1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

গুগলকে পেছনে ফেলে শীর্ষে ফেসবুক

১১ সেপ্টেম্বর ২০১০

ইন্টারনেট ভিত্তিক তথ্য অনুসন্ধানের জনপ্রিয় প্রতিষ্ঠান গুগল এবার হার মেনেছে ফেসবুকের কাছে৷ অনলাইন কার্যক্রমের ধারা নিয়ে গবেষণারত মার্কিন প্রতিষ্ঠান কমস্কোর প্রকাশ করেছে এই তথ্য৷

Facebook, গুগল, ফেসবুক, Google
ছবি: picture-alliance/chromorange/ DW-Montage

তারা বলছে, আগস্ট মাসেই প্রথমবারের মতো গুগলকে পেছনে ফেলে শীর্ষস্থানটি দখল করতে সক্ষম হলো ইন্টারনেট ভিত্তিক সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুক৷ সূত্রটি বলছে, সারা মাসে মার্কিনিরা ইন্টারনেটে সময় ব্যয় করেছে ৪১ কোটি ৩০ লাখ মিনিট৷ এর মধ্যে ১০ শতাংশই ব্যয় হয়েছে ফেসবুকে৷ তারা শুধুমাত্র ফেসবুকে সময় ব্যয় করেছে চার কোটি ১১ লাখ মিনিট৷ অন্যদিকে, গুগল-এর সাইটগুলোতে সময় ব্যয় হয়েছে তিন কোটি ৯৭ লাখ মিনিট৷ গুগলের সাইটগুলোর মধ্যে গুগল তথ্য খোঁজার পাতা, ইউটিউব, গুগল সংবাদ, জিমেইল উল্লেখযোগ্য৷

তৃতীয় স্থানে রয়েছে ইয়াহু৷ ইয়াহু'র সাইটগুলোতে সময় ব্যয় হয়েছে তিন কোটি ৮৭ লাখ মিনিট৷ অথচ মাত্র এক বছর আগেও সেরা জায়গাটি ছিল ইয়াহু'র দখলে৷ ২০০৯ সালের আগস্ট মাসে ইয়াহু'র সাইটগুলোতে মার্কিনিরা সময় ব্যয় করেছিল চার কোটি ১৭ লাখ মিনিট৷ দ্বিতীয় অবস্থান ছিল গুগলের৷ তাদের সাইটগুলোতে পাঠক ছিল তিন কোটি ৪০ লাখ মিনিট সময়৷ আর ফেসবুকের ব্যবহারকারীরা এতে লগ ইন করে ছিল মাত্র এক কোটি ৬৮ লাখ মিনিট ধরে৷ তবে গত এক বছরে ইন্টারনেট ব্যবহারকারীদের কাছে এসব সাইটগুলোর জনপ্রিয়তার ধারা পাল্টাতে থাকে৷

এই বছরের জুলাই মাসেই কমে আসে এগুলোর মধ্যে ব্যবধানের মাত্রা৷ অবশ্য, জুলাই মাসে চার কোটি পাঁচ লাখ মিনিট ভক্তদের ধরে রাখতে পেরেছিল গুগল৷ ফেসবুকে ব্যবহারকারীরা ছিল তিন কোটি ৯৯ লাখ মিনিট৷ আর ইয়াহু পেয়েছিল ভক্তদের তিন কোটি ৮৭ লাখ মিনিট৷ তবে পরের মাসেই শীর্ষ স্থানটি ধরে ফেলল ফেসবুক৷ এছাড়া জুলাই মাসেই ফেসবুক পরিবারের সদস্য সংখ্যা ৫০ কোটি ছাড়িয়ে গেছে বলে ঘোষণা দিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ৷

ক্যালিফোর্নিয়া ভিত্তিক বেসরকারি প্রতিষ্ঠান ‘পালো আল্টো' তাদের অর্থনৈতিক হিসাব প্রকাশ না করলেও, গবেষণা প্রতিষ্ঠান ‘ইমার্কেটার' এর মতে, চলতি বছর ফেসবুক বিজ্ঞাপন রাজস্ব থেকে এক বিলিয়ন ডলারেরও বেশি আয় করবে৷

প্রতিবেদন: হোসাইন আব্দুল হাই

সম্পাদনা: ফাহমিদা সুলতানা

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ