1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

'গুম নিয়ে যত আলোচনার সুযোগ হবে, তত ভালো'

৭ এপ্রিল ২০২৩

বিচারবহির্ভূত হত্যাকাণ্ড, গুম নিয়ে কথা বলার যত সুযোগ তৈরি হবে, ততই বাংলাদেশের জন্য ভালো। ব়্যাব নিয়ে ডয়চে ভেলের তথ্যচিত্র বিষয়ে এমন মন্তব্য করেছেন দৈনিক আমাদের নতুন সময় পত্রিকার ইমিরেটাস এডিটর নাঈমুল ইসলাম খান।

Khaled Muhiuddin Asks 152 |  Nayeemul Islam Khan und Jyotirmoy Barua
ছবি: DW

‘ডয়চে ভেলে খালেদ মুহিউদ্দীন জানতে চায়' টকশো-তে এবারের আলোচনার বিষয় ছিল ব়্যাব, আইন-শৃঙ্খলা ও মানবাধিকার৷ আলোচনায় অতিথি হিসাবে আরো উপস্থিত ছিলেন ডয়চে ভেলের মাল্টিমিডিয়া সাংবাদিক আরাফাতুল ইসলাম৷

দৈনিক আমাদের নতুন সময় পত্রিকার ইমিরেটাস এডিটরনাঈমুল ইসলাম খান বলেন, ‘‘বাংলাদেশে এক্সট্রা জুডিশিয়াল কিলিং (বিচারবহির্ভূত হত্যাকাণ্ড), বাংলাদেশে অ্যাবডাকশন (অপহরণ) এইগুলি রিয়েল ইস্যু। এর সংখ্যা নিয়ে বিতর্ক থাকতে পারে, পারপাস নিয়ে বিতর্ক থাকতে পারে।''

বিচারবহির্ভূত হত্যাকাণ্ড, গুমসহ বিভিন্ন অভিযোগে ব়্যাবের জবাবদিহিতা বিষয়ে তিনি বলেন, ‘‘শুধু আমরা কমিয়ে দিলাম, আর করলাম না বললে তো হবে না। যারা করেছে, যেগুলো অতীতে হয়েছে সেগুলোর বিচারিক প্রক্রিয়ার কী হবে৷ এইটার দাবি আমরা করতে থাকা উচিত৷''

ব়্যাব নিয়ে ডয়চে ভেলের তথ্যচিত্র নির্মাণ দলের সদস্য সাংবাদিক আরাফাতুল ইসলাম সংস্থাটির জবাবদিহিতা নিয়ে বলেন, ‘‘মানবাধিকারকর্মী এবং বিশেষজ্ঞ এবং হুইসেলব্লোয়াররাও বলছেন প্রায় দায়মুক্তি পাচ্ছে ব়্যাব৷ কারণ ঘটনা অনেক৷ আমরা হাজারের বেশি ক্রসফায়ারের কথা বলছি, আমরা অসংখ্য নির্যাতনের কথা বলছি, আমরা গুমের কথা বলছি৷ কিন্তু দেখা যাচ্ছে বিচারের যে সংখ্যা সেটা খুবই সীমিত৷''

এডিকে/এফএস

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ