1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

‘বিষ্ময় চশমা'

৩ জুলাই ২০১২

মাইক্রোসফট'এর ঘোষণার এক সপ্তাহের মধ্যে গুগল'ও ট্যাবলেট কম্পিউটার নিয়ে আসার ঘোষণা দিল৷ এছাড়া ২০১৪ সালের শুরুতেই ‘বিষ্ময় চশমা' পাওয়া যাবে বলে জানিয়েছে গুগল৷

ছবি: REUTERS

অ্যামেরিকার সান ফ্রান্সিসকো'তে সম্প্রতি গুগল'এর একটি সম্মেলন হয়ে গেল৷ সেখানে একের পর এক নতুন পণ্যের ঘোষণা দেয়া হয়েছে৷ এর মধ্যে ট্যাবলেট কম্পিউটার একটি৷ গুগল'এর এই ট্যাবলেটের নাম ‘নেক্সাস ৭'৷ দাম আইপ্যাড'এর অর্ধেক৷ ইতিমধ্যেই অস্ট্রেলিয়া, ব্রিটেন, ক্যানাডা আর যুক্তরাষ্ট্রের ক্রেতাদের জন্য অনলাইনে নেক্সাস ৭'এর অর্ডার দেয়ার ব্যবস্থা করা হয়ে গেছে৷ তবে জিনিসটি হাতে পাওয়া যাবে জুলাই মাসের মাঝামাঝি৷ আর দাম পড়ছে মাত্র ১৯৯ মার্কিন ডলার৷ অ্যামাজন'এর ট্যাবলেট ‘কিন্ডল ফায়ার'-ও বিক্রি হচ্ছে এই দামে৷

নেক্সাস ৭ গুগল'এর হলেও এটা আসলে তৈরি করেছে তাইওয়ানের আসুস কোম্পানি৷ ৩৪০ গ্রাম ওজনের এই ট্যাবলেটে থাকছে একটি ক্যামেরাও৷ অন্যান্য সুবিধা ছাড়াও গেম খেলার জন্য এই ট্যাবলেটটি বেশ দারুণ হবে বলে জানানো হয়েছে৷ নেক্সাস'এর আকার ‘কিন্ডল ফায়ার' আর স্যামসাং'এর ‘গ্যালাক্সি ট্যাব'-এর মতো৷

২০১০ সালে অ্যাপল'এর আইপ্যাড'এর পর যে ট্যাবলেট যুদ্ধ শুরু হয়েছে তাতে সম্প্রতি যোগ দিয়েছে মাইক্রোসফট৷ মাত্র সপ্তাহ খানেক আগে তারা ‘সারফেস' নামে তাদের ট্যাবলেট কম্পিউটারের ঘোষণা দেয়৷ অবশ্য তার দাম এবং কবে এটি পাওয়া যাবে সেটা জানানো হয়নি৷ মাইক্রোসফট'এর সারফেস নিয়ে ইতিমধ্যে প্রযুক্তিবিদদের মধ্যে উৎসাহ দেখা গেছে৷ অনেকে মনে করছেন, এতদিন পরে আইপ্যাড'এর একটা শক্ত প্রতিপক্ষ পাওয়া গেল৷

গুগল'এর নেক্সাস ৭ ট্যাবলেটছবি: REUTERS

তবে সারফেস'এর দাম আইপ্যাড'এর সমান হতে পারে বলে একটা ধারনা দিয়েছে মাইক্রোসফট৷ সেই তুলনায় গুগলের নেক্সাস'এর দাম অর্ধেক৷

প্রযুক্তি বিশ্লেষক ফ্রাঙ্ক গিলেট গুগল'এর নেক্সাস সফল হবে কীনা তা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন৷ তিনি বলেন, সবচেয়ে বড় সমস্যা হবে নেক্সাস উপযোগী অ্যাপ পাওয়া নিয়ে৷ গুগল কীভাবে এই সমস্যার সমাধান করবে সেটা জানায়নি৷ গিলেট বলেন, অ্যামাজনের ‘কিন্ডল ফায়ার'-এর দামের সমান হবে নেক্সাস৷ তবে তাঁর ধারণা অক্টোবরের মধ্যেই অ্যামাজন তাদের ট্যাবলেটের অনেক উন্নয়ন ঘটাবে৷

আইপ্যাড'এর প্রতিদ্বন্দ্বি আনলেও আইপ্যাড'এ ব্যবহার করা যায় সে ধরণের ইন্টারনেট ব্রাউজারও নিয়ে এসেছে গুগল৷ জনপ্রিয় ‘গুগল ক্রোম' ব্রাউজারটিকেই আইফোন ও আইপ্যাড'এ ব্যবহারের উপযোগী করে তোলা হয়েছে৷ এখন থেকে এটা ‘অ্যাপ স্টোর'-এ পাওয়া যাবে বলেও জানিয়েছে গুগল৷

এবার গুগলের ‘বিষ্ময় চশমা' প্রসঙ্গ৷ গত এপ্রিলে গুগল এই চশমার কথা জানিয়েছিল৷ এ নিয়ে তারা একটি সোয়া দুই মিনিটের ভিডিও'ও প্রকাশ করে৷ গুগল তখন বলেছিল, তারা এই চশমা আরও উন্নত করতে চায়৷ তাই সকলের কাছ থেকে মতামত জানতে সম্ভাব্য চশমার একটা ধারনা দিতে ভিডিওটি তৈরি করা হয়৷ এতে দেখা যায়, একজন ব্যবহারকারী তাঁর চোখে থাকা চশমা দিয়েই দৈনন্দিন অনেক কাজ সেরে ফেলছেন৷ যেমন ঘুম থেকে উঠে চশমাটা পরতেই ব্যবহারকারীর চোখের সামনে চলে আসে নানান তথ্য৷ আজকের তাপমাত্রা কত, বৃষ্টি হবে কীনা ইত্যাদি৷ এমন কী ঐ ব্যক্তির আজ কোথায় কোথায় যাওয়ার কথা, সেই তালিকাটাও জানিয়ে দেয় চশমাটি৷ পথ ঘাঁট চেনা, বইয়ের দোকানে গিয়ে নির্দিষ্ট বই খুঁজে বের করা, অনলাইনে কনসার্টের টিকিট কেনা ইত্যাদি কাজও করা যায় ঐ চশমার মাধ্যমে৷ এবং সেটা চোখে পরা অবস্থাতেই৷ এজন্য হাত ব্যবহারের প্রয়োজনও হয় না৷ হাঁটতে হাঁটতেই এসব কাজ করা সম্ভব এই বিষ্ময় চশমার মাধ্যমে৷ দিন শেষে ঐ চশমা ব্যবহারকারীকে দেখা যায় তাঁর বান্ধবীর সঙ্গে ভিডিও চ্যাট করতে৷ সেসময় সে চশমা দিয়েই বান্ধবীটিকে সূর্যাস্তও দেখায়৷

সান ফ্রান্সিসকো'র সম্মেলনে উপস্থিত কম্পিউটার প্রোগ্রামারদের কাছে গুগল'এর এই চশমার প্রোটোটাইপ বিক্রি করা হয়েছে ইতিমধ্যেই৷ তবে তারা সেটা হাতে পাবেন আগামী বছরের শুরুতে৷ এজন্য প্রত্যেক প্রোগ্রামারকে দেড় হাজার ডলার গুনতে হয়েছে৷ গুগল আশা করছে, এই প্রোগ্রামাররা চশমাটি ব্যবহার করে গুরুত্বপূর্ণ পরামর্শ দেবেন৷ সেগুলোর উপর ভিত্তি করেই সাধারণ মানুষের জন্য চশমা তৈরি করা হবে৷ এবং ২০১৪ সালের শুরুর দিকে সেটা বাজারে ছাড়া হতে পারে৷

কিন্তু এই বিস্ময় চশমার মূল্য কত হবে? গুগল কোনো নির্দিষ্ট দাম না বললেও এটা নিশ্চিত করেছে যে, দাম স্মার্টফোনের চেয়ে বেশিই হবে৷

জেডএইচ / ডিজি (এএফপি, এপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ