1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

গুজরাটে প্রবল বৃষ্টি, বন্যা, মৃত ২৯

২৯ আগস্ট ২০২৪

রোববার থেকে প্রবল বৃষ্টি ও তার ফলে বন্যায় বিপর্যস্ত গুজরাট। মৃত ২৯। আগামী দুই দিন প্রবল বৃষ্টি হতে পারে।

সুরাতে ২০২৩-এ বন্যার ছবি।
প্রবল বৃষ্টির ফলে গুজরাটের অনেক জায়গা জলের তলায় চলে গেছে। ছবি: Ajit Solanki/AP Photo/picture alliance

বৃষ্টি ও বন্যায় বিপর্যস্ত গুজরাট। গত রোববার থেকে প্রবল বৃষ্টি হয়ে যাচ্ছে। সরকারিভাবে জানানো হয়েছে, রাজ্যের ২৪টি নদীর জল বিপদসীমার উপর দিয়ে বইছে। বিভিন্ন জলাধার থেকে জল ছাড়া হচ্ছে।

সবচেয়ে খারাপ অবস্থা সৌরাষ্ট্রের। সেখানে দেবভূমি দ্বারকা, জামনগর, রাজকোট, পোরবন্দরের বিস্তীর্ণ এলাাকা ভেসে গেছে। বুধবারও এখানে ৫০ থেকে দুইশ মিলিমিটার বৃষ্টি হয়েছে। দেবভূমি দ্বারকায় বৃষ্টি হয়েছে ১৮৫ মিলিমিটার। ভদোদরার অবস্থাও খুব খারাপ। এখানেও বহু এলাকা জলের তলায় চলে গেছে।

রাজ্যের ত্রাণ কমিশনার অলোক পাণ্ডে জানিয়েছেন, ৪০ হাজার মানুষকে নিরাপদ জায়গায় সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে

ত্রানে সেনাকে নামানো হয়েছে। এছাড়া জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর(এনডিআরএফ) ১৪টি দল এবং রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনীর(এসডিআরএফ) ২২টি দল বিভিন্ন জায়গায় ত্রাণ ও উদ্ধারের কাজ করছে।

এনডিআরএফের ইন্সপেক্টর মনজিত জানিয়েছেন, গত দুই দিনে দেবভূমি দ্বারকায় প্রবল বৃষ্টি হয়েছে। বাড়িতে জল ঢুকে গেছে। ৯৫ জনকে উদ্ধার করা হয়েছে।

রাজ্য়ের স্বাস্থ্যমন্ত্রী ঋষিকেশ প্যাটেল জানিয়েছেন, বন্যার জল নর্মদা ক্যানেলে ফেলার কথা ভাবা হচ্ছে।

আরো বৃষ্টি হতে পারে

আবহাওয়া দপ্তর জানিয়েছে, শুক্রবার পর্যন্ত গুজরাটে প্রবল বৃষ্টির সম্ভাবনা আছে। বিশেষ করে সৌরাষ্ট্র জেলার বেশ কিছু এলাকায় প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

সেক্ষেত্রে বন্যা পরিস্থিতির আরো অবনতি হতে পারে।

জিএইচ/এসজি(পিটিআই, এএনআই)            

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ