1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

মার্কিন যুক্তরাষ্ট্র

২২ সেপ্টেম্বর ২০১২

যুক্তরাষ্ট্রের বিচার মন্ত্রণালয় গুয়ান্তানামো বন্দিশালায় আটক থাকা ৫৫ জন বন্দির নাম প্রকাশ করেছে৷ তবে তাদের নিরাপত্তা নিয়ে আশঙ্কায় তাদেরকে নিজ দেশে নাকি অন্য কোথাও পাঠানো হবে তা এখনও জানা যায়নি৷

A U.S. Sailor foreground conducts an early morning patrol while detainees dressed in white background at a recreation yard inside Camp Delta at Guantanamo Bay Naval Base Cuba. July 7 2010., Photo by:Everett Collection(BSLOC_2011_6_155)
ছবি: picture alliance/Everett Collection

মার্কিন সরকার প্রথমবারের মতো ৫৫ জন বন্দির একটি তালিকা প্রকাশ করেছে যারা গুয়ান্তানামো বন্দিশালা থেকে মুক্তি পেতে যাচ্ছে৷ তবে ২০০১ সালের ১১ই সেপ্টেম্বর অ্যামেরিকায় সন্ত্রাসী হামলার পর ‘সন্ত্রাস বিরোধী যুদ্ধে'র অংশ হিসেবে সন্দেহভাজন যে ১৬৭ জনকে আটক করা হয়েছিল তাদের মাত্র এক তৃতীয়াংশের নাম প্রকাশ করা হলো৷ তারা প্রায় ১১ বছর ধরে কিউবার দক্ষিণাঞ্চলে অবস্থিত মার্কিন নৌবাহিনীর ঘাঁটিতে বন্দি ছিল৷

তালিকায় অন্তর্ভুক্ত নামগুলোর অধিকাংশই ইয়েমেনের নাগরিক৷ তালিকায় রয়েছে গুয়ান্তানামোয় বন্দি থাকা সর্বশেষ ব্রিটিশ বাসিন্দা শাকের আমের৷ এছাড়া তিউনিসিয়ার নাগরিক রয়েছে পাঁচ জন৷ তবে মার্কিন কর্তৃপক্ষের আশঙ্কা, তাদেরকে সমস্যাপীড়িত নিজের দেশে ফেরত পাঠানো হলে তারা আবারও সন্ত্রাসী চক্রের সাথে জড়িত হতে পারে৷ ২০১০ সালের জানুয়ারি মাসে বেশ কিছু মু্ক্তিপ্রাপ্ত বন্দিকে ইয়েমেন পাঠানোর প্রক্রিয়া স্থগিত করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা৷ তিনি ইয়েমেনকে ‘অস্থিতিশীল' রাষ্ট্র হিসেবে উল্লেখ করে এই সিদ্ধান্তের কথা জানিয়েছিলেন৷

বারাক ওবামা প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণের পরই নির্দেশ দিয়েছিলেন ২০১০ সালের জানুয়ারি মাসের মধ্যে গুয়ান্তানামো বন্দিশালা বন্ধ করে দেওয়ার৷ কিন্তু তাঁর এই সিদ্ধান্ত সংসদে সমালোচনার মুখে পড়ে৷ কারণ মার্কিন নীতি নির্ধারকরা নিরাপত্তা পরিস্থিতি নিয়ে আশঙ্কা প্রকাশ করেন৷ ফলে ধীর গতিতে ধাপে ধাপে এসব বন্দি মুক্তির প্রক্রিয়া গ্রহণ করা হয়৷

অবশ্য ২০০৯ সাল থেকে এতোদিন মুক্তিপ্রাপ্ত বন্দিদের পরিচয় ও তালিকা প্রকাশ করতে রাজি হয়নি মার্কিন কর্তৃপক্ষ৷ তাদের আশঙ্কা ছিল, পরিচয় প্রকাশ করা হলে তাদের হস্তান্তরের জন্য চলমান কূটনৈতিক প্রচেষ্টা ব্যাহত হতে পারে৷ কিন্তু শুক্রবার প্রথমবারের মতো ৫৫ জন মুক্তিপ্রাপ্ত বন্দির তালিকা প্রকাশ করা হলো৷ এছাড়া জানানো হয়েছে, ২০০৯ সাল থেকে এখন পর্যন্ত ২৮ জনকে তাদের নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে৷ এছাড়া আরো ৪০ জনকে অন্য কোন দেশে হস্তান্তর করা হয়েছে৷

উল্লেখ্য, ২০০২ সালে গুয়ান্তানামো বন্দিশালা চালু করার পর থেকে সেখানে মোট নয় জন বন্দি মারা গেছে৷ তাদের মধ্যে সর্বশেষ চলতি মাসের শুরুতে মারা গেছে ৩২ বছর বয়সি ইয়েমেনি নাগরিক আদনান লাতিফ৷

এএইচ/এআই (এপি, এএফপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ