1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

গায়ে জ্বর, এশিয়াডে খেলতে পারছেন না সানিয়া

১৩ নভেম্বর ২০১০

ক্রমশ জমে উঠছে চীনে চলতি এশিয়াড ২০১০৷ দুরন্ত উদ্বোধনী অনুষ্ঠানের পর শনিবার শুরু হল প্রতিযোগিতা পর্ব৷ পদক তালিকার শীর্ষে রয়েছে আয়োজক দেশ চীন৷ দু’নম্বরে জাপান৷

ভারতের টেনিস গ্ল্যামার সানিয়া অসুস্থছবি: AP

কে কোথায় দাঁড়িয়ে

প্রথম দিনের পদক তালিকায় দেখা যাচ্ছে যথারীতি এক নম্বরে আয়োজক দেশ চীন৷ মোট ১১টি পদক জিতে ফেলেছে চীন, তার মধ্যে ৭টিই সোনা৷ দ্বিতীয় স্থানের দখলদার প্রতিবেশী জাপান, তাদের পদক মোট ছয়টি, তার মধ্যে সোনা একটি৷ এছাড়া দক্ষিণ কোরিয়ার দখলেও ছয়টি পদক, তার মধ্যে সোনা একটি৷ কিন্তু রৌপ্যপদকের সংখ্যায় সৌলের থেকে এগিয়ে টোকিও৷ এরপর রয়েছে হংকং এবং তারপর ভারত৷ প্রথম দিনে ভারত সোনা জিততে পারেনি তবে দুটি রূপো জিতেছে৷

দুর্ভাগ্যের শিকার লি চং উই

ব্যাডমিন্টনে বিশ্বের এক নম্বর খেলোয়াড় দুর্ভাগ্যের শিকার হলেন শনিবার৷ পায়ের গোড়ালিতে চোট নিয়ে খেলতে নেমে মালয়েশিয়ার লি চং উই হেরে গেলেন স্ট্রেট সেটে৷ লি চং এর এই পরাজয় মালয়েশিয়ার জন্য অবশ্যই দুঃসংবাদ৷ গোটা দলটাই মুষড়ে পড়েছে, বলেছেন মালয়েশিয়ার ব্যাডমিন্টন কোচ কো কিয়েন কিয়েট৷ কিন্তু লি চং-এর পরাজয়ে বেশ সুবিধাজনক অবস্থানে চলে গেল চীন৷ চীনের সেরা ব্যাডমিন্টন তারকা লিন ডান, যিনি কিনা লি চং-এর এক নম্বর চ্যালেঞ্জার, এই এশিয়াডে অতএব তাঁরই জয়জয়কার দেখা যাবে৷

ভারতের টেনিস গ্ল্যামার সানিয়া মির্জা ধরাশায়ী

সানিয়া মির্জা বেশ অসুস্থ৷ গায়ে জ্বর, কানে গলায় ভাইরাস সংক্রমণ৷ চারদিন ধরে অসুস্থ সানিয়া এশিয়াড থেকে নিজের নাম প্রত্যাহার করে নিয়েছেন৷ ভারতের পক্ষে সেটা বেশ ক্ষতিকরও হয়েছে৷ কারণ প্রথম রাউন্ডেই ভারত ইন্দোনেশিয়ার কাছে ৩-০ ফলাফলে হেরে গেছে৷ অসুস্থ সানিয়া পুরো খেলাটা সাইডলাইনে বসে দেখেছেন৷ খেলার পরে বলেছেন, আমি খেললে ফলাফল সম্পূর্ণ উল্টো হত৷ খেলার অবশ্য সেরকম কোন সম্ভাবনা দেখছেন না সানিয়া৷ অতএব এই এশিয়াডেও ভারত মেয়েদের টেনিসে তেমন কিছু করে দেখাতে পারবে বলে মনে হয়না৷

প্রতিবেদন: সুপ্রিয় বন্দ্যোপাধ্যায়

সম্পাদনা : আরাফাতুল ইসলাম

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ইউরোপ