1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সূর্যাস্তের ছটা

৯ এপ্রিল ২০১৩

বায়ার্ন মিউনিখ বুন্ডেসলিগার আরো ছ’টি সপ্তাহান্তের খেলা বাকি থাকতেই তাদের ২২তম খেতাব নিশ্চিত করে ফেলল৷ হাতে রয়েছে এখনও চ্যাম্পিয়নস লিগ ও জার্মান কাপ৷ এই আশ্চর্য মরশুমের পর আসবে কোচ বদলের পালা৷

Former Barcelona soccer coach Pep Guardiola speaks at Mexico Siglo XXI, an event organized by the Telmex Foundation in Mexico City, Friday, Sept. 21, 2012. (Foto:Alexandre Meneghini/AP/dapd)
ছবি: dapd

ইয়ুপ হাইনকেস'এর সঙ্গে বায়ার্নের সম্পর্ক বহুদিনের, যেমন বায়ার্নের সঙ্গে ইয়ুপ হাইনকেসের সম্পর্ক বহুদিনের৷ ১৯৭১'এ বায়ার্ন যখন বুন্ডেসলিগা খেতাব জেতে, তখন ফ্রাংকফুর্টের বিরুদ্ধে বায়ার্নের শেষ দুটি গোল করেছিলেন এই হাইনকেস, প্লেয়ার হিসেবে৷ এরপর ১৯৮৯ এবং ১৯৯০ সালে বায়ার্ন বুন্ডেসলিগা খেতাব জিতেছে হাইনকেসের তাঁবে, কোচ হিসেবে৷ ১৯৯১ সালে হাইনকেস'কে বিদায় দেওয়াটা ছিল তাঁর সবচেয়ে বড় ভুল, বায়ার্ন প্রেসিডেন্ট উলি হ্যোনেস এবার স্বীকার করেছেন৷

যেমন ইয়ুর্গেন ক্লিন্সমান এবং লুইস ফান খাল'এর পর হাইনকেস ফিরিয়ে আনাটা ছিল হ্যোনেসের সেরা সিদ্ধান্ত – যদিও সে'কথা তিনি নিজে বলেননি৷ সে'কথা বলছে জার্মানির প্রেস ও মিডিয়া, ফুটবল ফ্যান ও ফুটবল বিশারদরা৷ গতবছরই তো বায়ার্নকে লিগ এবং কাপে ডর্টমুন্ডের কাছে দ্বিতীয় হতে হয়৷ তারপর আবার বায়ার্ন চ্যাম্পিয়নস লিগের ফাইনালে চেলসি'র কাছে অপ্রত্যাশিতভাবে হারে পেনাল্টি শুটআউটে – তাও আবার নিজেদের স্টেডিয়ামে, মিউনিখের আলিয়ানৎস আরেনায়৷

ইয়ুপ হাইনকেসছবি: Reuters

অপরূপ রূপান্তর

দান্তে'র মতো ডিফেন্ডার এবং মিডফিল্ডার হাভি মার্তিনেস'এর মতো নতুন খেলোয়াড় এনে বায়ার্ন এ মরশুমে এক অন্য রূপ ধারণ করেছে৷ ভেঙেছে রেকর্ডের পর রেকর্ড৷ শেষমেষ ২০ পয়েন্টের ফারাক নিয়ে মরশুম শেষ হবার ছ'সপ্তাহ আগেই খেতাবটা পকেটে পুরেছে৷ সাধে কি হাইনকেস বলেছেন, তিনি খেতাব জিতেছেন অনেকবার, কিন্তু এমন ঠাণ্ডার মধ্যে, অর্থাৎ শীত না কাটতে কোনোদিন জেতেননি৷

হাইনকেসের কোচিং স্টাইলটা যে ঠিক কী, তা বাইরে থেকে কারোর পক্ষে বলা সম্ভব নয়৷ বায়ার্নের প্লেয়াররা হয়তো জানতে পারে৷ কিন্তু রিবেরি-রবেনের মতো নামী-দামী, বহুমূল্য প্লেয়ারদের খুশি রাখার একটা সহজাত ক্ষমতা আছে এই ৬৮ বছর বয়সি শুভ্রকেশ প্রবীণের৷ অপরদিকে বায়ার্নের নতুন স্পোর্টস ডাইরেক্টর মাটিয়াস সামার সমালোচনা করলেও মাথা ঠাণ্ডা রেখে তা প্রত্যাখ্যান করার ক্ষমতা রাখেন এই হাইনকেস৷ এমনকি যেভাবে বায়ার্নের কোচ হিসেবে তাঁর জায়গায় বার্সেলোনার সাবেক কোচ পেপ গুয়ার্দিওলাকে আনার ব্যবস্থা করা হয়েছে, তা'তে যে তিনি সুখী নন, তা'ও স্পষ্ট করে দিয়েছেন হাইনকেস৷

বনাম নয়, স্বনামে এবং স্বমহিমায়

বায়ার্ন কেন হাইনকেসের পরিবর্তে গুয়ার্দিওলাকে আনছে, সে প্রশ্নের উত্তরটা খুবই সোজা৷ বার্সেলোনায় থাকাকালীন গুয়ার্দিওলা প্রমাণ করেছেন, তাঁকে অনায়াসে বিশ্বের সেরা কোচদের মধ্যে ফেলা চলে৷ বয়সেও গুয়ার্দিওলা হাইনকেসের চেয়ে সমবয়সী৷ তার ওপর গুয়ার্দিওলা স্বয়ং দৃশ্যত ইংল্যান্ডের পরিবর্তে জার্মানিতে, এমনকি বায়ার্নে আসার ইচ্ছা প্রকাশ করেছিলেন - বা আভাস দিয়েছিলেন৷

পেপ'কে আনা মানে জার্মান জাতীয় একাদশের কোচ ইওয়াখিম ল্যোভ স্বয়ং যে স্প্যানিশ ফুটবলের ভক্ত, সেই ফুটবল শৈলীকে ঘরে আনা৷ পেপ'এর মিউনিখে আসাটা যেন মধ্যযুগের কোনো রাজবংশীয় সংযোগ, যার মাধ্যমে স্পেনীয় সূক্ষ্মতা ও জার্মান দক্ষতা একই বৈবাহিক সূত্রে বাঁধা পড়তে পারে৷

এসি / এসবি (ডিপিএ, এপি, রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ