এ তথ্য দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম৷ এর আগে মধ্যপ্রাচ্যের গণমাধ্যমগুলো কুয়েতে বাংলাদেশি শ্রমিক পাঠানোর ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে বলে খবর প্রচার করে৷
বিজ্ঞাপন
ডয়চে ভেলের কনটেন্ট পার্টনার বিডিনিউজ টোয়েন্টিফোর ডট কমের সঙ্গে আলাপকালে কুয়েত সফররত পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেন, ‘ওয়ার্ক ভিসায় যাওয়ায় কোনো সমস্যা নেই৷’
যে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে তা ‘খাদেম ভিসা ২০’ বা গৃহশ্রমিক নেয়ার ক্ষেত্রে৷
শাহরিয়ার আলম সরকারি সফরে কুয়েত অবস্থান করছেন৷
তাঁর মতে, এখন কুয়েতে বিভিন্ন রকমের কর্মভিসায় প্রায় ৩ লাখ বাংলাদেশি আছেন৷
এর আগে, কুয়েতের স্বরাষ্ট্রমন্ত্রী শেখ খালিদ আল জাররাহ এই ‘নিষেধাজ্ঞা' জারির নির্দেশ দিয়েছেন বলে দেশটির দৈনিক আল জারিদা'র খবর৷ নিরাপত্তা এজেন্সির সূত্রের বরাত দিয়ে এ খবর প্রকাশ করেছে তারা৷
গালফ নিউজ বলছে যে, কাজ ও রেসিডেন্স পারমিট দেয়ার ক্ষেত্রে কিছু অসাধু আদম ব্যবসায়ীও দালালের অসততার কারণেই এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে৷ আর দিন দিন এসব পাচারকারীর সংখ্যা বাড়ছে৷ ডয়চে ভেলের কনটেন্ট পার্টনার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম এ বিষয়টি নিয়ে কুয়েতে বাংলাদেশ দূতাবাসের লেবার কাউন্সেলর আবদুল লতিফ খানের সঙ্গে কথা বলেছে৷ তিনি বলেছেন যে, এ বিষয়ে এখনো তাঁর কাছে কোনো তথ্য নেই৷
বাংলাদেশ জনশক্তি উন্নয়ন ব্যুরোর বরাত দিয়ে গালফ নিউজ বলছে, সত্তর দশকের মাঝামাঝি কুয়েত বাংলাদেশ থেকে জনশক্তি আমদানি শুরু করে৷ ২০০৭ সাল পর্যন্ত ৪ লাখ ৮০ হাজার করে তারা৷
যে ১০ জেলা থেকে সবচেয়ে বেশি মানুষ বিদেশে গেছেন
বাংলাদেশের প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়ের অধীন জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর তথ্য বলছে, ২০০৫ থেকে ২০১৫ সাল পর্যন্ত ৫৭ লক্ষ ৭৪ হাজার ৫৪০ জন বাংলাদেশি কর্মসূত্রে বিদেশে গেছেন৷
ছবি: Getty Images/AFP/M. Naamani
১. কুমিল্লা
সবচেয়ে বেশি গেছে এই জেলা থেকে৷ জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো বলছে, ২০০৫ থেকে ২০১৫ সাল পর্যন্ত কুমিল্লা থেকে মোট ৬ লক্ষ ১৯ হাজার ১৩৮ জন বিদেশ গেছেন, যেটা রপ্তানি হওয়া মোট জনশক্তির প্রায় ১০.৯৪ শতাংশ৷
আপনি যদি এই ১০ জেলার না হয়ে থাকেন তাহলে আপনার জেলার তথ্য জানতে উপরে ‘+’ চিহ্ন ক্লিক করুন৷
ছবি: Getty Images/AFP/M. Naamani
11 ছবি1 | 11
অনিয়ম ও অবৈধ কাজে যুক্ত থাকার অভিযোগে ২০০৭ সালে তারা বাংলাদেশ থেকে শ্রমিক নেয়া বন্ধ করে দেয়৷ ২০১৪ সালে আবার সেই নিষেধাজ্ঞা তুলে নেয়৷ কিন্তু দু'বছর পর পুরুষ গৃহশ্রমিক নেয়ার উপর নিষেধাজ্ঞা আরোপ করে৷ এছাড়া আরো কিছু কড়াকড়ি শর্ত আরোপ করে৷
কুয়েতের জনসংখ্যা ৪৫ লাখ৷ সেখানে বিদেশিরা দুই তৃতীয়াংশ৷ বিদেশিদের মধ্যে সেখানে সবচেয়ে বড় জনগোষ্ঠী ভারতীয়রা৷
জেডএ/এসিবি (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)
জীবিকার তাগিদে উত্তাল সাগর পাড়ি
উত্তাল সাগর পাড়ি দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে জীবিকার তাগিদে আফ্রিকার অনেক নাগরিক ইউরোপে যায়৷ কিন্তু সুখের দেখা কি মেলে?
ছবি: Reuters
নড়বড়ে জলযানে উত্তাল সাগর পাড়ি
এভাবেই জীবনের ঝুঁকি নিয়ে প্রতি বছর গ্রীষ্মে কাজের খোঁজে হাজার হাজার আফ্রিকান নাগরিক উত্তাল সাগর পাড়ি দিয়ে ইটালির দক্ষিণাঞ্চলে পৌঁছেন৷
ছবি: picture-alliance/dpa
অস্থায়ী বাসস্থান
কোনোমতে সাগর পাড়ি দিতে পারলে অভিবাসীদের থাকার ব্যবস্থা হয় ছবির এমন পরিবেশে, একটি বস্তিতে৷ সেখানে থেকে তাঁরা সবজি বা ফল পাড়ার কাজ খোঁজেন৷ কিন্তু এসব পণ্যের মূল্য কমে যাওয়ায় ইদানীং বেশি কাজ পাওয়া যাচ্ছে না৷
ছবি: DW/J.Hahn
‘ইউরোপীয় বস্তি’
প্রায় এক হাজার আফ্রিকান নাগরিক বাস করেন দক্ষিণ ইটালির আপুলিয়ার এই বস্তিতে৷ ‘দ্য ঘেটো’ নামে পরিচিত সেই আবাসস্থলে নেই বিদ্যুৎ, নেই টয়লেট, এমনকি নেই পানিও৷ তারপরও গ্রীষ্মকাল এলেই সেখানে আগন্তুকের সংখ্যাটা বাড়ে৷ কারণ আবহাওয়া উপকূলে থাকায় ইদানীং আরও বেশি সংখ্যক আফ্রিকান সাগর পাড়ি দিতে আগ্রহী হচ্ছেন৷
ছবি: DW/J.Hahn
সাইকেলই ভরসা
‘দ্য ঘেটো’-তে বেঁচে থাকতে হলে একজনের উদ্ভাবনী ক্ষমতা থাকা প্রয়োজন৷ আর সেটা যদি হয় সাইকেল ঠিক করার দক্ষতা তাহলে ভালো৷ কেননা সাইকেলে করেই অভিবাসীরা কাজের খোঁজে বের হন৷ অনেকে সাইকেল ধারও নেন৷
ছবি: DW/J.Hahn
অর্থনৈতিক সংকট
‘দ্য ঘেটো’র সবচেয়ে কাছের বড় শহর ফোগিয়া, যেটা ১৫ কিলোমিটার দূরে অবস্থিত৷ অভিবাসীরা সাধারণত সেখানেই কাজের খোঁজ করেন৷ তবে অর্থনৈতিক সংকটের কারণে সেখানে বেকারত্বের সংখ্যা বাড়ছে৷
ছবি: DW/J.Hahn
আশা যেন নিরাশা
ইবরা এমবেকে ফল (বামে) এবং নাগর সার (ডানে)৷ সেনেগালের এই দুই নাগরিক জানেন ইটালিতে টাকা আয় করা কতটা কঠিন৷ ইবরা ঘণ্টা প্রতি সাড়ে তিনশো টাকায় টমেটো তোলার কাজ করেন৷ তবে এর একটা অংশ চলে যায় মাফিয়াদের কাছে৷
ছবি: DW/J.Hahn
বাংলাদেশিদের লক্ষ্য মালয়েশিয়া
আফ্রিকানদের যেমন ইউরোপ তথা ইটালি, বাংলাদেশিদের তেমন স্বপ্নের দেশ মালয়েশিয়া৷ কক্সবাজার থেকে ট্রলারে করে সাগর পাড়ি দিয়ে সেখানে যেতে আগ্রহী হন অনেক বাংলাদেশি বেকার যুবক৷ এমনটা করতে গিয়ে মারা পড়েন অনেকেই৷