1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

গুজব নিয়ে ব়্যাবের বিজ্ঞাপন ভাইরাল

৭ ডিসেম্বর ২০১৮

সামাজিক যোগাযোগ মাধ্যমে যা কিছু প্রকাশিত হয়, তার সব বিশ্বাস না করতে সবাইকে আহ্বান জানিয়েছে ব়্যাব৷ এ বিষয়ে মানুষকে সচেতন করতে একটি বিজ্ঞাপন তৈরি করেছে তারা৷

Proteste gegen Wahl in Bangladesh
ছবি: Reuters/Andrew Biraj

বিজ্ঞাপনটির শুরুতে দেখা যায়, এক মোটর সাইকেল আরোহী নামতে গিয়ে হঠাৎ পড়ে যান৷ সেই ছবি তুলে আরেকজন ফেসবুকে শেয়ার করেন৷ তবে সঙ্গে লিখে দেন, ‘‘মারাত্মক দুর্ঘটনা৷ ভাংচুর-তোলপাড়৷ রাস্তাঘাট সব বন্ধ৷'' ছবিটি দ্রুত শেয়ার হতে থাকে৷

এভাবে আরো দুটি ঘটনা বিজ্ঞাপনে দেখিয়ে বোঝানোর চেষ্টা করা হয়েছে, কীভাবে গুজব ছড়ায়৷ একটিতে দেখা যাচ্ছে, একজন মানুষ ‘মাছ' শব্দকে ‘লাশ' ভেবে ফেসবুকে শেয়ার করছেন৷ আরেকটিতে মশা মারার ওষুধের ধোঁয়াকে আগুন লাগার ঘটনা হিসেবে শেয়ার করা হচ্ছে৷

বিজ্ঞাপনের শেষদিকে একজনকে বলতে শোনা যায়, ‘‘গুজবে কান না দিয়ে, সবকিছু বিশ্বাস না করে, আগে সত্য জানবো, এবং মিথ্যে দিয়ে তৈরি গুজব রুখে সত্য জানাবো৷''

ব়্যাবের বিজ্ঞাপনটি তাদের ফেসবুক পাতায় শেয়ার করা হয়েছে৷ ক্রিকেটার সাকিব, মুশফিক, তাসকিন, মিরাজ, ইউটিউব তারকা সালমান মুক্তাদিরসহ অনেকে বিজ্ঞাপনটি শেয়ার করেছেন৷

সাকিবের পাতায় ভিডিওটি ১৫ ঘণ্টায় দুই লক্ষ দুই হাজারের বেশিবার দেখা হয়েছে৷ শেয়ার হয়েছে তিন হাজার তিনশ' বারের বেশি৷ নয়শ'র বেশি মন্তব্যও এসেছে৷

জেডএইচ/এসিবি

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

বাংলাদেশ