাজি, কিন্তু গাড়ি কিনতে মোটেও আগ্রহী নয়৷ এটাকে তাঁরা অর্থের অপচয় হিসেবে দেখছেন৷ এই তথ্যটা গাড়ি নির্মাণকারী প্রতিষ্ঠানগুলোর জন্য যেমন উদ্বেগজনক, তেমনি জার্মান অর্থনীতির জন্যও হুমকিস্বরূপ৷
গাড়ি মেলায় নারী
ভারতের রাজধানী নতুন দিল্লির কাছে চলছে ‘অটো এক্সপো-২০১৪৷’ নিত্য নতুন মডেলের বিভিন্ন গাড়ির এই প্রদর্শনীতে নারীর অংশগ্রহণও উল্লেখযোগ্য৷ বিশেষ করে বিভিন্ন গাড়ির প্রচারে অংশ নিচ্ছেন নামী মডেল, অভিনেত্রীরা৷ এই নিয়ে ছবিঘর৷
ছবি: PRAKASH SINGH/AFP/Getty Images
রেঞ্জ রোভারের প্রচারণায় প্রিয়াঙ্কা
ভারতের গাড়ির মেলায় বিশেষ নজর কেড়েছে বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়ার উপস্থিতি৷ রেঞ্জ রোভার গাড়ির প্রচারণায় অংশ নেন তিনি৷ কালো পোশাক পরিহিত প্রিয়াঙ্কার ডান পায়ের চোটও অবশ্য চোখে পড়েছে অনেকের৷ গোলাপি রংয়ের ব্যান্ডেজ ছিল তাঁর হাটুতে৷
ছবি: SAJJAD HUSSAIN/AFP/Getty Images
রেনো-র ইলেক্ট্রিক গাড়ি
রেনো-র ইলেক্ট্রিক গাড়ি জো এর সামনে পোজ এর সঙ্গে পোজ দিচ্ছেন এক ভারতীয় মডেল৷ নতুন দিল্লির কাছে নয়ডায় সাত ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া ‘অটো এক্সপো-২০১৪’ চলবে ১১ই ফেব্রুয়ারি অবধি৷
ছবি: PRAKASH SINGH/AFP/Getty Images
রেসিং মোটর সাইকেলেও নারী
মহিন্দ্র কোম্পানির রেসিং মোটরসাইকেলের প্রচারণায় অংশ নিয়েছেন একজন ভারতীয় মডেল৷ সাতই ফেব্রুয়ারি ১২তম ইন্ডিয়ান অটো অক্সপো থেকে তোলা ছবি৷
গাড়ির সঙ্গে শুধু নারী মডেল নয়, অনেক ক্ষেত্রে মালিকরাও পোজ দিয়েছেন৷ আউডি এথ্রি মডেলের এই গাড়ির সঙ্গে রয়েছেন প্রতিষ্ঠানটির বিদেশ বিপণন বিভাগের ভাইস-প্রেসিডেন্ট টেরেন্স জনসন এবং আউডি ভারতের প্রধান জো কিং৷
ছবি: uni
একাকী ফল্কসভাগেন
তবে মালিক কিংবা নারী মডেল – কারোরই সঙ্গ পায়নি ফল্কসভাগেনের টাইগুন মডেলের এই গাড়িটি৷ অটো এক্সপোতে ৬৯টি নতুন মডেলের গাড়ি প্রদর্শন করা হচ্ছে৷
ছবি: PRAKASH SINGH/AFP/Getty Images
6 ছবি1 | 6
কেননা বিশ্বের অন্যান্য দেশে জার্মানির গাড়ি রপ্তানির মূল ভিত্তি হলো নিজ দেশে গাড়ি বিক্রির অর্থ৷ সেই ভীতটা না থাকলে জার্মানির অর্থনৈতিক প্রবৃদ্ধি অনেক নীচে নেমে যাবে৷
ডুইসবুর্গ-এসেন বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর অটোমোটিভ রিসার্চ বা ‘কার' বিভাগের অধ্যাপক ফ্যার্দিনান্দ ডুডেনহ্যোফার সতর্ক করে দিয়ে বললেন, গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানগুলো তরুণ গাড়ি ক্রেতাদের হারাতে চলেছে৷
জার্মানিতে যে জরিপ করা হয়েছে তাতে দেখা যাচ্ছে, একটি নতুন গাড়ি কেনার ক্ষেত্রে ২০১১ সালে জার্মানদের গড় বয়স ছিল ৫১.৩ বছর, ২০১২ সালে যেটা ৫১.৯ বছর এবং ২০১৩ সালে তা দাঁড়িয়েছে ৫২.২ বছরে৷ ডুডেনহ্যোফার জানান, বয়সের ক্ষেত্রে এটা একটি রেকর্ড৷ কেননা ১৯৯৫ সালে এই গড় বয়সটা ছিল ৪৬ বছর৷