1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

গুলশানে অস্ত্রধারীদের হামলা

১ জুলাই ২০১৬

গুলশানের এক বেকারিতে অস্ত্রধারীদের হামলায় দু’জন নিহত এবং অন্তত ১৯ জন আহত হয়েছে৷ নিহতদের একজন বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা৷ যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য গুলশানে অবস্থানরত তাদের নাগরিকদের জন্য রেড অ্যালার্ট জারি করেছে৷

Bangladesch Anschlag Schießerei in Dhaka
ছবি: picture-alliance/AP Photo

রাজধানীর অভিজাত এলাকা গুলশান ২ নম্বরের হলি আর্টিজান বেকারিতে শুক্রবার রাত পৌনে ৯টার দিকে ৮ থেকে ১০ জন অস্ত্রধারী অতর্কিত হামলা চালায়৷

দৈনিক প্রথম আলো এবং ডেইলি স্টারের খবর অনুযায়ী, নিহতদের একজন বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সালাউদ্দীন খান৷

বেকারিটি এখনো অস্ত্রধারীদের নিয়ন্ত্রণে৷তথাকথিত জঙ্গি সংগঠন আইএস হামলার দায় স্বীকার করেছে৷


ডয়চে ভেলের কন্টেন্ট পার্টনার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম জানিয়েছে, কারা এবং কেন অতর্কিত এ হামলা চালিয়েছে সে বিষয়ে পুলিশ এখনো স্পষ্ট কোনো তথ্য দিতে পারেনি৷

র‌্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদ ঘটনাস্থলে উপস্থিত সাংবাদিকদের বলেন, “সেখানে কিছু অস্ত্রধারী প্রবেশ করেছে৷ এটাই আমাদের কাছে খবর৷ কিছু কর্মচারী বের হয়ে এসেছে৷ তাদের সঙ্গে আমরা কথা বলেছি৷ এখন আমরা চেষ্টা করছি যাতে শান্তিপূর্ণভাবে একটা কিছু করা যায়৷''


র‌্যাবের মহাপরিচালক আরো বলেন, “যারা ওখানে ঢুকেছে, তাদের সঙ্গে আমরা যোগাযোগ স্থাপন করতে চাই, তাদের কী সমস্যা সেটা আমরা শুনতে চাই৷ আমরা পিসফুলি রিজলভ করতে চাই৷ এটা আমাদের প্রথম লক্ষ্য৷”

স্থানীয় সময় রাত পৌনে একটার দিকেও বেকারির ভিতরে অবস্থান নেয়া অস্ত্রধারীদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা চলছিল৷


বেকারির ভেতরে বেশ কিছু মানুষকে অস্ত্রধারীরা জিম্মি করে রেখেছে৷ জিম্মিদের মধ্যে অনেকেই বিদেশি নাগরিক৷

হলি আর্টিজান বেকারির সুপারভাইজার সাংবাদিকদের বলেছেন, ‘‘হামলাকারীরা আল্লাহু আকবার বলে বেকারিতে ঢুকে পড়ে৷ এরপর একের পর এক বোমা ফাটাতে শুরু করে৷''


গুলশান ২-এর লেকভিউ ক্লিনিকের খুব কাছের ৭৯ নম্বর রোডের ওই এলাকা ঘিরে রেখেছে পুলিশ, র‌্যাব ও বিজিবি সদস্যরা৷ আকাশে টহল দিচ্ছে র‌্যাবের হেলিকপ্টার৷

বিডিনিউজ আরো জানায়, ঘটনাস্থল থেকে অন্তত চারজন পুলিশ সদস্যকে আহত অবস্থায় সরিয়ে নিতে দেখা গেছে যাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক৷ আহতদের গুলশানের ইউনাইটেড হাসপাতালে নেওয়া হয়েছে৷

এসিবি/ডিজি

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ