1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

গুয়ান্তানামো বন্ধের সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ: গেটস

১৮ ফেব্রুয়ারি ২০১১

ওবামা প্রেসিডেন্ট হওয়ার আগেই এক বছরের মধ্যে গুয়ান্তানামো বন্দি শিবির বন্ধ করার অঙ্গীকার করেছেন৷ অথচ তাঁর কার্যকালের অর্ধেক সময় পেরিয়ে যাওয়ার পর প্রতিরক্ষামন্ত্রী রবার্ট গেটস বলছেন, গুয়ান্তানামো বন্ধের সম্ভাবনা ক্ষীণ৷

মার্কিন প্রতিরক্ষামন্ত্রী রবার্ট গেটস (ফাইল ফটো)ছবি: AP

ক্ষমতায় আসার দুই দিনের মাথায় প্রতিশ্রুতি দিয়েও পরে তা পালন করতে না পারার দৃষ্টান্ত মোটেই বিরল নয়৷ পৃথিবীর প্রায় সব গণতান্ত্রিক দেশের মানুষেরই ব্যাপারটা গা-সওয়া হয়ে গেছে৷ কিন্তু নেতার নাম যদি হয় বারাক ওবামা এবং প্রতিশ্রুতির বিষয় হয় গুয়ান্তানামো কারাগারের ভবিষ্যৎ, তখন শুধু মার্কিন যুক্তরাষ্ট্র নয়, গোটা বিশ্বের মানুষের নজর থাকে সেদিকে৷

যতই আন্তরিকতার সঙ্গে গুয়ান্তানামো বন্দি শিবির বন্ধ করতে চান না কেন, ক্ষমতায় আসার পর ওবামা হাড়ে-হাড়ে টের পাচ্ছেন বিষয়টা কতটা জটিল৷ পদে পদে বাধার সম্মুখীন হয়ে তিনি কিছুটা দমে গেছেন৷ তবে এখনো হাল ছাড়তে রাজি নন ওবামা৷

বৃহস্পতিবার মার্কিন কংগ্রেসের এক কমিটি স্পষ্ট ভাষায় প্রতিরক্ষামন্ত্রী রবার্ট গেটস'এর কাছে প্রশ্ন রেখেছিল গুয়ান্তানামোর ভবিষ্যৎ সম্পর্কে৷ জবাবে গেটস বলেন, খোলাখুলি বলতে গেলে গুয়ান্তানামো বন্দি শিবির বন্ধ করার সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ৷ জটিলতার অন্যতম কারণ হিসেবে গেটস বলেন, কিউবার ভূখণ্ডে অবস্থিত ঐ শিবিরে এখনো প্রায় ১৭২ জন বন্দি রয়েছে৷ কিন্তু মুক্তি দেওয়া হলে তারা যাবে কোথায়? মার্কিন কংগ্রেস এর আগেই আইন প্রণয়ন করে তাদের মার্কিন ভূখণ্ডে সাধারণ আদালতে বিচারের পথ বন্ধ করে দিয়েছে৷ অন্য দেশে পাঠানোর ক্ষেত্রেও নির্দিষ্ট মানদণ্ড স্থির করে দেওয়া হয়েছে৷ সেই সব শর্ত পূরণ করতে পারে, এমন কয়েকটি দেশ মাত্র কয়েক জন বন্দিকে গ্রহণ করতে সম্মত হয়েছে৷

প্রতিবেদন: সঞ্জীব বর্মন

সম্পাদনা: ফাহমিদা সুলতানা

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ইউরোপ