1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

গায়ের রং কালো

২৭ নভেম্বর ২০১৫

‘গায়ের রং কালো'' বা বর্ণবাদ বিষয়টি নিয়ে আমি নিজেই লিখতে চেয়েছিলাম, কিন্তু ডয়চে ভেলে আমার মনের কথা জেনে ফেলেছে, অভিনন্দন! '' আমাদের ফেসবুকে এই মন্তব্য একজন পাঠকের৷ আরো অনেক মন্তব্য রয়েছে...

Bildergalerie Frauen in Bangladesh
ছবি: DW/A. Islam

‘‘কখনো কখনো প্রকৃত যোগ্যতার চেয়ে ফর্সা না কালো এটিই যোগ্যতার মাপকাঠি হয়ে ওঠে৷ তবুও আমরা বলি আমরা বর্ণবাদী নই৷'' বর্ণবাদ সম্পর্কে ডয়চে ভেলেকে দেয়া এক সাক্ষাৎকারে এই মন্তব্যটি করেছেন বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী বন্যা মির্জা৷ তাঁর এই মন্তব্যটি দেখে বাসবি খুবই পছন্দ করেছেন৷ তিনি লিখেছেন, ‘‘এটা বোধহয় আমাদের রক্তের সাথে মিশে আছে, যা কাটাতে কয়েক'শ বছর পার করতে হবে৷''

অন্যদিকে কালোকে যে অবহেলা করা হয় তা মানতে রাজী নন বন্ধু তাপস বোস৷ তিনি লিখেছেন, ‘‘একদমই না, কারণ আমরা হিন্দু বাঙালিরা অতি কালো, শ্মশান কালী, কালী পূজা মহাভক্তি সহকারে বিশ্বাসের সাথে করে থাকি৷''

বন্ধু রনির মতে ফর্সা হওয়ার ক্রিমের বিজ্ঞাপনই নাকি বর্ণবাদকে উসকে দিচ্ছে৷ তিনি লিখেছেন, ‘‘ফেয়ার্নেস ক্রিম সংক্রান্ত সব বিজ্ঞাপনই বর্ণবাদকে উসকে দিচ্ছে৷ তিনি বেশ দুঃখ করে লিখেছেন, ‘‘তারা এমনভাবে কথাগুলো বলে যাতে মনে হয় কালো মানুষ পৃথিবীতে থাকার যোগ্য না৷''

আর বন্ধু এইচএম আরিফ হোসেন কিন্তু রনির সাথে একমত৷ আর তাই তিনি বর্ণবাদ উসকে দেওয়ার সব বিজ্ঞাপন বন্ধ করার পক্ষে মত জানিয়েছেন ফেসবুকে৷

তবে জন সায়মনের কথা হচ্ছে, বর্ণবাদ বিষয়টি খুবই খারাপ৷ তাঁর মতে, সাদা মানুষরা সবসময় কালোদের ঘৃণা করে আর এটাই বাস্তব সত্য৷ তারা এ সম্পর্কে বড় বড় কথা বললেও তা কার্যে পরিণত করেনা৷

মোজাম্মেল হক বলছেন এটাই নাকি প্রচলিত নিয়ম হয়ে গেছে৷

সুভাষ সাহা বলছেন, গায়ের রং ফর্সা না কালো সে ব্যাপারে তো আর নিজেদের কিছু করার নেই, এর পুরোটাই ঈশ্বরের হাতে৷ এ সম্পর্কে প্রিয়া সাহাও সুভাষ সাহার সাথে একমত৷

‘‘গায়ের রং কালো হওয়া বিষয়টি নিয়েই আমি নিজেই লিখতে চেয়েছিলাম, কিন্তু ডয়চে ভেলে আমার মনের কথা জেনে ফেলেছে, অভিনন্দন!'' এই মন্তব্যটি করেছেন আমাদের পাঠক রুবী নাথ৷

সখটা আজব হলেও সত্যি যে ইউরোপের ফর্সা মানুষেরা শ্যামলা হতে চায় আর আমাদের দেশের মানুষেরা গায়ের রং ফর্সা করতে কত কী করে থাকে৷ এ সম্পর্কে ফেসবুক বন্ধু ইকবাল হোসেন ‘স্মাইলি' দিয়ে জানিয়েছেন তিনিও একথা জানেন যে কিছু শ্বেতাঙ্গ মানুষ শ্যামলা রংয়ের ত্বক খুবই পছন্দ করেন৷

সুভাষ সাহাও তা জানেন তবে তার কাছে এটা খুবই হাস্যকর মনে হয়৷ ডয়চে ভেলের ফেসবুক বন্ধু আজাদ ইসলাম তাকে সমর্থন করেছেন৷

আমাদের ফেসবুকে লাবণ্য ইসলাম খুবই দুঃখ করে তার মনের কথা জানিয়েছেন যে প্রকৃত যোগ্যতার কথা সবাই নাকি বোঝে না অর্থাৎ গায়ের রংকেই বেশি মূল্য দেওয়া হয়৷

তবে ফজলে মনিরের মতামত হলো, ‘‘ফর্সা না কালো এটির সাথে ফিগার ও গুরুত্বপূর্ণ৷''

সংকলন: নুরুননাহার সাত্তার

সম্পাদনা: সঞ্জীব বর্মন

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ