ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে কঠোর নিরাপত্তায় চলছে ভোটগ্রহণ৷ মোড়ে মোড়ে বসানো হয়েছে তল্লাশি চৌকি৷ নির্বাচনী এলাকায় ঘোরাঘুরি করতে দেখা গেলেই পুলিশের নানা প্রশ্নের মুখোমুখি হতে হচ্ছে সাধারণ মানুষকে ৷
বিজ্ঞাপন
আর সেখানে যাওয়ার সঠিক কারণ দেখাতে না পারলেই গুনতে হচ্ছে জরিমানা৷ ঢাকা-১৭ আসনে উপনির্বাচনে ভোটারের উপস্থিতি কম হলে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পরিস্থিতি পাল্টাবে বলে ধারণা করছে নির্বাচন কমিশন।
রাজধানীর বাড্ডা এলাকার বাসিন্দা শহিদুল ইসলাম৷ তার অফিস মহাখালীতে৷ আজ অফিসে যাবার পর জানতে পারেন অফিস বন্ধ৷ তিনি বলেন, ভুল করে বাসা থেকে বের হওয়ার জন্য আমার জরিমানা গুনতে হচ্ছে৷ সাত সকালে এই জরিমানার টাকা আমি কীভাবে দেব?
রাসেল আহমেদের বাসা গুলশান-২ এলাকায়৷ এয়ারপোর্টে গিয়েছিলেন একজনকে আনতে ৷ তিনি বলেন, সিগন্যালটা পার হলেই আমার বাসা৷ যেতে দিল না এখন নাকি জরিমানা করবে আমাকে ৷
গুলশান ট্রাফিক পুলিশের দায়িত্বে থাকা সার্জেন্ট মো. সাদ্দাম হোসেন দৈনিক সমকালকে বলেন, জরুরি প্রয়োজন ছাড়া যারা বাইরে বের হচ্ছেন তাদেরকে জরিমানা করা হচ্ছে ৷ এই পর্যন্ত আটজনকে আমি নিজের হাতে জরিমানা করেছি ৷ এদের মধ্যে বেশিরভাগই কোনো কারণ ছাড়াই মোটরসাইকেল এবং প্রাইভেট কার নিয়ে বের হয়েছেন ৷ যথার্থ কারণ দেখানোর পর অনেকে তাদের গন্তব্যে যাবার সুযোগ দেওয়া হয়েছে ৷ আর যারা কোনো কারণ দেখাতে পারছেন না তাদের জরিমানা করা হচ্ছে৷
তিনি বলেন, ভোটারদের কাজ দেখে কেন্দ্রে যেতে দেওয়া হচ্ছে ৷ এখন পর্যন্ত আটজনকে তের হাজার টাকা জরিমানা করা হয়েছে৷
এনএস/কেএম
উপ-নির্বাচনের নানা চিত্র
গত ১১ ডিসেম্বর আন্দোলনের অংশ হিসেবে বিএনপির সংসদ সদস্যরা সংসদ থেকে পদত্যাগ করেন৷ এর ফলে ঠাকুরগাঁও-৩, বগুড়া-৪ ও বগুড়া-৬, চাঁপাইনবাবগঞ্জ-২ ও চাঁপাইনবাবগঞ্জ-৩ এবং ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হয়৷
ছবি: Partho Sarothi Das
আটটায় শুরু ভোটগ্রহণ
সকাল আটটায় ভোট গ্রহণ শুরু হয়৷ চলে নির্ধারিত সময় বিকেল চারটা পর্যন্ত৷ মোট ৮৬৭টি কেন্দ্রে ভোট গ্রহণ করা হয়৷
ছবি: Partho Sarothi Das
ইভিএমে ভোটগ্রহণ
ছয় আসনেই ইলেকট্রনিক ভোটিং মেশিন বা ইভিএমে ভোট গ্রহণ হয়েছে৷
ছবি: Partho Sarothi Das
আলোচিত ব্রাহ্মণবাড়িয়া--২
ছয় উপনির্বাচনের মধ্যে ব্রাহ্মণবাড়িয়া-২ আসন নিয়ে সবচেয়ে বেশি আলোচনা হয়েছে৷ স্বতন্ত্র প্রার্থী হওয়া বিএনপি নেতা আবু আসিফ আহমেদ কয়েকদিন ধরে নিখোঁজ৷ ভোটের দিনও তিনি আসেননি৷ এদিকে বিএনপি থেকে পদত্যাগ করা আরেক স্বতন্ত্র প্রার্থী আবদুস সাত্তার আওয়ামী লীগের সমর্থন পেয়েছেন৷
ছবি: Bahadur Alam
চাপাইনবাবগঞ্জে দুই পক্ষের বিবাদ
চাঁপাইনবাবগঞ্জে সদর আসনের উপনির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থীর সমর্থক ও আপেল প্রতীকের স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া, ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে৷
ছবি: Monoar hossain jewel
ভাংচুরের ঘটনা
চাপাইনবাবগঞ্জের সংঘর্ষের সময় ভাংচুরের ঘটনাও ঘটেছে৷ দুটি মোটরসাইকেল ও আপেলের নির্বাচনি অফিস ভাংচুর করার অভিযোগ উঠেছে৷
ছবি: Monoar hossain jewel
ভোটারের অনুপস্থিতি
উপনির্বাচনে ভোটারের অনুপস্থিতি ছিল চোখে পড়ার মতো কম৷ অনেক কেন্দ্রের চিত্র ছিল এমন৷ বিকেলের দিকে প্রধান নির্বাচন কমিশনার ধারণা করেছিলেন গড়ে ছয় আসনে ১৫ থেকে ২৫ শতাংশ ভোট পড়েছে৷
ছবি: Ashafuddullah Neon
কে জিতলেন, কে হারলেন
বগুড়া-৪ আসনে মাত্র ৮৩৪ ভোটে হেরেছেন স্বতন্ত্র প্রার্থী আশরাফুল হোসেন ওরফে হিরো আলম৷ জিতেছেন মহাজোটের জাসদের প্রার্থী একেএম রেজাউল করিম৷ ব্রাহ্মণবাড়িয়ায় জিতেছেন বিএনপির দলছুট স্বতন্ত্র প্রার্থী আবদুস সাত্তার৷ এছাড়া ঠাকুরগাঁও-৩-এ জিতলেন জাতীয় পার্টির হাফিজ উদ্দিন আহম্মেদ৷ চাঁপাইনবাবগঞ্জ-২ ও ৩ এবং বগুড়া-৬ আসনে জয় পেয়েছেন আওয়ামী লীগের প্রার্থীরা।