1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

গুগলে কথা বলে, ছবি দেখিয়েও খোঁজ সম্ভব!

১৬ জুন ২০১১

গুগল খোঁজ বাণিজ্যে একক আধিপত্য হারাতে চায় না কিছুতেই৷ তাই, নিত্যনতুন নানা ধরনের সেবা দিয়ে চমক দেখিয়ে চলছে এই সার্চ জায়ান্ট৷ হালের নতুন সংযোজন ধ্বনি এবং ছবি দেখিয়ে খোঁজ৷

Google´s Logo for the company's project on solar power plant in California
পরিবেশবান্ধব গুগল

গত মঙ্গলবার সান ফ্রান্সিস্কোতে গুগল দেখালো তাদের নতুন এসব সেবা৷ মুঠোফোন এবং কম্পিউটার দুই মাধ্যমেই কাজ করবে ধ্বনি বা কথা বলে খোঁজ ও ছবি দেখিয়ে খোঁজ৷ তবে আপাতত শুধু গুগল ক্রোম মানে সংস্থাটির নিজের ব্রাউজারে কিংবা সংস্থাটি সমর্থিত স্মার্টফোনের জন্য প্রযোজ্য হবে নতুন এসব সেবা৷

কথা বলে কোন কিছু খোঁজার বিষয়টি নিয়ে গুগল গবেষণা করেছে বিস্তর৷ সংস্থাটির দাবি, এই প্রক্রিয়ায় অনেক কঠিন কঠিন ইংরেজি শব্দ যেগুলোর বানান ঠিক মনে নেই কিংবা খুব বড় কোন লাইন যা লিখতে অনেক সময় প্রয়োজন, এসব বিষয় মুখে বলেই খোঁজা যাবে৷ প্রয়োজনে গ্যারেজে কিংবা রান্নাঘরে বসেও ব্যবহার করা যাবে গুগলের এই খোঁজ সেবা৷

জার্মানির সেবিটে গুগলছবি: picture alliance/dpa

ইতিমধ্যে কারো কারো কম্পিউটারে দেখা দিতে শুরু করেছে গুগল খোঁজের পাতায় ছোট্ট একটি মাইক্রোফোন৷ এই মাইক্রোফোনে ক্লিক করে যেকোন কিছু বলেই খোঁজা যাবে৷ তবে, কয়েকটি বিষয় খেয়াল রাখতে হবে৷ প্রথমত, এটি শুধুই ইংরেজি ভাষার জন্য প্রযোজ্য৷ দ্বিতীয়ত, উচ্চরণভঙ্গী এবং পারিপার্শ্বিক অনাকাঙ্খিত শব্দের জন্য খোঁজের ফলাফল ভুলও আসতে পারে৷ তাই, শুরুতেই হতাশ হলে চলবে না৷

ছবি দেখিয়ে খোঁজার বিষয়টি অবশ্য আরো মজার৷ তিনভাবে এই খোঁজ সম্ভব৷ প্রথম উপায় হচ্ছে, আগে থেকে কম্পিউটারে জমা থাকা কোন ছবি টেনে নিয়ে গুগলের খোঁজ বোতামের উপর ছেড়ে দিন৷ এবার গুগল খুঁজে বের করবে, ছবিটি কোথাকার কিংবা এরকম ছবি আরো আছে কিনা৷ দ্বিতীয় পদ্ধতি হচ্ছে, সরাসরি একটি ছবি গুগলে আপলোড করে তারপর খোঁজা৷ এজন্য গুগলের খোঁজ বোতামের সঙ্গে পাওয়া যাবে আরেকটি ছবি বোতাম৷ সেখানে ক্লিক করলেই হবে৷ তৃতীয় উপায়টি আরো সহজ, যেকোন ইন্টারনেট ঠিকানা থেকে একটি ছবির লিংক কপি করুন৷ এরপর সেই লিংকটি পেস্ট করে দিন গুগলের ছবি খোঁজার অপশনে৷

গুগলের ছবি খোঁজার এই নতুন অপশন এখনো ইন্টারনেটে প্রকাশ করা হয়নি৷ তবে আগামী কয়েকদিনের মধ্যেই এটি ব্যবহারকারীর কম্পিউটারে পৌঁছে যাবে, এমনটাই ঘোষণা সংস্থাটির৷

প্রতিবেদন: আরাফাতুল ইসলাম

সম্পাদনা: সঞ্জীব বর্মন

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ