1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বিজ্ঞান কংগ্রেস

জাহিদুল হক৫ জুন ২০১৩

সারা বিশ্বের ১৩ থেকে ১৮ বছর বয়সিদের জন্য প্রতিবছর অনলাইনে বিজ্ঞান প্রতিযোগিতার আয়োজন করে গুগল৷ ২০১৭ সাল থেকে সেটাতে বাংলাদেশ থেকে কাউকে অংশগ্রহণ করানোর চেষ্টা চলছে৷

Caption: Children Science Congress was held in Dhaka, Bangladesh on May 31 to June 1, 2013. DW/Farseem Mannan Mohammedy
ছবি: DW/F. Mannan Mohammedy

এ লক্ষ্যে সম্প্রতি ঢাকায় অনুষ্ঠিত হয়ে গেলো শিশু-কিশোর বিজ্ঞান কংগ্রেস৷ সারা দেশ থেকে বাছাই করা প্রায় ২৭০ জন স্কুল শিক্ষার্থী তাতে অংশ নেয়৷ সেখানে তারা বিজ্ঞানভিত্তিক বিভিন্ন প্রকল্প উপস্থাপন করে৷ এর মধ্য থেকে কয়েকটিকে সেরা হিসেবে মনোনীত করে একটি বিচারক প্যানেল৷ যাদের প্রকল্প বিজয়ী হয়েছে তাদেরকে নিয়ে একটি বিজ্ঞান ক্যাম্প করার পরিকল্পনা করছেন আয়োজকরা৷

বাংলাদেশ বিজ্ঞান জনপ্রিয়করণ সমিতি (এসপিএসবি) ও বাংলাদেশ ফ্রিডম ফাউন্ডেশন (বিএফএফ) যৌথভাবে এই কংগ্রেসের আয়োজন করে৷

সম্প্রতি ঢাকায় অনুষ্ঠিত হয়ে গেলো শিশু-কিশোর বিজ্ঞান কংগ্রেস৷

This browser does not support the audio element.

ডয়চে ভেলের সঙ্গে এক সাক্ষাৎকারে এসপিএসবি-র সাধারণ সম্পাদক ফারসীম মান্নান মোহাম্মদী বলেন, কংগ্রেস আয়োজনের মূল উদ্দেশ্য দুটি৷ এক, শিক্ষার্থীদের মধ্যে বিজ্ঞানকে জনপ্রিয় করে তোলা; এবং দুই, গুগল বিজ্ঞান মেলায় বাংলাদেশের অংশগ্রহণ নিশ্চিত করা৷

তিনি বলেন, বাংলাদেশের শিশু-কিশোরদের মধ্যে যে মেধার অভাব নেই তা আবারও দেখা গেছে কংগ্রেসে অংশ নেয়া শিক্ষার্থীদের মধ্যে৷ তবে গুগলের মেলায় অংশ নেয়ার মতো পরিস্থিতিতে তারা এখনো নেই৷ কারণ গুগল মেলাটা অনেক বেশি বিজ্ঞান ভিত্তিক৷ কিন্তু আমাদের দেশে যে বিজ্ঞান মেলাগুলো হয় সেগুলো ততটা বিজ্ঞানভিত্তিক নয়৷ ‘‘তাই আমরা চাইছি শিক্ষার্থীদের সেভাবে গড়ে তুলতে,'' বলেন ফারসীম, যিনি বুয়েটের তড়িৎ কৌশল বিভাগের একজন সহকারি অধ্যাপক৷

সেরাদের সেরা

প্রতিযোগিতায় জুনিয়র ক্যাটেগরিতে সেরাদের সেরা বিবেচিত হয়েছে ফারদিম মুনির রুবাই৷ ঢাকার স্যার জন উইলসন স্কুলের এই শিক্ষার্থীর বিষয় ছিল স্বপ্ন৷ মানুষ কেন স্বপ্ন দেখে, স্বপ্নের মধ্যে সে ব্যথা পায় কী না, স্বপ্নের কতখানি সে মনে করতে পারে এমন বিষয় নিয়ে কাজ করেছে রুবাই৷ তার সম্পর্কে ফারসীমের মূল্যায়ন, ‘‘ফারদিম খুব মন দিয়ে তার কাজটি করেছে৷ ফলে বিচারকদের প্রশ্নে উত্তর সে খুব আত্মবিশ্বাসের সঙ্গে দিতে পেরেছে৷''

সিনিয়র ক্যাটেগরিতে সেরাদের সেরা হয়েছে ঢাকার বাইরে অবস্থিত তাহফিজুল কোরআনুল করিম মাদ্রাসার শিক্ষার্থী ওমর ফারুক৷ তার সম্পর্কে বলতে গিয়ে ফারসীম বলেন, ‘‘মজার ব্যাপার হচ্ছে, সে মাদ্রাসা থেকে এসেছে এবং সে তার মাদ্রাসায় কীভাবে বিজ্ঞান সচেতনতামূলক কর্মসূচি চালু করা যায় সেই বিষয়টা নিয়ে একটা জরিপ চালিয়েছে – যেটা বেশ বিজ্ঞানসম্মত ছিল৷ এছাড়া সে একে একে তার সীমাবদ্ধতার কথাও আমাদের জানিয়েছে৷''

প্রতিযোগিতায় জুনিয়র ক্যাটেগরিতে সেরাদের সেরা বিবেচিত হয়েছে ফারদিম মুনির রুবাই (ডানে)ছবি: DW/F. Mannan Mohammedy

বিজ্ঞান ক্যাম্প

প্রতিযোগিতা থেকে বাছাই করা প্রায় ৩০ জন শিক্ষার্থী ও সারা দেশ থেকে আনা কয়েকজন বিজ্ঞান শিক্ষককে নিয়ে আগামী মাসে ঢাকায় একটি বিজ্ঞান ক্যাম্প করার পরিকল্পনার কথা জানান ফারসীম৷ এই ক্যাম্পের নাম দেয়া হয়েছে ‘জগদীশচন্দ্র বসু বিজ্ঞান ক্যাম্প৷' এ প্রসঙ্গে তিনি গতবছর আয়োজন করা ক্যাম্পের কথা স্মরণ করেন৷ সেবার শুধু শিক্ষকদের নিয়ে ক্যাম্প করা হয়েছিল৷ বিভিন্ন জেলা থেকে প্রায় ৮০ জন শিক্ষক তাতে অংশ নিয়েছিলেন৷ কীভাবে কম খরচে বিজ্ঞান শিক্ষাকে আরও আনন্দদায়ক করা যায় সেসব বিষয়ে তাদের জানানোর চেষ্টা করা হয়েছে৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ