1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

গুগলের ভয়েস সেবার পরিধি বাড়ছে

১৭ নভেম্বর ২০১০

বাসা-অফিসের টেলিফোন নম্বর, সঙ্গে মুঠোফোনের নম্বর - সব একটি নম্বরে রূপান্তর করে গুগল ভয়েস৷ এরপর সেটিকে মুঠোফোনে পুরে নিলেই হলো৷ এতসব নাম্বারে আসা সব কল যেকোন জায়গায় বসেই গ্রহণ সম্ভব তখন৷

সব নম্বর এক জায়গায়ছবি: Screenshot

গুগল ভয়েস এরকম নানা সুবিধার কারণেই বেশ জনপ্রিয়৷ এমনকি এই সফটওয়্যারটি ভয়েস মেইলকেও টেক্সটে রূপান্তর করে তা ই-মেল আকারে প্রদর্শনে সক্ষম৷ সব কিছু মিলিয়ে এটিতে রয়েছে বিনা খরচায় খুদেবার্তা পাঠানোর সুবিধা৷ তাছাড়া আপনি যখন গুগল ভয়েস থেকে কল করবেন, তখন সেটি একটি নাম্বারই দেখাবে৷ ফলে আপনার সঙ্গে যোগাযোগের ক্ষেত্রে একাধিক নম্বরের বিড়ম্বনা থেকে বাঁচবে প্রিয়জনরা৷

গুগল ভয়েস যোগ করা যায় যেকোন স্মার্টফোনে৷ বিশেষ করে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম আর ব্ল্যাকবেরিতে এটি বেশ সাবলীল৷ কিন্তু বাধ সাধে আইফোন৷ গত বছর গুগল ভয়েসকে আইফোনে প্রবেশে বাধা দেয় অ্যাপল৷ সংস্থাটির দাবি, গুগল ভয়েস প্রকারান্তরে অ্যাপলের ফোন সেবার নানা দিককেই জবরদখল করে নিচ্ছে৷ দুই সংস্থা'র এই ধস্তাধস্তি শেষমেষ মার্কিন টেলিযোগাযোগ নিয়ন্ত্রক কমিশন পর্যন্ত গড়ায়৷

কিন্তু এখন বুঝি বিরোধ মিটেছে৷ মঙ্গলবার গুগলের সফটওয়্যার ইঞ্জিনিয়ার ক্রিস্টিয়ান ব্রুশেন জানান, আইফোনের জন্য গুগল ভয়েস পাওয়া যাচ্ছে আইফোন স্টোরে৷ এটি আইফোনের সঙ্গে আনুষ্ঠানিক যাত্রা৷

ক্রিস্টিয়ান এর মতে, আইফোনে গুগল ভয়েস সেবার ক্ষেত্রে এক নতুন মাত্রা যোগ করবে৷ তবে, আপাতত এই সেবা শুধুমাত্র মার্কিন যুক্তরাষ্ট্রেই সীমাবদ্ধ৷

উল্লেখ্য, মুঠোফোন ছাড়াও গুগল ভয়েসের রয়েছে ওয়েব সংস্করণ৷ ফলে যেকেউ ব্যবহার করতে পারবেন এটি৷ এজন্য প্রয়োজন হবে, গুগল ভয়েস অ্যাকাউন্ট৷ সেটি না থাকলে, জিমেইল অ্যাকাউন্টের ইউজার নেম পাসওয়ার্ড ব্যবহার করেও প্রবেশ করা যাবে ভয়েসের দুনিয়ায়৷

প্রতিবেদন: আরাফাতুল ইসলাম

সম্পাদনা: সাগর সরওয়ার

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ