1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

গেমস অ্যাপ কিনে এইডস রোগীদের সহায়তা করুন

জাহিদুল হক১ ডিসেম্বর ২০১৪

স্মার্টফোনে গেম খেলতে আমরা অনেকেই পছন্দ করি৷ যাঁরা আইফোন কিংবা আইপ্যাড ব্যবহার করেন, তাঁরা গেমস অ্যাপ কিনে এইডস রোগীদের সহায়তায় এগিয়ে আসতে পারেন৷

Symbolbild AIDS Schleife auf schwarzem Hintergrund
ছবি: picture-alliance/dpa

অ্যাপল জানিয়েছে ডিসেম্বরের ৭ তারিখ পর্যন্ত নির্দিষ্ট কয়েকটি অ্যাপ বিক্রি থেকে যে আয় হবে সেটা ‘দি গ্লোবাল ফান্ড'-এর তহবিলে জমা দেয়া হবে৷ সংস্থাটি এইডস এর বিরুদ্ধে লড়ছে৷

অ্যাপগুলো মধ্যে কয়কেটি হলো ‘অ্যাংড়ি বার্ডস', ‘ক্ল্যাশ অফ ক্যানস', ‘ফার্মভিল', ‘ফিফা ১৫' এবং ‘কিম কার্দাশিয়ান হলিউড'৷

সোমবার (ডিসেম্বর ১) বিশ্ব এইডস দিবসের দিন অ্যাপলের অনলাইন শপ থেকে আয়ের একটা অংশও গ্লোবাল ফান্ড এর তহবিলে জমা দেয়া হবে বলে জানিয়েছে অ্যাপল৷

এদিকে, এইডস এর বিরুদ্ধে অনেকদিন ধরেই লড়ছেন ইউটু খ্যাত গায়ক বুনো৷ ২০০৬ সালে তিনি ‘প্রোডাক্ট (রেড)' নামে একটি কর্মসূচি শুরু করেন৷ অ্যাপলের নেয়া উদ্যোগটি বুনো-র কর্মসূচিরই একটি অংশ৷ জনপ্রিয় এই গায়ক বিশ্ব এইডস দিবস উপলক্ষ্যে একটি ভিডিও তৈরি টুইটারে দিয়েছেন৷ সেটা রিটুইট করার মাধ্যমে যে কেউ এইডস রোগীর সেবায় এগিয়ে আসতে পারবেন বলে জানানো হয়েছে৷

ইউনিসেফ বলছে, আফ্রিকার কিশোরদের মৃত্যুর এক নম্বর কারণ এইডস৷ আর বিশ্বের হিসেবে সেটা আছে দুই নম্বরে৷

এইডসের বিরুদ্ধে লড়তে শিক্ষার প্রসার ঘটানো জরুরি বলে জানিয়েছে ইউনেস্কো৷

এইডসকে বাগে আনতে না পারলেও এর থাবা থেকে কিছুটা নিস্তার পাওয়ার ইঙ্গিত পেয়েছে জাতিসংঘের সংস্থা ইউএনএইডস৷ জুলাই মাসে প্রকাশিত এক প্রতিবেদনে সংস্থাটি জানিয়েছে, গত দু বছরে বিশ্বে এইডস সংক্রমিত রোগীর সংখ্যা বাড়েনি৷

বাংলাদেশে বর্তমানে এইডস রোগীর সংখ্যা ১,২৯৯৷ পরিসংখ্যানটা অবশ্য ২০১৩ সালের ৩০ নভেম্বর পর্যন্ত সংগৃহীত৷ স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম নিজেই চলতি বছরের জুনে সংসদকে এই তথ্য জানিয়েছেন৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ