২০১৭ সালে রাসেল হর্নিং ও কেটি পেরি ‘সুইশ সুইশ’ গানের সাথে এই বিশেষ নাচ করার পর থেকেই জনপ্রিয় হতে শুরু করে ‘ফ্লস’ নাচ৷ দুই হাত ও কোমর নাচিয়ে এই বিশেষ নাচ কীভাবে করতে হয়, তা জানতে গুগলের দ্বারস্থ হয়েছেন জার্মানরা৷
ছবি: picture-alliance/AP Photo/Washington Prime Group/K. Kmonicek
গ্রেটা থুনবের্গ
পরিবেশকর্মী গ্রেটা থুনবের্গকে নিয়ে আগ্রহ সারা বিশ্বের মানুষের মতো জার্মানদেরও কম নয়৷ ২০১৮ সালের আগস্ট মাসে সুইডেনের সংসদ ভবনের বাইরে অবস্থানে বসেন তিনি৷ এরপর থেকেই গুগলে তাঁর বিষয়ে খোঁজ করতে লেগে পড়েন জার্মানরা৷
ছবি: picture-alliance/TT/J. Gow
৩১ অক্টোবর কেন?
পশ্চিমা দেশগুলিতে ৩১ আক্টোবর মানেই হ্যালোউইন৷ কিন্তু জার্মানিতে কোথাও তা পালিত হয় রিফরমেশন ডে হিসাবে৷ এই দিনটির মাহাত্ম্য কী, তা নিশ্চিত হতে বারবার গুগলে উঠে এসেছে এই তারিখের উল্লেখ৷
ছবি: picture-alliance/dpa/P. Pleul
ইউরোপিয়ান পার্লামেন্ট নির্বাচন
রাজনীতির খবরাখবর রাখতেও গুগলের কাছে হাত পাতেন অনেকে৷ জার্মানরাও এর ব্যতিক্রম নয়৷ ২০১৯ সালের মে মাসে ইউরোপিয়ান পার্লামেন্টের নির্বাচন হয়৷ তার আগে ও পরে বাড়তে থাকে এবিষয়ে জার্মানদের আগ্রহ, জানাচ্ছে গুগল৷
ছবি: picture-alliance/Photoshot/Zhang Cheng
চলচ্চিত্রের হালহকিকত
২০১৯ সালে মুক্তি পাওয়া ছবির মধ্যে সবচেয়ে বেশি বার ইংরেজি ছবি ‘দ্য জোকার’ উঠে এসেছে জার্মানদের গুগল সার্চে৷ এই ছবিটির পক্ষে-বিপক্ষে নানা রকমের মতামত উঠে আসলেও জার্মানিতে এই ছবিটি বেশ জনপ্রিয় হয়৷
ইউরোপিয়ান ইউনিয়নের নতুন কপিরাইট বিষয়ক আইন, যা আর্টিকেল থারটিন বা সেভেনটিন নামে পরিচিত, ছিল এই বছরেরে অন্যতম আলোচিত বিষয়৷ ২০১৯ সালের জুনমাসে চালু হওয়া এই ধারা কপিরাইট লঙ্ঘন নিয়ন্ত্রণ করে৷ এর ফলে, ইউটিউবের মতো সোশাল মিডিয়ায় সরকারী নজরদারী বাড়তে পারে বলে আশঙ্কা করেছেন অনেকে৷
ছবি: picture-alliance/A. Pohl
মৃত ব্যক্তিত্বরা
কোনো বিখ্যাত ব্যক্তি মারা গেলে স্বাভাবিকভাবেই তাকে নিয়ে বাড়ে আগ্রহ৷ জার্মানদের গুগল সার্চের তালিকায় সবচেয়ে ওপরে রয়েছে বিখ্যাত ফ্যাশন ডিজাইনার কার্ল লাগেরফেল্ডের নাম৷ ফেব্রুয়ারি মাসে মারা যান বিখ্যাত ফ্যাশন হাউজ শানেলের ক্রিয়েটিভ ডিরেক্টর কার্ল৷ এরপর থেকেই জার্মানরা তাকে নিয়ে বাড়তি আগ্রহ দেখিয়েছেন৷
ছবি: picture-alliance/AP Photo/E. Agostini
পিছিয়ে নেই খেলাধুলা
জার্মান ফুটবলার লেরয় সেইন জার্মান জাতীয় ফুটবল দল ছাড়াও ইংলিশ প্রিমিয়ার লিগে ম্যাঞ্চেস্টার সিটির অন্যতম জনপ্রিয় খেলোয়াড়৷ বায়ার্ন মিউনিখের হয়ে খেলার খবর চাউর হবার পর থেকেই গুগলে লেরয়কে নিয়ে বাড়তে থাকে জার্মানদের খোঁজখবর৷
ছবি: picture-alliance/dpa/U. Anspach
8 ছবি1 | 8
সোমবার তিন ঘণ্টা ধরে শুনানির পর রায় দেয়া হয়।
তিন বছর আগে এই মামলা করা হয়েছিল। এপিক গেমসের অভিযোগ ছিল, প্লে স্টোরে গুগল তাদের ক্ষমতার অপব্যবহার করছে। তারা এখান থেকে কোটি কোটি ডলার রোজগার করছে।
এই অ্যাপের মাধ্যমে ডিজিটাল ট্রানসাকশন হলে গুগল ১৫ থেকে ৩০ শতাংশ কমিশন নিচ্ছে। অ্য়াপলও এই একই কাজ করে। তাদের বিরুদ্ধেও একটি মামলা এখন সুপ্রিম কোর্টের বিচারাধীন।
এবার কী হবে?
জেলা জজ জেমস ডোরান্টো এবার জানাবেন, গুগলকে এখন কী পদক্ষেপ নিতে হবে।
গুগলে কাকে খোঁজেন বাংলাদেশিরা
২০১৮ সালে বাংলাদেশ থেকে গুগল ট্রেন্ডসের শীর্ষে ছিলেন বিদেশি তারকা আর পর্ন অভিনেত্রীরা৷ কিন্তু গত বছর সেখানে পরিবর্তন এসেছে৷ দেশের ক্রিকেটাররাই এখন ইন্টারনেট ব্যবহারকারীদের আগ্রহের কেন্দ্রে৷
ছবি: picture-alliance/empics/D. Lipinski
১০. ডা. দীপু মনি
২০১৯ সালে বাংলাদেশে গুগলে যাদেরকে সবচেয়ে বেশি খোঁজা হয়েছে তার মধ্যে ১০ নম্বরে ছিলেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি৷ ট্রেন্ডসের গ্রাফে তাকে নিয়ে সবচেয়ে বেশি আগ্রহ দেখা গেছে ছয় জানুয়ারি থেকে ১২ জানুয়ারি সময়ে৷
ছবি: picture-alliance/dpa
০৯. আরমান আলিফ
গুগল ট্রেন্ডসে নয় নম্বরে আছেন সঙ্গীত শিল্পী আরমান আলিফ৷ বছরজুড়েই গুগলে তাকে খুঁজেছেন ভক্তরা৷ তার নামে সবচেয়ে বেশি সার্চ হয়েছে রাজশাহী বিভাগ থেকে৷
ছবি: Google
০৮. কিয়ানু রিভস
ট্রেন্ডসে আট নম্বরে রয়েছেন ক্যানাডিয়ান অভিনেতা, প্রযোজক ও সঙ্গীত শিল্পী কিয়ানু রিভস৷ তিনি সবচেয়ে বেশি আলোচনায় ছিলেন ৯-১৫ জুন৷
ছবি: Reuters/M. Anzuoni
০৭. মোহাম্মদ মিঠুন
গত বছরে গুগল ট্রেন্ডসের সেরা দশে ছিলেন ক্রিকেটার মোহাম্মদ মিঠুন৷ তাঁকে বেশি খোঁজা হয়েছে ১০-১৬ নভেম্বর৷ এছাড়া জুনে বিশ্বকাপ চলাকালে তাকে নিয়ে আগ্রহ ছিল বাংলাদেশিদের৷
ছবি: Getty Images/AFP/I. S. Kodikara
০৬. মুশফিকুর রহিম
ট্রেন্ডসে মিঠুনের উপরে রয়েছেন আরেক ক্রিকেটার মুশফিকুর রহিম৷ বিশ্বকাপ, ভারত সফরসহ বছরজুড়েই গুগলে তাকে খুঁজেছেন আগ্রহীরা৷
ছবি: picture-alliance/K. Schwörer
০৫. সামজ ভাই
গুগল ট্রেন্ডসে পাঁচে রয়েছেন সঙ্গীত শিল্পী সামজ ভাই৷ গত জুন থেকে শুরু করে বছরজুড়েই আগ্রহ ছিল ইন্টারনেটে তাকে নিয়ে৷
ছবি: Google
০৪. সারা আলী খান
বাংলাদেশে গুগল ট্রেন্ডসে শীর্ষদের মধ্যে আছেন ভারতীয় অভিনেত্রী সারা আলী খানও৷ তার অবস্থান চতুর্থ৷ তার নামে সবচেয়ে বেশি সার্চ হয়েছে চট্টগ্রাম বিভাগ থেকে৷
ছবি: Getty Images/AFP/S. Jaiswal
০৩. আফিফ হোসেন
বিপিএলে নজরকাড়া পারফরমেন্সের পর ২০১৮ সালে বাংলাদেশে টি টোয়েন্টি দলে জায়গা পান ২০ বছর বয়সী ক্রিকেটার আফিফ হোসেন৷ গত বছর গুগলে তাকে নিয়ে তুমুল আগ্রহে ছিল ৮-১৪ সেপ্টেম্বর সময়টাতে৷
ছবি: Getty Images/AFP/STR
২. মোহাম্মদ নাইম
গুগল ট্রেন্ডসে দ্বিতীয় অবস্থানে ছিলেন ক্রিকেটার মোহাম্মদ নাঈম৷ মূলত সেপ্টেম্বর থেকে ডিসেম্বর পর্যন্ত সময়ে ইন্টারনেট ব্যবহারকারীদের সার্চই তাকে এই অবস্থানে নিয়ে এসেছে৷
ছবি: Getty Images/AFP/A. Ali
০১. সাকিব আল হাসান
২০১৯ সালটা নিজের করে নিয়েছেন সাকিব আল হাসান৷ মাঠের পারফরমেন্স থেকে শুরু করে ক্রিকেটারদের বিদ্রোহের নেতৃত্ব কিংবা আইসিসির নিষেধাজ্ঞা বছর জুড়েই তিনি ছিলেন আলোচনার কেন্দ্রে৷ বাংলাদেশ থেকে সার্চে তিনিই ছিলেন তাই গুগল ট্রেন্ডসের শীর্ষে৷
ছবি: Getty Images/M. Melville
২০১৮ সালে যারা ছিলেন
২০১৮ সালে বাংলাদেশ থেকে যেসব ব্যক্তিদের সার্চ করা হয়েছে গুগলে তাদের মধ্যে শীর্ষে ছিলেন ক্রোয়েশিয়ার প্রেসিডেন্ট কোলিন্ডা গ্রাবার-কিটারোভিচ৷ এরপর ছিলেন ভারতীয় অভিনেত্রী প্রিয়া প্রকাশ ভারিয়ার, ব্রিটিশ রাজকুমারী মেগান মার্কেল৷ চতুর্থ অবস্থানে ছিলেন পর্ন অভিনেত্রী মিয়া খলিফা আর পঞ্চম সানি লিওন৷ ফুটবলার এমবাপ্পে, পর্ন অভিনেত্রী মিয়া মালকোভা, শিল্পী নিক জোনাস, খালেদা জিয়া ও হিরো আলমও ছিলেন তালিকায়৷
ছবি: Google
11 ছবি1 | 11
গুগলের ভাইস প্রেসিডেন্ট উইলসন হোয়াইট জানিয়েছেন, তারা এই রায়ের বিরুদ্ধে আবেদন জানাবেন।
হোয়াইট বলেছেন, অ্যান্ড্রয়েড ও গুগল প্লে গ্রাহকদের কাছে অনেক বেশি বিকল্প দেয়। অন্য মোবাইল প্ল্যাটফর্ম থেকে তারা অকপটভাবে কাজ করেন।