1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

গৃহহীন স্লামডগ মিলিয়নিয়ার এর ২০ শিশু

১৪ মে ২০০৯

ভারতীয় পটভূমিকায় নির্মিত অস্কারজয়ী চলচ্চিত্র স্লামডগ মিলিয়নিয়ারে অভিনয় করা ২০ শিশু এখন মুম্বাইয়ের রাস্তায়৷ মুম্বাইয়ের শহর কর্তৃপক্ষ একটি বস্তির কয়েকটি ঝুপড়ি ভেঙ্গে দিলে গৃহহীন হয়ে পড়ে এসব শিশু৷

ছবি: AP

স্লামডগে শিশুদের চরিত্র অভিনয় করা আজাহারউদ্দিন ইসমাইল শেখকে চলচ্চিত্রের মতই লাঠি তাড়া করে পূর্ব বান্দ্রার বস্তিছাড়া করা হয় বলে প্রকাশ৷ আজহারউদ্দিন সংবাদসংস্থা আইএএনএসকে জানিয়েছে, পৌর কর্তৃপক্ষ বিনা নোটিশে হঠাৎ করে বস্তি উচ্ছেদ করতে আসে৷ এসময় তারা ঝুপড়িগুলোও ভেঙ্গে দেয়৷

১০ বছর বয়সী আজহার জানায়, আমাদের যাওয়ার কোন জায়গা নেই৷ তাই প্রখর রোদের মধ্যে রাস্তায় বসে আছি আমরা৷ আমাদের ব্যবহৃত অধিকাংশ জিনিসপত্র ফেলে দেয়া হয়েছে বা ক্ষতিগ্রস্ত হয়েছে৷

ক্রন্দনরত আজহারউদ্দিন আরো জানায়, আমরা জানি না আজকে কি খাবো৷

অবশ্য মুম্বাইয়ের পৌর কর্তৃপক্ষ জানিয়েছে, বস্তিটি অবৈধ হওয়ায় তুলে দেয়া হয়েছে৷ পৌর কর্মকর্তা ইউ ডি মিস্ত্রি জানান, হতে পারে তারকা শিশুগুলোর ঝুপড়িও ভেঙ্গে দেয়া হয়েছে৷ আমাদের তো নির্দেশ পালন করতে হবে৷

পৌর কর্তৃপক্ষ আরো জানিয়েছে, জুনে বর্ষা মৌসুমের আগে সম্ভব হলে উচ্ছেদকৃতদের জন্য নতুন আবাসনের ব্যবস্থা করা হবে৷

স্লামডগ মিলিয়নিয়ারে অসাধারন অভিনয়ের জন্য আজাহারউদ্দিন এবং তার সহ-তারকা রুবিনা আলীকে ফ্ল্যাট দেবার আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী অশোক চাভান৷ তবে সেই আশ্বাস এখনো বাস্তবে রূপ নেয়নি বলে দাবি আজাহারের মা শামীম বেগম এর৷ তিনি জানান, আমাদের যদি থাকার অন্য কোন জায়গা থাকতো তাহলে বস্তিতে থেকে কষ্ট করতাম কেন? আমাদের থাকার অন্য কোন জায়গা নেই৷

প্রতিবেদক: আরাফাতুল ইসলাম, সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ