1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

গুপ্তচর সন্দেহে জার্মান সেনাসদস্য গ্রেপ্তার

১৬ জানুয়ারি ২০১৯

জার্মান সেনাবাহিনীর এক সদস্যকে ইরানের গোয়েন্দা সংস্থার হয়ে কাজ করার সন্দেহে গ্রেপ্তার করা হয়েছে৷ আইনজীবীরা জানিয়েছেন, জার্মান-আফগান ঐ সেনা সদস্য সেনাবাহিনীতে দোভাষীর কাজ করতেন৷

Bundeswehr Camp Marmal Masar-i-Scharif Afghanistan Abzug Deutschland Transportmaschine ISAF Truppe
ছবি: picture-alliance/dpa

জার্মানির কেন্দ্রীয় আইনজীবীদের অফিস এক বিবৃতিতে জানিয়েছে, আফগান বংশোদ্ভূত ৫০ বছর বয়সি ঐ জার্মান নাগরিকের নাম আব্দুল হামিদ৷ তিনি একজন ভাষা বিশেষজ্ঞ৷ জার্মান সেনাবাহিনীতে সাংস্কৃতিক উপদেষ্টা হিসেবে কর্মরত ছিলেন তিনি৷ এক জার্মান গোয়েন্দা কর্মকর্তা জানিয়েছেন, ‘‘আব্দুল হামিদ যে বিদেশি গোয়েন্দা সংস্থার হয়ে কাজ করতেন, এটা প্রমাণের অনেক তথ্য-উপাত্ত হাতে রয়েছে৷''

জার্মান সংবাদপত্র ডেয়ার স্পিগেল এক প্রতিবেদনে জানিয়েছে, জার্মান সেনাবাহিনীর অনেক সংবেদনশীল তথ্য-উপাত্ত আব্দুল হামিদের নাগালে ছিল৷ আফগানিস্তানে সেনা মোতায়েনের বিস্তারিত তথ্য এর মধ্যে অন্যতম৷ প্রতিবেদনটিতে আরো বলা হয়, হামিদ বেশ কয়েক বছর ধরে ইরানের গুপ্তচর বিভাগের হয়ে কাজ করেছেন৷

 জার্মান সেনাবাহিনীতে প্রায়ই আফগান দোভাষীদের নিয়োগ দেয়া হয়, যাতে তারা আফগানিস্তানে নিয়োজিত জার্মান সেনাদের সাহায্য করতে পারেন৷ জার্মানির রাইনলান্ড এলাকা থেকে আব্দুল হামিদকে গ্রেপ্তার করা হয়েছে৷ ইরানের গুপ্তরচরবৃত্তি নিয়ে ইদানীং জার্মান ও ইউরোপীয় গোয়েন্দা কর্মকর্তাদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে৷ জার্মানির একটি গোয়েন্দা সংস্থা জুলাইতে জানিয়েছিল, ইরান তাদের সংস্থায় সাইবার হামলা চালিয়ে বিভিন্ন জার্মান কোম্পানির তথ্য সংগ্রহ করেছে, যা বিপজ্জনক৷

২০১৬ সালে সাবেক জার্মান গোয়েন্দা কর্মকর্তা মার্কুস রাইশেল সিআইএ এবং  রুশ গোয়েন্দা কর্মকর্তাদের সঙ্গে কাজ করার অপরাধে অভিযুক্ত হন৷ এছাড়া ২০১৩ সালে রাশিয়ার গুপ্তচর সংস্থার হয়ে ২০ বছরেরও বেশি সময় কাজ করার জন্য এক দম্পতিকে কারাদণ্ড দেয়া হয়৷

এপিবি/এসিবি (এপি, এএফপি, রয়টার্স, ডিপিএ)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ