1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

গেইল ঝড় শেষ এবারের বিশ্বকাপেই

২৩ ফেব্রুয়ারি ২০১৯

‘ইউনিভার্স বস' ক্রিস গেইল ওয়ানডে মাতাবেন এবারের বিশ্বকাপ পর্যন্তই৷ ৫০ ওভারের এই আন্তর্জাতিক ফরম্যাট থেকে বিদায় নেয়ার ঘোষণা দিয়েছেন তিনি৷ তাই এই বিশ্বকাপকে স্মরণীয় করে রাখতে চান তিনি৷

Chris Gayle
ছবি: AP

পারবেন কি তা? ওয়েস্ট ইন্ডিজের এখনকার যে দল, তাতে সম্ভাবনা জোরালো না হলেও একেবারে ফেলে দেয়া যায় না৷ তবে সেজন্য গেইল ঝড়ের উপাখ্যান চাই৷ সেই গেইল ঝড়, যা গত দুই দশক মাতিয়েছে ক্রিকেটপ্রেমীদের৷

‘‘আমি দাগ টেনে দিতে চাই - অথবা বলা যেতে পারে তার কেটে দিতে চাই,'' বিদায়ের ঘোষণা দিয়ে বলেন ক্রিস৷ ‘‘তরুণদেরও কিছুটা উপভোগ করার সুযোগ দিতে চাই এবং পেছনে বসে তাদের পার্টি উপভোগ করতে চাই৷''

এভাবেই বলেন মজার মানুষ গেইল৷ তবে ২০১৯ ইংল্যান্ড বিশ্বকাপ তাঁর জন্য যে অনেক বড় বিষয় সেটিও উল্লেখ করতে ভোলেননি৷ ‘‘সত্যি বলতে কি, এটা আমার জন্য বড় একটা বছর৷ ২০১৯ সালটিও বড় কিছু করেই শেষ করতে চাই,'' বলেন তিনি৷

বয়স ৩৯৷ চলমান ইংল্যান্ড সফরের আগে খেলেছেন ২৮৪ ওয়ানডে৷ উইন্ডিজ ইতিহাসে ক্রিকেট গ্রেট ব্রায়ান লারার পরেই সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় তাঁর নাম৷ দশ হাজার রানের মাইলফলক থেকে মাত্র ২৭৩ রান দূরে৷ লারার ১০,৪০৫ রান পেছনে ফেলতে পারবেন কি? পারতেই হবে তাঁর৷ বিশ্বকাপ ছাড়াও হাতে আছে প্রস্তুতি ম্যাচ৷

‘‘৫০ ওভারের ক্রিকেটে বিশ্বকাপই শেষ কথা,'' বলেন গেইল৷ সেই শেষ কথাতেই তাঁরও শেষ কথা৷

কিন্তু বিশ্বকাপ ট্রফি কি তুলে ধরতে পারবে গেইলের ওয়েস্ট ইন্ডিজ? স্কাই স্পোর্টসকে আইপিএলের নেট সেশনে গেইল বলেন, ‘‘অবশ্যই, তরুণদের কাছে এটা আমার পাওনা,'' বলেন তিনি৷ ‘‘আমার জন্য তাদের এটা করতেই হবে এবং আমাকে ট্রফি দিতেই হবে৷ তবে আমিও আমার অংশের অবদানটুকু রাখতে চাই৷''

৩১ মে বিশ্বকাপ মিশন শুরুর আগে আয়ারল্যান্ড ও বাংলাদেশের সঙ্গে তিনদেশীয় সিরিজ খেলবে ক্যারিবীয়রা৷

গেইলের ওয়ানডে ক্যারিয়ার শুরু ভারতের বিরুদ্ধে টরন্টোতে ১৯৯৯ সালের সেপ্টেম্বরে৷ সেরা স্কোর ২১৫৷ সেঞ্চুরি আছে ২৩টি৷ স্পিন বোলার হিসেবেও সফল এই মায়েস্ত্রো৷ ১৬৫ উইকেট শিকার করেছেন৷ এক ম্যাচে পাঁচ উইকেট শিকার আছে একটি৷

জেডএ/জেডএইচ (ক্রিকইনফো, স্কাই স্পোর্টস)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ