1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

গুয়ান্তানামো কারাগারের এক দশক পূর্তি

১১ জানুয়ারি ২০১২

নাইন-ইলেভেনের সন্ত্রাসী হামলা মার্কিন যুক্তরাষ্ট্রকে এতটাই কাঁপিয়ে দিয়েছিল, যে ভবিষ্যতে নিজেদের নিরাপত্তা নিশ্চিত করতে ওয়াশিংটন মরিয়া হয়ে উঠেছিল৷ তারই ফলশ্রুতি গুয়ান্তানামো কারাগার, দেখতে দেখতে যা ১০ বছর পূর্ণ করলো৷

‘গুয়ান্তানামো কারাগার অ্যামেরিকার জন্য এক কলঙ্ক’ছবি: AP

কিউবার ভূখণ্ডের একফালি এলাকা গুয়ান্তানামো৷ সেখানেই মার্কিন নৌসেনা ঘাঁটি৷ ২০০২ সালের ১১ই জানুয়ারি সেখানে চালু হয়েছিল ‘ক্যাম্প ফাইভ', যা গুয়ান্তানামো কারাগার নামে কুখ্যাত৷ মার্কিন সেনাবাহিনীর বিভিন্ন শাখা এই কারাগারের দায়িত্বে রয়েছে৷ এখনো সেখানে ১৭১ জন কারাবন্দি রয়েছে৷ বিনা অভিযোগে কোনো মানুষকে অনির্দিষ্টকালের জন্য আটকে রাখা, আইনজীবী বা আত্মীয়-স্বজন থেকে বিচ্ছিন্ন রাখার এই নীতি অ্যামেরিকা সহ গোটা বিশ্বে চরম বিতর্কিত৷ তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডাব্লু বুশ'এর যুক্তি ছিল, এরা সাধারণ যুদ্ধবন্দি নয়৷ আল কায়েদার সদস্য বা বিদেশি যোদ্ধা হিসেবে এরা আফগানিস্তান বা অন্যান্য দেশে সন্ত্রাসবাদী কার্যকলাপে লিপ্ত ছিল৷ এরা প্রকৃত অর্থে কোনো দেশের সেনাবাহিনীর সদস্য না হওয়ার কারণে এদের ক্ষেত্রে জেনিভা কনভেনশন বা অন্য কোনো আইন খাটে না৷ বিপজ্জনক এই সব বন্দিদের মুক্তি দিলে তারা আবার সন্ত্রাসবাদের পথে ফিরে যেতে পারে৷ তাছাড়া নিরাপত্তার স্বার্থে তাদের ক্ষেত্রে গোপনীয়তা বজায় রাখাও জরুরি৷

বন্দিদের নিঃসঙ্গ জীবনছবি: dapd

গত এক দশকে কমপক্ষে ৭৮০ জন বন্দিকে গুয়ান্তানামোয় সময় কাটাতে হয়েছে৷ যে ১২ জন শুরু থেকে সেখানে রয়েছে, তাদের মধ্যে মাত্র ১ জনের বিচার হয়েছে৷ বিচারে তার যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে৷

গুয়ান্তানামো কারাগার - বাইরে থেকেছবি: dapd

২০০৮ সালে প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারের সময় বারাক ওবামা এক বছরের মধ্যে এই কারাগার বন্ধ করে দেওয়ার অঙ্গীকার করেছিলেন৷ গণতন্ত্রের পূজারী ওয়াশিংটনের জন্য গুয়ান্তানামো যে একটা কলঙ্ক, সেই বাস্তব সত্য তিনি উপলব্ধি করেছিলেন৷ কিন্তু শুধু তাঁর ভাবনায় কাজ হয় নি৷ নানা বাধার মুখে ওবামা আজও এই কারাগার বন্ধ করে সব বন্দিদের বিচার বা তাদের বেকসুর খালাস করতে পারেন নি৷ শেষ পর্যন্ত হাল ছেড়ে দিয়ে তিনি বুশ'এর পথেই হাঁটতে শুরু করেছেন৷ ওবামা প্রশাসন ঘোষণা করেছে, গুয়ান্তানামোর বন্দিদের মধ্যে প্রায় ৫০ জনকে আদালতে পেশ করা বা মুক্তি দেওয়া সম্ভব নয়৷ ফলে তাদের অনির্দিষ্টকালের জন্য সেখানেই থেকে যেতে হবে৷ এমনকি গত ডিসেম্বর মাসে ওবামা বিতর্কিত একটি আইনে নিজের স্বাক্ষর দিয়েছেন, যার আওতায় আল কায়েদা বা তার সহযোগী সংগঠনের সদস্য সন্দেহে সামরিক বাহিনী যে কোনো ব্যক্তিকে আটক করতে পারে৷ তবে ওবামার আমলে নতুন করে গুয়ান্তানামোয় কোনো বন্দিকে পাঠানো হয় নি৷ সমালোচকরা বলে চলেছেন, গুয়ান্তানামোর অস্তিত্বের কারণেই আল কায়েদা নতুন উদ্যমে আরও সদস্য আকর্ষণ করতে সক্ষম হয়েছে৷

প্রতিবেদন: সঞ্জীব বর্মন

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ