1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

গাড়ি চালানোয় সৌদি নারীকে ভর্ৎসনা

১৬ অক্টোবর ২০১৭

সৌদি আরবে নারীদের গাড়ি চালানোর অধিকার নিয়ে আলোচনা হচ্ছে দীর্ঘদিন ধরেই৷ সম্প্রতি সেদেশের রাজাও জানিয়েছেন যে, মেয়েরা গাড়ি চালাতে পারবেন৷ কিন্তু সেদেশের রক্ষণশীল সমাজের কেউ কেউ বোধহয় এখনো তা দেখতে প্রস্তুত নয়৷

Saudi Arabien Verschleierte Frau in einem Auto in Riad
ছবি: picture-alliance/dpa/EPA/Str

নতুবা এমন ভিডিও ভাইরাল হবে কেন? টুইটারে পোস্ট করা ভিডিওটিতে দেখা যাচ্ছে, সৌদি আরবে একটি গাড়ির চালকের আসনে বসে আছেন এক নারী৷ আরেক ব্যক্তি, যিনি ভিডিওটি করছিলেন, এগিয়ে যান গাড়িটির দিকে এবং নারীর প্রতি কটূক্তি করেন৷ এ সময় তিনি গাড়িটির ভেতরের অংশ ভিডিও করতে চাইলে গাড়ির গ্লাস তুলে দেন সেই নারী৷

তবে ঘটনা সেখানেই শেষ নয়৷ নারীর গাড়ি চালাতে আপত্তি জানানো ব্যক্তিটি ভিডিও করা অব্যাহত রাখেন৷ তিনি সেই গাড়ির সামনে অংশের ভিডিও করেন৷ এবং এক পর্যায়ে দেখা যায় যে, গাড়ি চালিয়ে চলে যাচ্ছেন সেই নারী৷

টুইটারে ভিডিওটি প্রকাশ হওয়ার পর ব্যাপক বিতর্ক সৃষ্টি হয়েছে৷ অনেকে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন৷ এক ব্যক্তি লিখেছেন, ‘‘নারীটি নিয়ম লঙ্ঘন করেছেন৷ আর পুরুষটি সেই নারীর ব্যক্তিগত গোপনীয়তায় আঘাত করেছেন....দু'জনেরই শাস্তি হওয়া উচিত৷'' টুইটারে আরেক ব্যক্তি স্মরণ করিয়ে দিয়েছেন যে, সৌদি রাজা নারীদের গাড়ি চালানোর অনুমতি দিলেও তা এখনো আইন আকারে চালু হয়নি৷ ফলে সেদেশে নারীর গাড়ি চালানো এখনো অবৈধ!

এআই/ডিজি 

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ