1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

গাড়ি দুর্ঘটনায় বেকহ্যাম, কানে শিল্পীদের ভীড়

৮ মে ২০১১

অল্পের জন্য বড় ধরণের বিপদ থেকে বেঁচে গেলেন ব্রিটিশ ফুটবল তারকা ডেভিড বেকহ্যাম৷ দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় দুর্ঘটনায় পড়ে তাঁর গাড়ি, তবে আপাতত রক্ষা পেয়েছেন এই যাত্রায়৷

ছবি: AP

পিপল ম্যাগাজিন জানিয়েছে, শুক্রবার ঘটনার সময় বেকহ্যামের সঙ্গে তাঁর ১২ বছরের ছেলে ব্রুকলিনও ছিল৷ বেকহ্যামের কালো রংয়ের ক্যাডিলাক গাড়িটি রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি মিৎসুবিশি গাড়িকে আঘাত করে বলে জানিয়েছেন ক্যালিফোর্নিয়া হাইওয়ে পেট্রল এর কর্মকর্তা জেনিফার কনোলি৷ দুর্ঘটনায় বেকহ্যাম এবং তাঁর ছেলের তেমন কিছু না হলেও মিৎশুবিশি গাড়ির চালক অবশ্য আহত হয়েছেন৷ তাঁকে পরে হাসপাতালে পাঠানো হয়৷

উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের সকার লিগের গ্যালাক্সি ক্লাবে খেলার কারণে বেকহ্যাম এবং তাঁর স্ত্রী ভিক্টোরিয়া এখন লস এঞ্জেলেসে বসবাস করছেন৷ আসছে জুলাইয়ে চতুর্থ সন্তানের জন্ম দিতে যাচ্ছেন ভিক্টোরিয়া৷

কান চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হবে স্লিপিং বিউটিছবি: Cannes Filmfestival 2011

জমে উঠছে কান উৎসব

কান চলচ্চিত্র উৎসব উপলক্ষে এখন সেখানে ভীড় করছেন বিশ্বের সব চলচ্চিত্র তারকারা৷ প্রখ্যাত চলচ্চিত্র শিল্পীদের বর্ণিল উপস্থিতিতে এখন সরগরম হয়ে উঠছে কান চলচ্চিত্র উৎসব প্রাঙ্গণ৷ মধ্যপ্রাচ্যে গণতান্ত্রিক যে গণজোয়ার সৃষ্টি হয়েছে তার ছোঁয়া লেগেছে এবারের কানেও৷ তিউনিসিয়ার গণঅভ্যুত্থান নিয়ে নির্মিত বিশেষ প্রামাণ্যচিত্র ‘নো মোর ফিয়ার‘ সকলের নজর কাড়ছে৷ ৭৪ মিনিটের এই ছবিতে দেখানো হয়েছে বেন আলির বিরুদ্ধে গণঅভ্যুত্থানে জনগণের একাত্মতা এবং নির্ভীক দেশপ্রেম৷ গণতন্ত্রের দাবিতে চলা বিক্ষোভে কীভাবে নিরাপত্তা বাহিনী দমন চালিয়েছে তার বেশ কিছু চাঞ্চল্যকর দৃশ্য রয়েছে এই প্রামাণ্যচিত্রটিতে৷ এছাড়া ইরানের কারাগারে আটক থাকা প্রখ্যাত পরিচালক জাফর পানাহি এবং মোহাম্মদ রাসুলুফকে এবার বিশেষভাবে সম্মান জানানো হবে বলে জানিয়েছেন আয়োজকরা৷

প্রতিবেদন: রিয়াজুল ইসলাম

সম্পাদনা: সুপ্রিয় বন্দ্যোপাধ্যায়

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ