1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

গুজরাট থেকে আবার ভারত জোড়ো যাত্রায় রাহুল

৯ আগস্ট ২০২৩

রাহুল গান্ধী এবার দ্বিতীয় দফার ভারত জোড়ো যাত্রায় নামতে চলেছেন। এই যাত্রা শুরু হবে গুজরাট থেকে।

প্রথম দফার ভারত জোড়ো যাত্রায় জনসমর্থন পেয়েছিলেন রাহুল।
লোকসভা ভোটের আগে আবার ভারত জোড়ো যাত্রা করবেন রাহুল গান্ধী। ছবি: Altaf Qadri/AP/picture alliance

গত সেপ্টেম্বরে ভারত জোড়ো যাত্রা শুরু করেছিলেন রাহুল। সাড়ে তিন হাজার কিলোমিটারের বেশি পথ হেঁটেছিলেন তিনি। কন্যাকুমারী থেকে কাশ্মীর পর্যন্ত ছিল প্রথম যাত্রা। তখনই কংগ্রেস নেতারা জানিয়েছিলেন, এরপর রাহুল আরেকটা যাত্রা করবেন, সেটা হবে পশ্চিম থেকে পূর্ব দিকে।

মহারাষ্ট্রের কংগ্রেস সভাপতি নানা পাটোলে জানিয়েছেন, এই দ্বিতায় দফার যাত্রা শুরু হবে গুজরাটের পোরবন্দর থেকে। মোদী-শাহের রাজ্য থেকে শুরু হওয়া এই যাত্রা শেষ হবে মেঘালয় বা অরুণাচল প্রদেশে। রাহুল যখন এই পদযাত্রা করবেন, তখন রাজ্য নেতারাও নিজেদের রাজ্যে পদযাত্রা করবেন। পাটোলে যেমন মহারাষ্ট্রে করবেন।

তবে কবে এই যাত্রা হবে, কোন কোন রাজ্যের মধ্যে দিয়ে যাবে, তা জাননি পাটোলে। এর আগে জয়রাম রমেশও এই যাত্রার ইঙ্গিত দিয়েছিলেন। তবে গতবার বলা হয়েছিল, পরে রাহুল যে যাত্রা করবেন, তখন তিনি পশ্চিমবঙ্গেও যাবেন।

কংগ্রেস নেতারা জানিয়েছেন, গুজরাট থেকে উত্তরপূর্ব ভারতে যাওয়ার পথে জঙ্গল আছে, নদী আছে, তাই কিছুটা এলাকা রাহুল গাড়িতেও যেতে পারেন। তবে এটা মূলত পদযাত্রাই হবে।

গুজরাটের বিরোধী নেতা অমিত চাওড়া জানিয়েছেন, গান্ধীজির জন্মস্থান পোরবন্দর থেকে যাত্রা শুরু করার প্রস্তাব তারাই দিয়েছিলেন। তবে সম্পূর্ণ যাত্রাপথ কেন্দ্রীয় স্তরের কমিটিই ঠিক করবে।

প্রথম ভারত জোড়ো যাত্রায় অভাবিত সাফল্য পেয়েছিলেন রাহুল। প্রচুর মানুষ সেই যাত্রায় রাহুলের সঙ্গী হয়েছিলেন। যাত্রাপথে অনেক ব্যক্তিত্বই যাত্রায় যোগ দিয়েছিলেন।  এই যাত্রা দেখতে সাধারণ মানুষ ভিড় করেছিলেন। সেই সাফল্যে উৎসাহিত হয়ে লোকসভা নির্বাচনের আগে দ্বিতীয় য়াত্রা করছেন রাহুল।

জিএইচ/এসজি (পিটিআই, হিন্দুস্তান টাইমস)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ