1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

প্রচার অভিযান

৩ অক্টোবর ২০১২

বুধবার গুজরাট ও হিমাচলপ্রদেশ বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণার সঙ্গে সঙ্গে শুরু হয়ে গেল কংগ্রেস বনাম বিজেপি’র শক্তিপরীক্ষার প্রস্তুতি৷ গুজরাটের রাজকোট থেকে প্রচার অভিযান শুরু করলেন কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী৷

ছবি: AP

বিজেপি শাসিত গুজরাট ও হিমাচলপ্রদেশ বিধানসভা ভোটের নির্ঘণ্ট আজ ঘোষণা করলেন নির্বাচন কমিশন৷ ঘোষণার সঙ্গে সঙ্গেই জোরেসোরে শুরু হয়ে গেল কার্যত কংগ্রেস বনাম বিজেপি'র ভোটযুদ্ধের প্রস্তুতি৷ গুজরাটের ১৮২টি আসনে ভোট হবে দুই পর্যায়ে৷ ১৩ই ডিসেম্বর এবং ১৭ই ডিসেম্বর৷ ভোটার সংখ্যা ৫ কোটি ৭৮ লাখ৷ হিমাচলপ্রদেশের ৬৮টি আসনের জন্য ভোট হবে ৪ঠা নভেম্বর৷ আর এই দুই রাজ্যের ভোটগণনা হবে একসঙ্গে, ২০শে ডিসেম্বর৷

ভোটের প্রচার অভিযানে নেমে বুধবার প্রথম গুজরাটের রাজকোটের রেসকোর্স ময়দানে জনসভা করলেন কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী৷ গুজরাটের শিল্পায়নে বিজেপি'র সাফল্য নস্যাৎ করে তিনি রাজ্যের শিল্পায়নের কৃতিত্ব কংগ্রেসের বলে দাবি করেন৷ বিজেপি'র নয়, কংগ্রেসই রাজ্যে এনেছিল শোধনাগার ও অন্য শিল্প৷ বিরোধীদের অভিযোগ ভিত্তিহীন৷

ডিজেল ও রান্নার গ্যাস সিলিন্ডারে ভরতুকি তুলে নেয়া প্রসঙ্গে সোনিয়া গান্ধী প্রশ্ন করেন মোদি সরকারকে৷ বলেন, কেন রাজ্য সরকার পেট্রোপণ্যের ওপর ভ্যাট শুল্ক কম করছেন না? যেটা এই রাজ্যে সর্বাধিক৷ অথচ কংগ্রেস শাসিত বিভিন্ন রাজ্য তা করেছে, আম জনতার ওপর চাপ লাঘবে৷

খুচরো ব্যবসায় বিদেশি লগ্নির সুফল প্রসঙ্গে সোনিয়া গান্ধীর যুক্তি, এতে কৃষকরা উপকৃত হবে৷ তাঁদের ফসলের ভালো দাম পাবে এবং সেটা পাবার অধিকার তাঁদের আছে৷ মোদি সরকারের ব্যর্থতার সালতামামি দিয়ে তিনি অভিযোগ করেন, গত ১০ বছরে খাল কেটে নর্মদার জল শুখা-প্রধান সৌরাষ্ট্র ও কচ্ছ এলাকায় পৌঁছে দিতে ব্যর্থ হয়েছে বিজেপি৷ চাষীরা আত্মহত্যা করতে বাধ্য হয়েছে৷ ব্যর্থ হয়েছে কেন্দ্রের বিভিন্ন উন্নয়নি প্রকল্পের সুফল পৌঁছে দিতে৷

গুজরাতের মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদিছবি: AP

উল্লেখ্য, রাজ্যের মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদি এক জনসভায় সোনিয়া গান্ধীর বিদেশ সফর এবং বিদেশে তাঁর চিকিৎসা বাবদ সরকার ১৮০০ কোটি টাকা ব্যয় করেছে, এমন অভিযোগ করেন৷ এই তথ্য নাকি কেউ জেনেছেন তথ্য জানার অধিকার অর্থাৎ আরটিআই আইনে৷ অবশ্য সরকার থেকে ঐ টাকা খরচের কথা অস্বীকার করা হয়৷ যিনি জেনেছিলেন তিনি এও বলেন যে, নরেন্দ্র মোদির সদভাবনা যাত্রায় কত কোটি টাকা খরচ হয়েছিল, তাও জানতে চাওয়া হয় ঐ একই আইনে৷ কিন্তু তা জানানো হয়নি৷

প্রতিবেদন: অনিল চট্টোপাধ্যায়, নতুন দিল্লি

সম্পাদনা: দেবারতি গুহ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ