1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

গৃহবধূকে অ্যাসিড নিক্ষেপ, দুইজন গ্রেপ্তার

৬ সেপ্টেম্বর ২০২১

ফেনীতে ঘরের জানালা দিয়ে এক গৃহবধূকে অ্যাসিড ছুড়ে মারায় তিনি হাসপাতালে৷ এ ঘটনায় অভিযুক্ত দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ৷ যৌতুকের দাবিতে স্বামীর পরিবার নির্যাতন করে বলে অভিযোগ গৃহবধূর মায়ের৷

প্রতীকী ছবিছবি: picture-alliance/dpa

রোববার সন্ধ্যায় মামলার পর তাদের দুইজনকে গ্রেপ্তার করা হয় বলে ডয়চে ভেলের কনটেন্ট পার্টনার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান ফুলগাজী থানার পরিদর্শক মো. আবু তাহের৷ গ্রেপ্তারকৃতরা হলেন গৃহবধূর স্বামীর ভাগ্নে আবদুল্লাহ আল মিনার ও গৃহবধূর ফুফাত দেবর তারেক মজুমদার৷ ২৬ বছর বয়সি গৃহবধূ জেলার পরশুরাম উপজেলার সাতকুচিয়া গ্রামের চৌধুরীবাড়ির লিখন খানের স্ত্রী৷

রোববার বাড়িতে থাকার সময় ঘরের জানালা দিয়ে তার বোনের গায়ে অ্যাসিড ছুড়ে মারা হয় বলে গৃহবধূর বোন অভিযোগ করেন৷ গৃহবধূকে ফেনী সদর হাসাপাতালে ভর্তি করা হয়৷ এসিডে গৃহবধূর মুখ, গলা ও হাতের কিছু অংশ ঝলসে গেছে৷ প্রাথমিক চিকিৎসা শেষে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান হাসাপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা তৌহিদুল ইসলাম বাবু৷

যৌতুকের দাবিতে ওই গৃহবধূকে তার স্বামীর পরিবার নির্যাতন করে বলে গৃহবধূর মা অভিযোগ করেন৷

গৃহবধূকে অ্যাসিডে ঝলসে দেওয়ার অভিযোগে তিনজনের নামসহ অজ্ঞাত আরও কয়েকজনের বিরুদ্ধে থানায় মামলা করেছেন গৃহবধূর মা৷ মামলার দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে৷ ঘটনার সাথে জড়িত সবাইকে দ্রুত আইনের আওয়তায় আনা হবে বলে জানান পরিদর্শক তাহের৷

এনএস/কেএম (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) 

২০১৯ সালের গ্যালারি

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ