করোনার কারণে আর কতদিন সংগীতসুধা থেকে বঞ্চিত হবে মানুষ? জার্মানির মিলিয়ার্ডেন ব্যান্ড এবার শ্রোতাদের কাছেই হাজির হচ্ছে ভ্যান নিয়ে৷ তাদের সেই ভ্যানই এখন মিউজিক ক্লাব৷
বিজ্ঞাপন
এ মাসে নিজেদের তৃতীয় স্টুডিয়ো অ্যালবাম প্রকাশ করেছে মিলিয়ার্ডেন (www.milliardenmusik.de)৷ জার্মান শব্দ মিলিয়ার্ডেনের অর্থ বিলিয়ন৷ তাদের নতুন অ্যালবামের নাম ‘শুলডিগ’ বা অপরাধী৷
তা লকডাউনের মধ্যে নতুন অ্যালবামের গান শোনাতে এক সঙ্গে হাজারো শ্রোতার সামনে হাজির হতে চাইলে সত্যিই অপরাধই করা হতো৷ তেমন আয়োজনের অনুমতিই তো নেই!
তাই বলে বসে থাকেনি মিলিয়ার্ডেন৷ ভ্যানকে রঙিন আলো, প্লাস্টিকের গোলাপ আর নানা ধরনের পোস্টার দিয়ে সাজিয়ে নেমে পড়েছে রাস্তায়৷ বিশেষ করে ছোট ছোট শহর বা গ্রামে যারা আগে কোনোদিন ঘরের কাছে কনসার্ট উপভোগের সুযোগ পাননি, ভ্যান চলে যাচ্ছে তাদের কাছে৷
মিলিয়ার্ডেন ব্যান্ডের সদস্য বেন হার্টমানের মতে, প্রতিটি শিল্পীর, প্রতিটি ব্যান্ডেরই শ্রোতাদের প্রতি কিছু ঋণ থাকে, মিলিয়ার্ডেনেরও আছে৷ তিনি জানান, করোনা সংকটের কারণে দীর্ঘদিন ধরে কনসার্ট দেখতে না পারা শ্রোতাদের সেই ঋণই কিছুটা শোধ করার চেষ্টা করছে মিলিয়ার্ডেন৷
এসিবি/এফএস (রয়টার্স)
করোনাকালে সেলিব্রেটি লাইভ
সামাজিক দূরত্ব, লকডাউন, সব মিলিয়ে করোনা মহামারি স্বাভাবিক জীবন কেড়ে নিয়েছে৷ কিন্তু তাতে কি জীবন থেমে আছে? স্কুলের পড়াশোনা থেকে শুরু করে বন্ধুদের আড্ডা, সব উঠে এসেছে অনলাইনে৷ এই ট্রেন্ড থেকে তারকারাই বা বাদ যাবেন কেন?
টুগেদার অ্যাট হোম
এত তারকাকে একসঙ্গে এক প্ল্যাটফর্মে এর আগে দেখা যায়নি৷ গ্লোবাল সিটিজেন এবং লেডি গাগার উদ্য়োগে আয়োজন করা হয় ’ওয়ান ওয়ার্ল্ড: টুগেদার অ্যাট হোম’ নামের অনলাইন কনসার্ট৷ প্রাপ্ত অর্থ দান করা হয় বিশ্ব স্বাস্থ্য সংস্থার করোনা মোকাবিলা তহবিলে৷ বিশ্বের বিখ্যাত তারকারা এতে অংশ নেন৷ একযোগে ফেসবুক, ইউটিউব, অ্যামাজন, টুইটারসহ নানা সোশ্যাল মিডিয়ায় লাইভ করা হয়৷ পরবর্তীতে বিভিন্ন টিভি চ্যানেলেও প্রচার করা হয়৷
ছবি: Getty Images for Global Citizen
নাদালের অন্যরকম চ্যালেঞ্জ
১৯ বারের গ্র্যান্ড স্ল্যামজয়ী টেনিস তারকা রাফায়েল নাদালের সবচেয়ে বড় প্রতিপক্ষ হয়ে দেখা দিয়েছিল ইনস্টাগ্রাম৷ নাদালের সঙ্গে লাইভে যোগ দেন আরো দুই তারকা রজার ফেদেরার এবং অ্যান্ডি মারে৷ প্রথমবারের মতো ইনস্টাগ্রামে লাইভে আসতে গিয়ে বেশ ঝামেলাতেই পড়তে হয়েছিল নাদালকে৷ এ নিয়ে বেশ হাসিঠাট্টাও করেন ফেদেরার ও মারে৷ তবে লাইভে তাদের আলোচনা বেশ উপভোগ করেছেন ভক্তরা৷
ছবি: Getty Images/AFP/M. Bureau
তামিমের চমক
ইনস্টাগ্রামে তামিমের সঙ্গে যুক্ত হন মুশফিকুর রহিম এবং মাহমুদুল্লাহ৷ পরবর্তীতে এ লাইভ করা হয় ফেসবুক ও ইউটিউব থেকে৷ মাশরাফী, তাসকিন, সৌম্য, লিটনের মতো বর্তমান তারকাদের পাশাপাশি সাবেক ক্রিকেটার পাইলট, সুজন, আকরাম খান, দুর্জয় ও হাবিবুল বাশারও ছিলেন৷ ভারতের রোহিত শর্মা, বিরাট কোহলি, পাকিস্তানের ওয়াসিম আকরাম, সাউথ আফ্রিকার ফাফ দু প্লেসি, এবং নিউজিল্যান্ডের কেন উইলিয়ামসনও উপস্থিত হয়েছিলেন বিভিন্ন পর্বে৷
ছবি: Getty Images/AFP/Stringer
যুবরাজ সিং, মোহাম্মদ কাইফ
খেলা বন্ধ দীর্ঘদিন ধরে৷ তাই বলে ভক্তদের হতাশ করছেন না তারকারা৷ বরং মাঠের বাইরে নিজেদের জীবন নিয়ে নানা কথা দর্শকদের আরো বেশি আকৃষ্টই করেছে বলা যায়৷ ভারতের ক্রিকেটার যুবরাজ ও মোহাম্মদ কাইফ নিজেদের ইনস্টাগ্রাম থেকে লাইভ করেছেন, পাশাপাশি যুক্ত করেছেন অন্য তারকাদেরও৷ এসব লাইভে নিজেদের বিভিন্ন মধুর স্মৃতি যেমন উঠে এসেছে, খেলার নানা দিক নিয়েও হয়েছে আলোচনা৷
অনলাইনে অন্তাক্ষরী
পণ্ডিত যশরাজের মেয়ে দূর্গা যশরাজের উদ্যোগে ফিউচার অব লাইফ ফেস্টিভ্যাল-এর অংশ হিসেবে লাইভে আসেন আরো তিন তারকা- পল্লবী যোশি, রেনুকা সাহানে এবং রাজেশ্বরী৷ একসময়ের জনপ্রিয় মিউজিক্যাল শো ‘আনতাকশরি’ অনলাইনে আয়োজন করা হয়৷ তবে গানের শেষ অক্ষরের সঙ্গে মিলিয়ে গান গাওয়াই কেবল এর উদ্দেশ্য ছিল না, নানা ধরনের আলোচনা এবং দর্শকদের সঙ্গেও কথা বলেন তারকারা৷
ছবি: Imago Images/Hindustan Times/P. Guha
ডাবল ট্রাবল
বেসলাইন ভেনচারস নামের একটি ডিজিটাল প্ল্যাটফর্ম ভারতের দুই নারী ক্রিকেট তারকা স্মৃতি মানদানা ও জেমাইমা রদ্রিগেজকে নিয়ে আয়োজন করে ইউটিউব লাইভ শো৷ মাঠের এই জুটি অনলাইনেও ফেলেছেন ব্যাপক সাড়া৷ শিখর ধাওয়ান, রোহিত শর্মার মতো তারকা ক্রিকেটাররা হাজির হয়েছেন ‘ডাবল ট্রাবল’ নামের এই শোতে৷ পাশাপাশি দর্শক ও ভক্তরাও নানা প্রশ্ন ও মন্তব্য করে যুক্ত হতে পেরেছেন প্রিয় তারকাদের সঙ্গে৷