1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

গুলশানে ‘ঘুস চেয়ে’ বিদেশির তোপের মুখে পুলিশ

১৩ ফেব্রুয়ারি ২০১৭

ঢাকার গুলশানে পুলিশের কাছে ব্যাখ্যা চেয়ে চিৎকার করা এক বিদেশির ভিডিও ফেসবুকে ভাইরাল হয়ে গেছে৷ ভিডিওতে দেখা যায়, ভ্যান আটকে টাকা চাওয়া পুলিশের সঙ্গে তর্কে জড়িয়েছেন এক মার্কিন নাগরিক৷

Bangladesh Unwetter Regen Sturm Zyklon Überschwemmung
ছবি: picture-alliance/dpa/EPA/A. Abdullah

বাংলাদেশে পুলিশের বিরুদ্ধে ঘুস খাওয়ার অভিযোগ দীর্ঘদিনের৷ এমনকি রাস্তায় রিকশা, ভ্যানের চালকদের কাছ থেকেও অর্থ আদায়ে পিছপা হয়না পুলিশ৷ শুক্রবার গুলশানে সেরকম এক ঘটনার ভিডিও আলোড়ন তুলেছে ফেসবুকে৷

একটি স্কুলের জন্য কিছু বই নিয়ে যাচ্ছিল একটি ভ্যান গাড়ি৷ কিন্তু গুলশান ২-এ পৌঁছালে সেখানে থাকা এক পুলিশ সদস্য ভ্যানের চালকের কাছে ১২০ টাকা দাবি করেন৷ তখন ঘটনাস্থলে হাজির হন এক মার্কিন নাগরিক, যিনি স্থানীয় গণমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, একজন মার্কিন নাগরিক৷ তিনি পুলিশের কাছে জানতে চান, কেন টাকা দিতে হবে৷ পুলিশ শুরুতে তর্কে জড়াতে চাইলেও এক পর্যায়ে পিছু হটে কন্ট্রোল রুমে ঢুকে যায়৷

এদিকে, প্রশ্ন উঠেছে, পুলিশ সদস্য যে টাকা চেয়েছে সেটা কী ঘুস, নাকি জরিমানা? ঢাকা পুলিশের ট্রাফিক বিভাগের উপ-কমিশনার প্রবীর কুমার ঢাকা ট্রিবিউনের কাছে দাবি করেছেন, গুলশান এবং বারিধারার কিছু এলাকায় রিকশা, ভ্যান চলাচলের নিয়ম নেই৷ তাই ভ্যানটির চাকায় লকার লাগিয়ে জরিমানা চেয়েছিল পুলিশ৷ ভিডিওতে পুরো চিত্র উঠে আসেনি বলেও দাবি করেছেন তিনি৷

প্রত্যক্ষদর্শীরা অবশ্য ঢাকা ট্রিবিউনকে জানিয়েছেন, শুরুতে পুলিশ ভ্যানটির চাকায় লকার না লাগিয়েই টাকা চেয়েছিল৷ কিন্তু ওই বিদেশি ব্যাখ্যা চাইলে দ্রুত চাকায় লকার লাগিয়ে সেটি জরিমানা হিসেবে উপস্থাপনের চেষ্টা করা হয়৷ আকাশ আহমেদ আদি মোবাইলে পুরো দৃশ্য ধারণ করেন এবং পোস্ট করেন৷

আপনার কি কিছু বলার আছে? লিখুন নীচের মন্তব্যের ঘরে৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ