1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

গুদামে আগুন, চ্যালেঞ্জের মুখে বিনামূল্যের বই বিতরণ

২১ অক্টোবর ২০০৯

২০১০ সালের ১ জানুয়ারি থেকে নতুন শিক্ষাবর্ষ চালুর লক্ষ্যে আগামী ৩০ নভেম্বরের মধ্যে জেলা শিক্ষা কর্মকর্তাদের হাতে প্রাথমিক থেকে মাধ্যমিক স্তরে বিনামূল্যে ২০ কোটি পাঠ্য বই পৌঁছে দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছিল বেশ কয়েক মাস আগে৷

ফাইল ফটোছবি: DW / Harun-ur-Rashid Swapan

পরিকল্পনা অনুসারে বলা হয়েছিল মাধ্যমিক, ইবতেদায়ী, দাখিল ও কারিগরি স্তরের পাঠ্যপুস্তক ৩০ অক্টোবর এবং প্রাথমিক স্তরের পাঠ্যপুস্তক দুই কিস্তিতে ৩০ নভেম্বরের মধ্যে জেলা পর্যায়ে পৌঁছে দেয়া হবে৷ নির্ধারিত সময়ের মধ্যে শিক্ষার্থীদের হাতে পাঠ্য পুস্তক পৌঁছে দিতে না পারলে সংশ্লিষ্ট দায়ী ব্যক্তিদের কঠোর শাস্তি ভোগ করতে হবে বলে হুশিয়ার করেও দেয়া হয়েছিল৷ কিন্তু সরকারের এই পরিকল্পনায় বড় ধরণের প্রভাব ফেলেছে জাতীয় শিক্ষাক্রম এবং পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) গুদামে সংঘটিত ভয়াবহ অগ্নিকাণ্ড৷

প্রথমবারের মত এক সঙ্গে জাতীয় এবং মাধ্যমিক পর্যায়ে বিনামূল্যে বই বিরতরণের জন্য সরকার একটি কমিটি গঠন করে আগেই৷ জাতীয় ঐ কমিটির আহ্বায়ক ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান৷

বাংলাদেশে ২০১০ সালে প্রাথমিক স্তরের বিভিন্ন শ্রেণীতে ৭ কোটি ৮০ লাখ, মাধ্যমিকে ৭ কোটি ৬২ লাখ, ইবতেদায়ী স্তরে ১ কোটি ১৮ লাখ এবং দাখিলে ১ কোটি ৪৫ লাখ পাঠ্য পুস্তকের চাহিদা রয়েছে৷ এছাড়া কারিগরি স্তরের প্রায় ২ লাখের মতো পাঠ্যপুস্তকসহ বিভিন্ন শ্রেণীর ছাত্রছাত্রীদের বিনা মূল্যে বিতরণের জন্য মোট প্রায় ২০ কোটি পাঠ্য পুস্তক ছাপানোর সিদ্ধান্ত নেয়া হয়৷

জানা যায়, ২০১০ সালের জন্য প্রথম শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত (মাদ্রাসা, কারিগরি ও অনুমোদিত সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ) বিনামূল্যে বিতরণের জন্য ২০ কোটি পুস্তক ছাপানোর সব আয়োজন করা হয়৷ এসব পুস্তক ছাপাতে ৩২ হাজার ৩৬৩ মেট্রিক টন মুদ্রণ কাগজ ও ২২শ' ১৬ মেট্রিক টন কভার কাগজ ক্রয় করা হয়৷

জানা যাচ্ছে, সরকার বিনামূল্যে বিতরণের জন্য পুস্তক ছাপানো এবং সরবরাহ নিয়ে দারুণ এক সমস্যার মধ্যে পড়েছিল৷ সমস্যাটি বেধেছিল জাতীয় পাঠ্য পুস্তক ও শিক্ষাক্রম বোর্ড (এনসিটিবি), শিক্ষা মন্ত্রণালয় এবং প্রকাশকদের মধ্য থেকে গড়ে ওঠা সিন্ডিকেট নিয়ে৷ এই সিন্ডিকেট সরকারের এই কার্যক্রমে নানা বাধা সৃষ্টি করেছিল বলেও প্রকাশ৷

বিগত বছরগুলোতে শুধু প্রাথমিক স্তরের পাঠ্য বই বিনামূল্যে বিতরণ করতে গিয়ে সরকারকে হিমশিম খেতে হয়েছে৷ চলতি বছর তা প্রায় কয়েকগুণ বাড়িয়ে মাধ্যমিক স্তর পর্যন্ত ২০ কোটি বই সময় মতো শিক্ষার্থীদের হাতে পৌঁছে দেয়ার ব্যাপারে যে আশঙ্কা ছিল, এই অগ্নিকান্ডের কারণে তা সত্যিতে পরিণত হলো৷ অবশ্য সরকার এই পরিস্থিতিকে চ্যালেঞ্জ হিসাবে নিয়েছে৷ এবার দেখার বিষয় সরকার কি করে আগামী শিক্ষা বছরের আগেই শিক্ষার্থীদের কাছে বই পৌঁছে দিতে ...

প্রতিবেদক: সাগর সরওয়ার

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ