1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বাংলাদেশি শ্রমিক নেবে না কুয়েত?

৬ মার্চ ২০১৮

এ তথ্য দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম৷ এর আগে মধ্যপ্রাচ্যের গণমাধ্যমগুলো কুয়েতে বাংলাদেশি শ্রমিক পাঠানোর ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে বলে খবর প্রচার করে৷

Katar Doha Gastarbeiter
ছবি: imago/imagebroker

ডয়চে ভেলের কনটেন্ট পার্টনার বিডিনিউজ টোয়েন্টিফোর ডট কমের সঙ্গে আলাপকালে কুয়েত সফররত পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেন, ‘ওয়ার্ক ভিসায় যাওয়ায় কোনো সমস্যা নেই৷’

যে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে তা ‘খাদেম ভিসা ২০’ বা গৃহশ্রমিক নেয়ার ক্ষেত্রে৷ 

শাহরিয়ার আলম সরকারি সফরে কুয়েত অবস্থান করছেন৷ 

তাঁর মতে, এখন কুয়েতে বিভিন্ন রকমের কর্মভিসায় প্রায় ৩ লাখ বাংলাদেশি আছেন৷ 

এর আগে, কুয়েতের স্বরাষ্ট্রমন্ত্রী শেখ খালিদ আল জাররাহ এই ‘নিষেধাজ্ঞা' জারির নির্দেশ দিয়েছেন বলে দেশটির দৈনিক আল জারিদা'র খবর৷ নিরাপত্তা এজেন্সির সূত্রের বরাত দিয়ে এ খবর প্রকাশ করেছে তারা৷

গালফ নিউজ বলছে যে, কাজ ও রেসিডেন্স পারমিট দেয়ার ক্ষেত্রে কিছু  অসাধু আদম ব্যবসায়ীও দালালের অসততার কারণেই এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে৷ আর দিন দিন এসব পাচারকারীর সংখ্যা বাড়ছে৷ ডয়চে ভেলের কনটেন্ট পার্টনার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম এ বিষয়টি নিয়ে কুয়েতে বাংলাদেশ দূতাবাসের লেবার কাউন্সেলর আবদুল লতিফ খানের সঙ্গে কথা বলেছে৷ তিনি বলেছেন যে, এ বিষয়ে এখনো তাঁর কাছে কোনো তথ্য নেই৷

বাংলাদেশ জনশক্তি উন্নয়ন ব্যুরোর বরাত দিয়ে গালফ নিউজ বলছে, সত্তর দশকের মাঝামাঝি কুয়েত বাংলাদেশ থেকে জনশক্তি আমদানি শুরু করে৷ ২০০৭ সাল পর্যন্ত ৪ লাখ ৮০ হাজার করে তারা৷

অনিয়ম ও অবৈধ কাজে যুক্ত থাকার অভিযোগে ২০০৭ সালে তারা বাংলাদেশ থেকে শ্রমিক নেয়া বন্ধ করে দেয়৷ ২০১৪ সালে আবার সেই নিষেধাজ্ঞা তুলে নেয়৷ কিন্তু দু'বছর পর পুরুষ গৃহশ্রমিক নেয়ার উপর নিষেধাজ্ঞা আরোপ করে৷ এছাড়া আরো কিছু কড়াকড়ি শর্ত আরোপ করে৷

কুয়েতের জনসংখ্যা ৪৫ লাখ৷ সেখানে বিদেশিরা দুই তৃতীয়াংশ৷ বিদেশিদের মধ্যে সেখানে সবচেয়ে বড় জনগোষ্ঠী ভারতীয়রা৷

জেডএ/এসিবি (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ