1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

গুগলের মহারণ ঘোষণা

১০ জুলাই ২০০৯

তথ্য প্রযুক্তির দুনিয়ায় সবচেয়ে বড়ো যুদ্ধের ঘোষণা দিয়েছে ওয়েব জায়ান্ট গুগল৷ মাইক্রোসফট এর সবচেয়ে নামকরা পণ্য উইন্ডোজ অপারেটিং সিস্টেমকে চ্যালেঞ্জ জানাতে গুগল ঘোষণা দিয়েছে নতুন অপারেটিং সিস্টেম বানানোর৷

ছবি: AP

গুগলের এ ঘোষণাকে প্রযুক্তি দুনিয়ায় মহাযুদ্ধের সংকেত বলে মনে করছে সংশ্লিস্টরা৷

গুগল কর্মকর্তা সুন্দার পিচাই ও লিনাস আপসন বৃহস্পতিবার জানান, আগামী বছরের মাঝামাঝি সময়ে তাদের ক্রোম অপারেটিং সিস্টেম বাজারে আসবে৷ বিনামূল্যে এটি পাওয়া যাবে৷ তার উপর এটি হবে ওপেন সোর্স ঘরানার অর্থাৎ যে কেউ এটি পরিমার্জন ও ব্যবহার করতে পারবে৷ গুগল বলছে, ওয়েব ব্রাউজারের মতো এই সফটওয়্যারটি হবে অত্যন্ত ব্যবহার বান্ধব৷ মাইক্রোসফট অফিসের মতো এটি স্থাপনে ডিস্ক ব্যবহার করতে হবে না৷ আবার কোনো একটি ড্রাইভে বছরের পর বছর সংরক্ষণের জটিলতাও থাকবে না এতে৷

গুগল আরো বলছে, তথ্য প্রযুক্তির দুনিয়ার চেহারা বদলে দেবে তাদের ক্রোম অপারেটিং সিস্টেম৷ তথ্য সংরক্ষণের জন্য নিজস্ব পিসি বা নেটওয়ার্কের দরকার পড়বে না৷ গুগলের সার্ভার ফার্মেই তা পাওয়া যাবে৷

দুই গুগল কর্মকর্তা বলছেন, এখনকার প্রচলিত অপারেটিং সিস্টেম যখন নির্মাণ করা হয় তখন ওয়েবের চল ছিল না৷ নতুন অপারেটিং সিস্টেমে ওয়েব ব্রাউজারও থাকবে জানিয়ে তারা বলেন, যুগোপযোগী অপারেটিং সিস্টেমে কী কী থাকা উচিত সেসব মাথায় রেখেই কাজ হচ্ছে৷ তিনটি বিষয়ের ওপর গুরুত্ব দিচ্ছে তারা৷ সেসব হচ্ছে, গতি, সহজ ও নিরাপত্তা৷

ক্রোমছবি: picture-alliance/ dpa

তারা বলছেন, এমনভাবে নতুন অপারেটিং সিস্টেমটি নির্মাণ করা হচ্ছে যাতে খুব দ্রুত এটি অনলাইনে সংযুক্ত হয়ে যায়৷ অপারেটিং সিস্টেমের কাঠামো এমনভাবে বদলে ফেলার চেষ্টা চলছে, যাতে ভাইরাস ও নিরাপত্তার বিষয়গুলো এর কাজকে ব্যাহত না করতে পারে৷

গুগল যে স্বপ্নের কথা শোনাচ্ছে তা কম্পিউটার ব্যবহারকারীদের কাছে ডিজিটাল স্বর্গের মতোই৷ কোনো রকমের ঝুট ঝামেলা ছাড়াই তারা পিসি অন করলেই পেয়ে যাবে মেইল থেকে শুরু করে অবাধ নেট ভ্রমণ৷

তবে মাইক্রোসফট সংশ্লিষ্ট একটি প্রতিষ্ঠানের কর্মকর্তা ডন রেটালেক মনে করছে এসব প্রতিশ্রুতির বাস্তবায়ন এখনো নিশ্চত নয়৷ গুগলের এতসব করার ক্ষমতা আদৌ আছে কিনা তা নিয়েও সন্দেহ তার মনে৷

তিনি বলছেন, তারা এখনো বুঝতে পারছে না কতটা কঠিন এ কাজ করা৷ তিনি মনে করেন, মানুষ এখনো নিজেদের তথ্য নিজেদের কাছেই রাখতে চায়৷ নতুন অপারেটিং সিস্টেমে কাজ করার ক্ষেত্রে পুরোনো সফটওয়্যার থেকে তথ্য-উপাত্ত প্রতিস্থাপনের কাজটিও কঠিন৷ তাঁর আরও যুক্তি, কম্পিউটার গেম প্লেয়ার ও ভিডিও এডিটরদের জন্য ক্রোম অপারেটিং সিস্টেম সহায়ক হবে না৷

মাইক্রোসফট এখনো বাজারের ৮০ থেকে ৯০ শতাংশ অপারেটিং সিস্টেম বিক্রি করে থাকে৷ প্রভাবশালী প্রযুক্তি ব্লগ টেকক্রাঞ্চ গুগলের এ উদ্যোগকে প্রতিভাদীপ্ত বলে মন্তব্য করেছে৷ সাইটটির প্রতিষ্ঠাতা মাইকেল অ্যারিংটন বলেন, মাইক্রোসফটের মূল আয়ের জায়গায় বড় ধরণের হুমকি তৈরি করতে পারে গুগল৷

অবস্থাদৃষ্টে মনে হচ্ছে, ক্রোম হবে অনেকটাই উচ্চ গতির ইন্টারনেট নির্ভর৷ আর তাই, কম গতিসম্পন্ন ইন্টারনেটের চল যেসব দেশে বিশেষত দক্ষিণ এশিয়া বা আফ্রিকার মত অঞ্চলে এই ক্রম কিভাবে কাজ করবে তা অবশ্য জানায়নি গুগল৷

প্রতিবেদক: নাসিরুদ্দিন খোকন, সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ইউরোপ