1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

গুল্মলতা থেকে আসবাব

সারা ক্লুম্পস/এসি১৭ মার্চ ২০১৬

ডেনমার্কের রাজধানী কোপেনহাগেনের সমুদ্রসৈকতে ভেসে ওঠা সামুদ্রিক গুল্মলতা থেকে ল্যাম্পশেড বা চেয়ার তৈরি করেন দুই ডেনিশ ডিজাইনার৷ সাধারণ সি-উইড হলো তাঁদের কাঁচামাল৷

জার্মান ডিজাইনারদের অসাধারণ কাজ
ছবি: DW/H.Mund

আসবাব তৈরিতে নতুনত্ব

03:27

This browser does not support the video element.

ডিজাইনার ল্যাম্পশেড, দেখলেই বোঝা যায়: হালফ্যাশনের ডিজাইনারদের হাতে তৈরি৷ অথবা হয়ত একটা ডিজাইনার চেয়ার – কিন্তু এরও রহস্য আছে৷ এ সবই কেল্প বা সি-উইড, অর্থাৎ সামুদ্রিক গুল্মলতা থেকে তৈরি৷

এই গুল্ম আসে ডেনমার্কের রাজধানী কোপেনহাগেনের সমুদ্রসৈকত থেকে৷ এখানে যে সি-উইড সাগরের জলে ভেসে আসে, অধিকাংশ লোকের কাছে তা আবর্জনা ছাড়া আর কিছু নয়: সপসপে, হড়হড়ে, আধপচা কিছু একটা৷ ইয়োনাস এডভার্ড আর নিকোলাই স্টেনফাট থমসেন সেই সামুদ্রিক গুল্মকেই তাদের কাঁচামাল করে তুলেছেন৷ এডভার্ড বলেন, ‘‘সি-উইড এমন একটি বস্তু, যা দুনিয়ার সর্বত্র পাওয়া যায়, যা সবাই জোগাড় ও ব্যবহার করতে পারেন৷ ডেনমার্কের মানুষ সহজ-সরল ডিজাইন খুব পছন্দ করেন৷

আবার এমন কাঁচামাল ব্যবহার করা, যা দিয়ে নানা ধরনের কাজ করা যায়, সেটা আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ – মানুষজনকে দেখানো যে, এই ধরনের কাঁচামাল আমাদের চারপাশে আর আমরা তা নানাভাবে ব্যবহারও করতে পারি৷''

নিজেদের স্টুডিওতে সি-উইড-কে প্রসেস করেন দুই শিল্পী৷ রং অনুযায়ী ভাগ করেন, তারপর ভেজা জামাকাপড়ের মতো বাতাসে শুকোতে দেন৷ শুকনো সি-উইড গুঁড়ো করা হয়৷ টাটকা কুড়নো গুল্ম ব্যবহার করার ফলে কোনো গন্ধ হয় না৷

‘মধ্যযুগীয় রসায়নশাস্ত্রের মতো'

রয়াল ডেনিশ অ্যাকাডেমি অফ ফাইন আর্টস-এর স্নাতক নিকোলাই স্টেনফাট থমসেন বলেন, ‘‘ডিজাইনার হিসেবে আমরা এখানে নতুন কিছু একটা করার চেষ্টা করছি; মধ্যযুগীয় রসায়নশাস্ত্রের মতো সি-উইড থেকে কাজের জিনিস তৈরির চেষ্টায় আছি; আবার ভাবছি, সে পদার্থ দিয়ে কি ধরনের আকার হবে বা কী ধরনের ডিজাইন করা যাবে৷''

সি-উইড, জল, আঠা আর কাগজের টুকরো মিশিয়ে এই পদার্থটি তৈরি করা হয়েছে – যা থেকে ল্যাম্পশেড বানানো সম্ভব৷ চীনেমাটির বাসনের মতোই তা চুল্লিতে পোড়াতে হবে৷ তার ফলে ঘন বাদামি থেকে হালকা সবুজ, সব ধরনের রং বেরিয়ে আসবে৷ দুই ডিজাইনার সি-উইড থেকে চেয়ারও সৃষ্টি করেছেন৷

সেই চেয়ার শুধুপ্রোটোটাইপ হলেও, ৮০ কিলো ওজনের মানুষের ভার বইতে পারে৷ এডভার্ড বলেন, ‘‘এখনো আমরা মূল পদার্থটার বিকাশ ঘটাতে, সেটাকে কিভাবে ব্যবহার করা যায়, তা ভেবে বার করতে ব্যস্ত৷ এটা শুধু চেয়ার তৈরির জন্যে ব্যবহার হবে, বলে আমার মনে হয় না৷ এটা এমন একটা বহুল প্রকৃতির পদার্থ হবে, যা কৃষি কিংবা বাড়ি তৈরির কাজেও ব্যবহার করা চলবে৷''

সামুদ্রিক গুল্মলতা থেকে আবার খুব ভালো সার হয়৷ তবে সে আরেক কাহিনি৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ