ক্যাথলিক গির্জায় শিশুসহ অন্যান্যদের যৌন নিপীড়নের শিকার হওয়ার অভিযোগ দীর্ঘদিনের হলেও এতদিন নির্দিষ্ট কোনো ব্যবস্থা নেয়া হয়নি৷ তবে এবার পোপ ফ্রান্সিস এ সম্পর্কিত একটি আইন জারি করেছেন৷
বিজ্ঞাপন
বৃহস্পতিবার প্রকাশিত এই আইনের মাধ্যমে যাজক ও সন্ন্যাসিনীদের জন্য যৌন নিপীড়ন সংক্রান্ত তথ্যাদি অবিলম্বে গির্জা কর্তৃপক্ষকে জানানো বাধ্যতামূলক করা হয়েছে৷ ফলে এই বিষয়ক তথ্য, যেমন যৌন নিপীড়নের ঘটনা ঘটেছে এমন নির্দিষ্ট তথ্য, কিংবা অপরাধ ঘটে থাকতে পারে বলে বিশ্বাস করার যথেষ্ট কারণ আছে, এমন তথ্য কর্তৃপক্ষকে জানাতে হবে৷ এছাড়া কেউ এমন ঘটনা আড়ালের চেষ্টা করছে কিনা তা-ও জানাতে বাধ্য থাকবেন যাজক ও সন্ন্যাসিনীরা৷ শিশু পর্নগ্রাফির বিষয়টিও জানাতে হবে বলে আইনে বলা হয়েছে৷
ইসলামের জন্মস্থানে পোপ
খ্রিষ্টানদের সর্বোচ্চ ধর্মীয় গুরু পোপ বেনেডিক্ট ফ্রান্সিস মধ্যপ্রাচ্য সফর করলেন৷ আন্তঃধর্মীয় সম্প্রীতি চাঙার লক্ষ্যেই এই সফরে যান পোপ৷ এই সময় পোপ মিশরে আল আজহার বিশ্ববিদ্যালয় ও আবুধাবিতে খ্রিস্টানদের সঙ্গে দেখা করেন৷
ছবি: Reuters/T. Gentile
ঐতিহাসিক সফর
পোপের এই সফরকে ঐতিহাসিক বলে আখ্যা দিয়েছেন বিশ্লেষকরা৷ সংযুক্ত আরব আমিরাতে বিশ্ব ভাতৃত্বের ডাক দিয়ে পোপ মিসরে আল আজহার মসজিদ ও বিশ্ববিদ্যালয়ের গ্র্যান্ড ইমামের সঙ্গে দেখা করে একটি ঐতিহাসিক চুক্তি স্বাক্ষর করেন৷
ছবি: Reuters/Vatican Media
ভাইরাল চুম্বন দৃশ্য
সোমবার মিসরের ঐতিহাসিক আল আজহার মসজিদ ও বিশ্ববিদ্যালয়ের গ্র্যান্ড ইমামের সঙ্গে এক ঐতিহাসিক ঘোষণাপত্রে স্বাক্ষর করেন তিনি৷ এতে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে শান্তি প্রতিষ্ঠার আহ্বান জানানো হয়৷ ঘোষণাপত্রে স্বাক্ষরের পর দুই নেতার চুম্বনের দৃশ্য ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়৷
ছবি: Reuters/T. Gentile
আবুধাবিতে স্বাগতম
পোপকে আবুধাবি ইন্টারন্যাশনাল বিমানবন্দরে স্বাগত জানান ক্রাউনপ্রিন্স মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান৷ এরপর পোপ গ্র্যান্ড জায়েদ মস্কে মুসলিম উম্মাহর প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন৷
ছবি: Reuters/WAM
প্রার্থনা করলেন আরব খ্রিস্টানদের জন্য
পোপ সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে দেখা করেন স্থানীয় খ্রিষ্টান সম্প্রদায়ের সঙ্গে৷ আবুধাবির জায়েদ স্পোর্টস সিটি স্টেডিয়ামে ১ লাখ ২০ হাজার লোক উপস্থিত হয়েছিল৷ তাদের জন্য বিশেষ প্রার্থনা করেন পোপ৷
ছবি: Reuters/A. Jadallah
শিশুদের জন্য আশীর্বাদ
বিশেষ আয়োজনে স্বল্প সময়ের মধ্যেও শিশুদের সঙ্গে সময় কাটান পোপ৷ তিনি আলাদা করে চেষ্টা করেন স্টেডিয়ামে উপস্থিত শিশুদের জন্য আশীর্বাদের স্পর্শ বিলিয়ে দিতে৷ তাদের কপালে চুমু দেন পোপ৷
ছবি: Reuters/Vatican Media
পোপের জন্য মেরির মূর্তি
পোপের সফর উপলক্ষে আবুধাবির জায়েদ স্পোর্টস সিটি স্টেডিয়ামে যে আয়োজন করা হয় সেখানে মাতা মেরির একটি শ্বেত পাথরের মূর্তি স্থাপন করা হয়৷ পোপ সেখানে শ্রদ্ধা জানান ও প্রার্থনা করেন৷
ছবি: Reuters/Vatican Media
ধর্ম যাজকদের কেলেঙ্কারি স্বীকার
আরব আমিরাত সফরে সাংবাদিকদের দেওয়া সাক্ষাতকারে পোপ যাজকদের যৌন কেলেঙ্কারির কথা স্বীকার করেন৷ তিনি বলেন, গির্জার যাজকরা নানদের যৌন নিপীড়ন করেছেন৷ এমনকি অনেক যাজক নানদের যৌনদাসী করেও রেখেছিলেন৷ ফলে পোপ বেনেডিক্ট এ কারণে পুরো একটি প্রতিষ্ঠান বন্ধ করে দিতে বাধ্য হয়েছিলেন৷
ছবি: Reuters/T. Gentile
7 ছবি1 | 7
এই অভিযোগ জানানোর একটি সহজ ব্যবস্থা গড়ে তুলতে গির্জাগুলোর জন্য ২০২০ সালের জুন পর্যন্ত সময় দেয়া হয়েছে৷
অবশ্য এই আইন না মানলে কোনো শাস্তির ব্যবস্থা রাখা হয়নি৷
উল্লেখ্য, অস্ট্রেলিয়া থেকে চিলি, জার্মানি, যুক্তরাষ্ট্রসহ বিশ্বের বিভিন্ন দেশে কয়েক দশক ধরেই গির্জায় শিশুসহ অন্যান্যদের উপর যৌন নিপীড়নের অভিযোগ উঠেছে৷ এ বিষয়ে আলোচনা করতে গত ফেব্রুয়ারি মাসে সারা বিশ্বের যাজকদের নিয়ে একটি সম্মেলনের আয়োজন করেছিলেন পোপ৷ সেই সময় তিনি স্বীকার করেছিলেন যে, অনেক যাজক অতীতে সন্ন্যাসিনীদের ‘যৌন দাসী’ হিসাবে ব্যবহার করেছেন এবং হয়ত এখনো করছেন৷
যৌন নিপীড়নের শিকাররা অনেকদিন ধরেই ভ্যাটিকানের কাছ থেকে এই অপরাধের বিরুদ্ধে কড়া পদক্ষেপ আশা করছিলেন৷ তাঁদের দাবি ছিল, যাজকদের বিরুদ্ধে অপরাধের প্রমাণ পাওয়া গেলে তাঁদের বহিষ্কার করতে হবে৷ অনেকে অপরাধী যাজকদের পুলিশের হাতে তুলে দেয়ারও দাবি জানিয়েছিলেন৷