জীবনমানের দুরবস্থা এবং দুর্নীতির প্রতিবাদে বিপ্লবের ডাক দিয়ে টিউনিশায়ায় সাংবাদিক আব্দেরাজাক জরগুই নিজের গায়ে আগুন দিয়েছেন৷ তাঁর মৃত্যুতে কাসেরাইন প্রদেশে দুদিন ধরে চলছে তীব্র আন্দোলন, যা ছড়িয়ে পড়ছে দেশজুড়ে৷
বিজ্ঞাপন
উত্তর আফ্রিকার দেশটির বিভিন্ন শহরে পুলিশের সাথে সংঘর্ষ হয়েছে বিক্ষোভকারীদের৷ সাংবাদিক আব্দেরাজাক জরগুই সোমবার গায়ে আগুন দেয়ার আগে অনলাইনে একটি ভিডিও পোস্ট করেছেন৷ সেখানে তিনি বেকারত্ব, দারিদ্র্য ও দুর্নীতি নিয়ে খেদ প্রকাশ করেন৷
ভিডিওতে তিনি বলেন, ‘‘কাসেরাইনের সন্তানরা পড়েছেন অস্তিত্বের সংকটে, তাঁদের জন্য আজ আমি একটি বিপ্লবের সূচনা করছি৷ আমি নিজের গায়ে আগুন দিচ্ছি৷'' হাসপাতালে নেয়ার পর তিনি মারা যান৷
সোমবার রাতেই বিক্ষোভ ছড়িয়ে পড়ে৷ বিক্ষুব্ধ যুবকরা গাড়ির টায়ারে আগুন জ্বালিয়ে রাস্তা বন্ধ করে প্রতিবাদ জানায়৷ এক পর্যায়ে পুলিশ টিয়ার গ্যাস ছুঁড়লে সংঘর্ষ শুরু হয়৷ অন্তত ছয় জন পুলিশ সদস্য আহত হয়েছেন, গ্রেপ্তার করা হয়েছে বেশ কয়েকজন বিক্ষোভকারীকে৷
মঙ্গলবার জগরুইয়ের শেষকৃত্যের পর আবার সংঘর্ষ শুরুর হয় রাজধানী টিউনিস থেকে ২৭০ কিলোমিটার দূরের শহরটিতে৷ কাসেরাইনের প্রধান সড়কে অতিরিক্ত নিরাপত্তাকর্মী মোতায়েন করেছে কর্তৃপক্ষ৷
টাইম ম্যাগাজিনের ‘পার্সন অফ দ্য ইয়ার’ সাংবাদিকরা
সত্য উন্মোচনে ঝুঁকিপূর্ণ কাজের জন্য জামাল খাশগজিসহ চার সাংবাদিক ও দ্য ক্যাপিটাল গ্যাজেট অফ অ্যানাপোলিসকে ২০১৮ সালের বর্ষসেরা ব্যক্তিত্ব ঘোষণা করেছে টাইম ম্যাগাজিন৷ সহযোদ্ধা হিসেবে উঠে এসেছে বাংলাদেশের শহীদুল আলমের নামও৷
ছবি: Reuters/Time Magazine
জামাল খাশগজি
যুক্তরাষ্ট্রে স্বেচ্ছা নির্বাসনে থাকা সৌদি সাংবাদিক জামাল খাশগজি মধ্যপ্রাচ্য ও সৌদি আরবের রাজনীতি বিষয়ে ওয়াশিংটনে পোস্টে নিয়মিত কলাম লিখতেন৷ পাশাপাশি সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের একজন কট্টর সমালোচক ছিলেন তিনি৷ অক্টোবরে ইস্তান্বুলেন সৌদি দূতাবাসে গেলে সেখানেই নিহত হন তিনি৷ তুরস্ক তাঁকে পরিকল্পিতভাবে খুন করার অভিযোগ করলেও, সৌদি আরব তা অস্বীকার করে আসছে৷
ছবি: Reuters/Time Magazine
ক্যাপিটাল গেজেট
যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ড রাজ্যের পত্রিকা ক্যাপিটাল গেজেটকেও ‘পারসন অফ দ্য ইয়ারের’ স্বীকৃতি দেয়া হয়েছে৷ জুন মাসে পত্রিকাটির অফিসে একটি বন্দুক হামলায় পাঁচ সাংবাদিক নিহত হন৷ কিন্তু তারপরও থেমে থাকেনি পত্রিকাটি৷ বরং এরপর থেকে আরো বেশি অনুসন্ধানী সাংবাদিকতায় জোর দিয়েছে৷
ছবি: Reuters/Time Magazine
রয়টার্স সাংবাদিক
মিয়ানমারে সাত বছরের কারাদণ্ড হয়েছে রয়টার্সের দুই সাংবাদিক কিয়াও সোয়ে উ এবং ওয়া লোনের৷ রোহিঙ্গা ইস্যুতে অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশে তাঁদের ওপর ক্ষিপ্ত হয় দেশটির সরকার৷ ১০ সংখ্যালঘু রোহিঙ্গা মুসলিমকে হত্যার তথ্য উন্মোচনের দায়ে তাঁদের আটক করা হয়, অভিযোগ আনা হয় রাষ্ট্রীয় গোপন তথ্য পাচারের৷ তারা এখন কারাবন্দি৷
ছবি: Reuters/Time Magazine
মারিয়া রেসা
ফিলিপাইন্সের ৫৫ বছর বয়সি নারী মারিয়া রেসা ব়্যাপলার নামে একটি অনলাইন নিউজ সাইটের প্রতিষ্ঠাতা৷ দেশটির প্রেসিডেন্ট রদ্রিগো দুতার্তের ‘মাদকের বিরুদ্ধে যুদ্ধে’র একজন কঠোর সমালোচক তিনি৷ এই ‘তথাকথিত যুদ্ধে’ ১২০০ মানুষ নিহত হয়েছেন বলে জানুয়ারিতে জানিয়েছে হিউম্যান রাইটস ওয়াচ৷ সম্প্রতি ব়্যাপলারের বিরুদ্ধে কর ফাঁকির অভিযোগ আনা হয়েছে৷ এর ফলে ১০ বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে তাঁর৷
ছবি: Reuters/Time Magazine
বাংলাদেশের শহীদুল আলম
বাংলাদেশের শহীদুল আলমের কথাও উঠে এসেছে টাইমের ঘোষণায়৷ এক সাক্ষাৎকারে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সমালোচনা করায় ‘মিথ্যা’ এবং ‘উসকানিমূলক’ মন্তব্য করার অভিযোগ এনে তাঁকে ১০০ দিনের বেশি সময় কারারুদ্ধ করে রাখার কথা বলা হয়েছে ম্যাগাজিনের প্রতিবেদনে৷
ছবি: Getty Images/AFP/M. Uz Zaman
5 ছবি1 | 5
ন্যাশনাল ইউনিয়ন অব টিউনিশিয়ান জার্নালিস্টস বলছে,‘সামাজিক দুরবস্থার প্রতিবাদে এবং হতাশায়' জরগুই মৃত্যুবরণ করেছেন৷ ইউনিয়ন ধর্মঘটে যাওয়ার পরিকল্পনাও করছে৷
জরগুইয়ের এই আত্মাহুতি মোহামেদ বোয়াজিজের স্মৃতি মনে করিয়ে দেয়৷ আট বছর আগে এই সবজি বিক্রেতা শোষণ, বেকারত্ব ও দুর্নীতির প্রতিবাদ করে একইভাবে গায়ে আগুন দিয়ে আত্মাহুতি দিয়েছিলেন৷
বোয়াজিজের মৃত্যুতে টিউনিশিয়াসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে আরব বসন্তের সূত্রপাত হয়৷ টিউনিশিয়ায় দীর্ঘদিনের স্বৈরশাসক জাইন এল আবেদিন বেন আলীর পতন ঘটে৷
স্বৈরতন্ত্রের পতনের পর গণতন্ত্র প্রতিষ্ঠা হলেও অর্থনীতির নিম্ন প্রবৃদ্ধি, দুর্নীতি, নিম্ন জীবনমান এবং আল কায়দা ও ইসলামিক স্টেটের মতো জঙ্গি সংগঠনের সক্রিয় উপস্থিতি টিউনিশিয়াকে এখনো জর্জরিত করে রেখেছে৷