1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

গুয়ানতানামো বন্ধের প্রতিশ্রুতি রাখুন: বাইডেনকে অ্যামনেস্টি

৮ জানুয়ারি ২০২২

কিউবায় অবস্থিত যুক্তরাষ্ট্রের গুয়ানতানামো বে কারাগার বন্ধের প্রতিশ্রুতি বাস্তবায়নে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে আহ্বান জানিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যশনাল৷

Protest gegen Folter
প্রতীকী ছবিছবি: Tim Sloan/AFP/Getty Images

কিউবায় অবস্থিত যুক্তরাষ্ট্রের গুয়ানতানামো বে কারাগার বন্ধের প্রতিশ্রুতি বাস্তবায়নে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে আহ্বান জানিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যশনাল৷

গত নভেম্বরে অনুষ্ঠিত যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থী ও বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন কিউবার গুয়ানতানামো বেতে দেশটির নৌ-স্থাপনায় অবস্থিত এ কারাগারটি বন্ধ করার প্রতিশ্রুতি দিয়েছিলেন৷ 

এক বিবৃতিতে অ্যামনেস্টি ইন্টারন্যশনাল বাইডেনকে গুয়ানতানামো বে কারাগার বন্ধের বিষয়ে দেওয়া নির্বাচনি প্রতিশ্রুতির রক্ষার আহ্বান জানায়৷   

২০০১ সালে সাবেক প্রেসিডেন্ট জর্জ ডাব্লিও বুশের ‘সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধ' অভিযান শুরুর  পর কিউবায় গুয়ানতানামো বেতে অবস্থিত দেশটির সামরিক ঘাঁটিতে এই কারাগারটি তৈরি করা হয়৷

দুই দশক ধরে চলমান যুক্তরাষ্ট্রের ‘সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধ'-এর সময়ে যেসকল বিদেশি নাগরিক দেশটির সামরিক বাহিনীর হাতে ধরা পড়তেন তাদেরকে এখানে আটক রাখা হতো৷

কিন্তু কারাগারটিতে আটককৃতদের জিজ্ঞাসাবাদের জন্য কঠোর প্রক্রিয়া অবলম্বন করা হয় এমন অভিযোগে বিশ্ব্যব্যপী সমালোচনার মুখে পড়ে যুক্তরাষ্ট্র সরকার৷ সমালোচকদের দাবি, যে প্রক্রিয়ায় আটককৃতদের জিজ্ঞাসাবাদ করা হয় তা বন্দিদের উপর ‘নির্যাতনের শামিল'৷

এক বিবৃতিতে যুক্তরাষ্ট্রের অ্যামনেস্টি ইন্টারন্যশনালের নিরাপত্তা এবং মানবাধিকার প্রোগ্রামের পরিচালক ডাফনে এভিয়াটার বলেন, ‘‘এই আটককেন্দ্র যতদিন চালু থাকবে ততদিনই এটি বিশ্বব্যপী মানবাধিকার বিষয়ে যুক্তরাষ্ট্রের বিশ্বাসযোগ্যতাকে প্রশ্নবিদ্ধ করবে৷’’

আটক আছেন ৯/১১ ‘পরিকল্পনাকারী’

২০০২ সালে প্রতিষ্ঠার পর প্রায় ৭৮০ জনকে সেখানে বন্দি করে রাখা হয়৷ আটক হওয়া অনেকের বিরুদ্ধেই অপরাধে যুক্ত থাকার আনুষ্ঠানিক অভিযোগ আনা হয়নি৷

বর্তমানে কেন্দ্রটিতে ৩৯ জন সন্দেহভাজন আটক আছেন বলে জানা গেছে৷ এর মধ্যে টুইন টাওয়ারে হামলার সন্দেহভাজন পরিকল্পনাকারী খালিদ শাইখ মোহাম্মেদও রয়েছেন৷

অভিযোগ রয়েছে যে, আটক হওয়ার প্রায় দুই দশক পরও মোহাম্মেদ ও তার সাথে আটক আরো চারজন বন্দির বিরুদ্ধে অভিযোগ বিভিন্ন কারণে বিচারপূর্ব অবস্থায়ই আটকে রয়েছে৷

৯/১১ এর সঙ্গে সম্পৃক্ত থাকার অভিযোগে সামরিক আদালতে তাদের বিচার হওয়া কথা৷ কিন্তু এখন পর্যন্ত বিচারের কোনো তারিখই নির্ধারণ হয়নি৷

জার্মানির অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের মাথিয়াস শ্রাইবার বার্তা সংস্থা এএফপিকে বলেন, ‘‘যথাযথ প্রক্রিয়ায় আইন প্রয়োগের অভাব এবং সেখানে সংগঠিত মারাত্মক মানবাধিকার লংঘনের দায়মুক্তির কারণে গুয়ানতানামো বে একটি বিপজ্জনকক নজির হয়ে আছে৷’’

তিনি বলেন, সেখানে আটক ব্যক্তিরা ‘সুষ্ঠু বিচারের সুযোগ পাচ্ছেন না৷’ পাশাপাশি তিনি আন্তর্জাতিক সম্প্রদায়কে এ আটককেন্দ্রটি বন্ধ করার জন্য যুক্তরাষ্ট্রের উপর চাপ প্রয়োগের আহ্বান জানান৷

কেন বন্ধ হচ্ছে না গুয়ানতানামো বে?

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা ২০০৯ সালে গুয়ানতানামো বে কারাগারটি বন্ধ করার নির্দেশ দিয়েছিলেন৷ কিন্তু তিনি প্রেসিডেন্ট থাকাকালীন এই নির্দেশ কার্যকর করে যেতে পারেননি৷

ওবামার পর ক্ষমতায় আসা সাবেক প্রসিডেন্ট ডনাল্ড ট্রাম্প অবশ্য কেন্দ্রটি চালু রাখতে চেয়েছিলেন৷

এদিকে নির্বাচনি প্রচারণায় বর্তমান প্রসিডেন্ট জো বাইডেন তার মেয়াদ শেষ হওয়ার আগেই কারাগারটি বন্ধ করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন৷ কিন্তু এ ইস্যুতে কংগ্রেসের চাপের মুখে পড়েছেন তিনি৷ আইন অনুযায়ী দেশের অভ্যন্তরের কারাগারে এই বন্দিদের স্থানান্তর করতে পারে না ফেডারেল সরকার৷

এক বিবৃতিতে প্রেসিডেন্ট বাইডেন বলেন, ‘‘এটি (হোয়াইট হাউস) দীর্ঘদিন ধরেই মনে করে যে, এ ধরনের আইনি শর্তগুলো গুয়ানতানামো কারাগারের বন্দিদের কখন এবং কোথায় বিচার করা যাবে এবং তাদের মুক্তির পর কোথায় পাঠানো হবে তা নির্ধারণে সরকারের নির্বাহী ক্ষমতাকে বাধাগ্রস্ত করে৷’’

তবে অ্যামনেস্টির প্রতিনিধি শ্রাইবারের পরামর্শ হলো, জার্মানির মতো যেসব দেশ এরই মধ্যে গুয়ানতানামোর বন্দিদের নিয়েছে, সেখানে তাদের পাঠানো যেতে পারে৷ ইউরোপের দেশ জার্মানি গুয়ানতানামো কারাগারের তিন বন্দিকে সে দেশে স্থানান্তরের সুযোগ দিয়েছিল৷

আরআর/এডিকে (এএফপি, ডিপিএ)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ