1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান
সমাজআফ্রিকা

গিনি বিসাউতে অভ্যু্ত্থানের চেষ্টা ব্যর্থ

২ ফেব্রুয়ারি ২০২২

গিনি বিসাউতে সেনা অভ্যুত্থানের চেষ্টা হয় মঙ্গলবার। প্রেসিডেন্ট জানিয়েছেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে।

অভ্যুত্থানের মোকাবিলা করতে গিয়ে নিরাপত্তা বাহিনীর বেশ কিছু কর্মী মারা গেছেন। ছবি: AFPTV teams/AFP/Getty Images

বিসাউতে বেশ কয়েক ঘণ্টা ধরে প্রবল গুলির লড়াইয়ের শব্দ পাওয়া যায়। মঙ্গলবার প্রেসিডেন্ট এমবালো জানিয়েছেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে। অভ্যুত্থানের চেষ্টা সফল হয়নি।

আফ্রিকায় বুরকিনা ফাসো, মালি সহ বেশ কয়েকটি দেশে সম্প্রতি সেনা অভ্যুত্থান হয়েছে। গিনি বিসাউতেও একই চেষ্টা হলো।

প্রেসিডেন্ট যা বলেছেন

এমবালো মিডিয়াকে বলেছেন, ''সরকারি কর্মকর্তারা বৈঠক করছিলেন। তখন একে ৪৭ রাইফেল নিয়ে কিছু মানুষ সেই ভবন আক্রমণ করেন। এটা ছিল গণতন্ত্রের বিরুদ্ধে আক্রমণ। পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে। তবে প্রায় পাঁচ ঘণ্টা ধরে চলা গুলির লড়াইয়ে নিরাপত্তাবাহিনীর বেশ কিছু সদস্য মারা গেছেন।'' 

প্রেসিডেন্ট বলেছেন, ''আমাদের প্রতিরক্ষা ও নিরাপত্তা বাহিনী আক্রমণকারীদের থামিয়ে দিয়েছে।'' তিনি জানিয়েছেন, ''মাদক পাচারকারীদের বিরুদ্ধে লড়াই চলতেই থাকবে।'' তবে এই আক্রমণকারী কারা সে সম্পর্কে এখনো ধোঁয়াশা আছে।

প্রেসিডেন্ট এমবালো ব্যর্থ অভ্যুত্থান নিয়ে বলছেন।ছবি: Radio Bantaba/REUTERS

আঞ্চলিক গোষ্ঠীগুলি এই হিংসার নিন্দা করেছে। তারা যেভাবে প্রতিক্রিয়া জানিয়েছে, তাতে বোঝা গেছে, পশ্চিম আফ্রিকার এই দেশটিতে আবার একটি অভ্যুত্থানের চেষ্টা হয়েছিল।

বিসাউ-এর বিমানবন্দরের কাছে মানুষকে পালাতে দেখা গেছে। বাজার পুরো বন্ধ। ব্যাংক খোলেনি। রাস্তায় সেনা টহল দিচ্ছে।

১৯৭৪ সালে গিনি বিসাউ পর্তুগালের কাছ থেকে স্বাধীনতা পায়। তারপর থেকে অন্তত বারো বার সেখানে অভ্যুত্থানের চেষ্টা হয়েছে। 

সরকারি ব্রডকাস্টার জানিয়েছে, যে বাড়িটিতে সরকারি কর্মকর্তাদের আটক করেছিল আক্রমণকারীরা, সেই বাড়িটি যথেষ্ট ক্ষতিগ্রস্ত হয়েছে। 

জিএইচ/এসজি (এপি, এএফপি, রয়টার্স)