জম্ম ও কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী ফারুক আব্দুল্লাহকে সোমবার গ্রেপ্তার করা হয়েছে৷ গত ৫ আগস্ট কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিলের সময় থেকে তিনি গৃহবন্দি ছিলেন৷
বিজ্ঞাপন
‘‘আমরা তাঁকে গ্রেপ্তার করেছি এবং কতদিন তাঁকে আটক রাখা হবে সে বিষযে একটি কমিটি সিদ্ধান্ত নেবে,'' বলে জানিয়েছেন পুলিশ কর্মকর্তা মুনির খান৷
ফারুক আব্দুল্লাহকে বিতর্কিত ‘পাবলিক সেফটি অ্যাক্ট' বা পিএসএ-তে গ্রেপ্তার করা হয়েছে৷ এই আইনের আওতায় বিচার ছাড়াই কাউকে দুই বছর পর্যন্ত আটক রাখা যায়৷
অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এই আইনকে ‘আইনহীন আইন' বলে সমালোচনা করেছে৷ তবে সরকার বলছে, ঐ অঞ্চলে শান্তি বজায় রাখার জন্য পিএসএ প্রয়োজন৷
কাশ্মীরে উড়ছে ভারতের পতাকা
সংস্কৃতি, ইতিহাস, রাজনীতিসহ নানা ক্ষেত্রে স্বকীয়তা নিয়ে থাকা জম্মু-কাশ্মীরে উড়ছে ভারতের জাতীয় পতাকা৷ বলা হচ্ছে, ভাষা, ধর্ম ও বর্ণে এই অঞ্চলে যে বৈচিত্র্য, সেটাকে পুঁজি করেই জম্মু-কাশ্মীরও লাদাখকে করা হয়েছে কেন্দ্রশাসিত৷
ছবি: picture-alliance/dpa/J. Singh
বাতিলে বদল
ধর্মীয় বা সাংস্কৃতিকভাবে কাশ্মীরের যে অনন্য চরিত্র, তা ৩৭০ ধারা বাতিলের মধ্য দিয়ে বদলে ফেলা যাবে কি না তানিয়ে চলছে আলোচনা-সমালোচনা৷ কারণ জম্মু ও কাশ্মীরের সংস্কৃতি, ইতিহাস এবং রাজনীতি ভারতের অন্য অঞ্চলের থেকে একেবারেই আলাদা৷
ছবি: Imago Images/S. Majeed
বহু ভাষার মিশ্রণ
কাশ্মীরের উপত্যকা ও পাকিস্তানি অঞ্চলের বেশিরভাগ মুসলিম উর্দু ও কাশ্মীরি ভাষায় কথা বলেন৷ জম্মুর পশ্চিমাঞ্চলে মুসলিম ও পূর্বে বসবাসকারী হিন্দুদের ভাষা হিন্দি, পাঞ্জাবি ও ডোগরী৷ আর লাদাখের বৌদ্ধরা কথা বলেন লাদাখি ভাষায়৷
ছবি: Getty Images/S. Barbour
ধর্মীয় বৈচিত্র্য
কাশ্মীরে থাকেন মুসলিম, পন্ডিত ও শিখরা; জম্মুতে হিন্দু-মুসলিম এবং লাদাখে বৌদ্ধ ও মুসলিমরা বসবাস করায় এই অঞ্চলে ছিল ধর্মীয় বৈচিত্র্য৷
ছবি: picture-alliance/Arcaid
খাবার-পোশাকেও ভিন্নতা
জম্মু ও কাশ্মীরীদের জীবনযাত্রা ভারতের অন্য রাজ্যের মানুষের থেকে ভিন্ন৷ তারা যে খাবার খান, যেসব পোশাক পরেন সেগুলোর রয়েছে স্বতন্ত্র বৈশিষ্ট্য৷ আর লাদাখের জনগণ অনুসরণ করেন তিব্বতীয়দের৷
ছবি: Reuters/D. Siddiqui
‘কাশ্মীরিয়াত’
মুসলিম, হিন্দু, শিখ ও বৌদ্ধের ধর্মীয় এবং নিজস্ব সামাজিক রীতি জম্মু, কাশ্মীর ও লাদাখে ভিন্নধর্মী একটি সম্মিলিত সংস্কৃতি তৈরি করেছে, যাকে ‘কাশ্মীরিয়াত’ হিসেবে অভিহিত করা হয়৷
ছবি: picture-alliance/dpa/J. Singh
ক্ষোভ
জম্মু ও কাশ্মীর থেকে লাদাখকে আলাদা করে জম্মু-কাশ্মীর এবং লাদাখকে করা হয়েছে কেন্দ্রশাসিত দুটি অঞ্চল৷ তবে ৩৭০ ধারা বাতিলের পর থেকে ফুঁসে উঠেছেন কাশ্মীরের জনগণ, আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা শিথিল হলেই প্রতিক্রিয়া দেখাচ্ছেন তারা৷
ছবি: Reuters/D. Siddiqui
নতুন আশা
‘৩৫এ’ ধারা বাতিল হওয়ায় জম্মু-কাশ্মীর এবং লাদাখে যে কেউই এখন সম্পত্তি কিনতে পারবেন৷ এই দুই অঞ্চলের স্থায়ী বাসিন্দা না হলেও করা যাবে সরকারি চাকরির আবেদন৷ সংখ্যালঘু সংরক্ষণ আইনের সুবিধার পাবেন কাশ্মীরে সংখ্যালঘুরা এবং কার্যকর হবে তথ্য অধিকার আইন৷
ছবি: picture alliance/dpa/United Archives/WHA
7 ছবি1 | 7
অ্যাক্টিভিস্টরা বলছেন, গত দুই দশকে পিএসএ আইনে বিশ হাজারের বেশি কাশ্মীরীকে আটক করা হয়েছে৷
৮১ বছর বয়সি ফারুক আব্দুল্লাহর বাবা শেখ আব্দুল্লাহর সরকার ক্ষমতায় থাকার সময় ১৯৭৮ সালে পিএসএ প্রণয়ন করা হয়েছিল৷
গত ৫ আগস্ট ভারত কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিল করে৷ সেই সময় ফারুক আব্দুল্লাহর বাড়িকে সাবসিডিয়ারি জেলে পরিণত করা হয়েছিল৷