1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

গুগলে যৌন নিপীড়ন, ৪৮ কর্মী ছাঁটাই

২৬ অক্টোবর ২০১৮

সিলিকন ভ্যালিতে ৬৫ ভাগ নারী সহকর্মীদের অপ্রত্যাশিত যৌন আচরণের অভিযোগ করেছেন৷ গুগলের সিইও জানিয়েছেন, তাঁরা এ বিষয়ে কঠোর পদক্ষেপ নিচ্ছেন৷

ছবি: picture-alliance/PA Wire//J. Brady

বৃহস্পতিবার এই টেক জায়ান্টের প্রধান নির্বাহী সুন্দর পিচাই এক বিবৃতিতে জানান যে, গত দু'বছর ধরে কোম্পানি ৪৮ কর্মীকে যৌন অসদাচরণের দায়ে চাকরিচ্যুত করেছে৷ ওই কর্মীদের মধ্যে ১৩ জন জ্যেষ্ঠ কর্মকর্তা৷

‘‘সম্প্রতি আমরা অনেক পরিবর্তন এনেছি৷ যারা কর্তৃত্বের পর্যায়ে আছেন, তাদের অসদাচরণের বিষয়টি খুব কঠোরভাবে দেখা হচ্ছে,’’ পিচাই বলেন৷

সম্প্রতি দ্য নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনের পর গুগলের এই ঘোষণাটি এলো৷ সেই প্রতিবেদনে লেখা হয়েছে যে, অ্যান্ড্রয়েড নির্মাতা অ্যান্ডি রুবিনের বিরুদ্ধে একজন গুগল কর্মী যৌন হেনস্থার অভিযোগ আনেন৷

‘‘আমরা একটি নিরাপদ ও সহমর্মিতামূলক কর্মপরিবেশ তৈরিতে বদ্ধপরিকর৷ আমরা এটা নিশ্চিত করতে চাই যে, যৌন নিপীড়ন বা অন্যায় আচরণের প্রতিটি অভিযোগ খতিয়ে দেখি আমরা এবং তদন্ত করি এবং সে অনুযায়ী ব্যবস্থা নিই,’’ পিচাই বলেন৷ 

কয়েক বছর ধরে সিলিকন ভ্যালিতে যৌন অসদাচরণ একটি বড় ইস্যু হয়ে দেখা দিয়েছে৷ সম্প্রতি একটি জরিপে সেখানকার প্রায় ৯০ ভাগ নারী অভিযোগ করেছেন যে, তাঁরা অফিসে বা কনফারেন্সগুলোতে নারীর প্রতি বৈষম্যমূলক আচরণ দেখেছেন৷

গুগলের মতো বড় কোম্পানিগুলো বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দেবার পরও নারীরা তা যথেষ্ট মনে করছেন না৷

জেডএ/এসিবি (এএফপি, রয়টার্স)

১৯ অক্টোবরের ছবিঘরটি দেখুন..

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ইউরোপ